নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন
- ক. রাজনৈতিক দল
- খ. সুশীল সমাজ
- গ. বিচার বিভাগ
- ঘ. প্রশাসন বিভাগ
উত্তরঃ সুশীল সমাজ
- ক. থাড
- খ. শয়তানের সাম্রাজ্যে আক্রমণ
- গ. তারকা যুদ্ধ
- ঘ. ম্যাড
উত্তরঃ তারকা যুদ্ধ
- ক. থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
- খ. ম্যাগনা কার্টা থেকে
- গ. গ্রীক, খৃষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
- ঘ. কনফুসিয়ানিজম থেকে
উত্তরঃ থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
4. কোন বছর ইউ এন ডি পি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?
- ক. ১৯৯৫
- খ. ১৯৯৭
- গ. ১৯৯৮
- ঘ. ১৯৯৯
উত্তরঃ ১৯৯৭
5. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে -
- ক. সুশাসনের শিক্ষা থেকে
- খ. আইনের শিক্ষা থেকে
- গ. মূল্যবোধের শিক্ষা থেকে
- ঘ. কর্তব্যবোধ থেকে
উত্তরঃ মূল্যবোধের শিক্ষা থেকে
6. সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে?
- ক. অংশ্রগহণ
- খ. জবাবদিহিতা
- গ. স্বচ্ছতা
- ঘ. সাম্য ও সমতা
উত্তরঃ অংশ্রগহণ
7. নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?
- ক. শাসন প্রক্রিয়া ও মানব উন্নয়ন
- খ. শাসন প্রক্রিয়া এবং সুশাসন
- গ. শাসন প্রক্রিয়া এবং নৈতিক শাসন প্রক্রিয়া
- ঘ. শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন
উত্তরঃ শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন
8. নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?
- ক. অংশ্রগহণ
- খ. স্বচ্ছতা
- গ. নৈতিক শাসন
- ঘ. জবাবদিহিতা
উত্তরঃ নৈতিক শাসন
- ক. ভাল ও মন্দ
- খ. ন্যায় ও অন্যায়
- গ. নৈতিকতা ও অনৈতিকতা
- ঘ. উপরের সবগুলো
উত্তরঃ উপরের সবগুলো
11. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
- ক. দায়িত্বশীলতা
- খ. নৈতিকতা
- গ. দক্ষতা
- ঘ. সরলতা
উত্তরঃ দায়িত্বশীলতা
12. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
- ক. সত্য ও ন্যায়
- খ. স্বার্থকতা
- গ. শঠতা
- ঘ. অসহিষ্ণুতা
উত্তরঃ সত্য ও ন্যায়
13. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
- ক. রাজনীতি
- খ. বুদ্ধিজীবী সম্প্রদায়
- গ. সংবাদ মাধ্যম
- ঘ. যুবশক্তি
উত্তরঃ সংবাদ মাধ্যম
14. সরকারী সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?
- ক. বিশ্বস্ততা
- খ. সৃজনশীলতা
- গ. নিরপেক্ষতা
- ঘ. জবাবদিহিতা
উত্তরঃ সৃজনশীলতা
16. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?
- ক. পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
- খ. আইনের শাসন
- গ. সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা
- ঘ. অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
উত্তরঃ সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা
17. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
- ক. যথাসময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
- খ. দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা
- গ. নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
- ঘ. ঊধ্র্বতন কর্তৃপক্ষের যেকোনো নির্দেশ প্রতিপালন করা
উত্তরঃ নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
18. নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
- ক. সততা ও নিষ্ঠা
- খ. কর্তব্যপরায়ণতা
- গ. মায়া ও মমতা
- ঘ. উদারতা
উত্তরঃ সততা ও নিষ্ঠা
- ক. এরিস্টটল
- খ. জন স্টুয়ার্ট মিল
- গ. ম্যাককরনী
- ঘ. মেকিয়াভেলী
উত্তরঃ ম্যাককরনী
20. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো-
- ক. সুশাসন
- খ. আইনের শাসন
- গ. রাজনীতি
- ঘ. মানবাধিকার
উত্তরঃ সুশাসন
21. নৈতিকভাবে বলা হয় মানবজীবনের-
- ক. নৈতিক শক্তি
- খ. নৈতিক বিধি
- গ. নৈতিক আদর্শ
- ঘ. সবগুলোই
উত্তরঃ সবগুলোই
22. নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় -
- ক. মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
- খ. বাস্তবতার নিরখে নির্দিষ্ট আচরণের মানদন্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
- গ. দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদন্ড বা আচরণবিধি
- ঘ. উপরের তিনটিই সঠিক
উত্তরঃ মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
23. ব্যক্তিগত মূল্যবোধ লালন করে-
- ক. সামাজিক মূল্যবোধকে
- খ. সামাজিক অবক্ষয় রোধ করা
- গ. ব্যক্তিগত মূল্যবোধকে
- ঘ. সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
উত্তরঃ সামাজিক মূল্যবোধকে
24. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-
- ক. দুর্নীতি রোধ করা
- খ. সামাজিক অবক্ষয় রোধ করা
- গ. রাজনৈতিক অবক্ষয় রোধ করা
- ঘ. সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
উত্তরঃ সামাজিক অবক্ষয় রোধ করা
25. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে-
- ক. সুসম্পর্ক গড়ে তোলা
- খ. আস্থার সম্পর্ক গড়ে তোলে
- গ. শান্তির সম্পর্ক গড়ে তোলে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ আস্থার সম্পর্ক গড়ে তোলে