নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

76. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো -

  • ক. সুশাসন
  • খ. রাষ্ট্র
  • গ. নৈতিকতা
  • ঘ. সমাজ

উত্তরঃ সমাজ

বিস্তারিত

77. “সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল।” এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?

  • ক. জাতিসংঘ
  • খ. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  • গ. বিশ্বব্যাংক
  • ঘ. এশিয়া উন্নয়ন ব্যাংক

উত্তরঃ বিশ্বব্যাংক

বিস্তারিত

78. Political Ideals গ্রন্থের লেখক কে?

  • ক. মেকিয়াভেলি
  • খ. রাসেল
  • গ. প্লেটো
  • ঘ. এরিস্টটল

উত্তরঃ রাসেল

বিস্তারিত

79. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো -

  • ক. বিভিন্নতা
  • খ. পরিবর্তনশীলতা
  • গ. আপেক্ষিকতা
  • ঘ. উপরের সবগুলোই

উত্তরঃ উপরের সবগুলোই

বিস্তারিত

80. প্লেটো সদগুণ বলতে বুঝিয়েছেন -

  • ক. প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
  • খ. আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
  • গ. সুখ, ভালোত্ব ও প্রেম
  • ঘ. প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, ‍সুখ ও ন্যায়

উত্তরঃ প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়

বিস্তারিত

81. মূল্যবোধ দৃঢ় হয় -

  • ক. শিক্ষার মাধ্যমে
  • খ. সুশাসনের মাধ্যমে
  • গ. ধর্মের মাধ্যমে
  • ঘ. গণতন্ত্র চর্চার মাধ্যমে

উত্তরঃ গণতন্ত্র চর্চার মাধ্যমে

বিস্তারিত

82. “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।” কে এই উক্তি করেন?

  • ক. এইচ. ডি. স্টেইন
  • খ. জন স্মিথ
  • গ. মিশেল ক্যামডেসাস
  • ঘ. এম.ডব্লিউ,পামফ্রে

উত্তরঃ মিশেল ক্যামডেসাস

বিস্তারিত

83. মূল্যবোধ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি?

  • ক. জাতীয় সংসদ
  • খ. বিশ্ববিদ্যালয়
  • গ. স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান
  • ঘ. স্কুল কলেজ

উত্তরঃ জাতীয় সংসদ

বিস্তারিত

84. সুশাসন হলো এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে -

  • ক. সুস্পর্ক গড়ে তোলে
  • খ. আস্থার সম্পর্ক গড়ে তোলে
  • গ. শান্তির সম্পর্ক গড়ে তোলে
  • ঘ. কোনেটিই নয়

উত্তরঃ আস্থার সম্পর্ক গড়ে তোলে

বিস্তারিত

85. জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে কোনটি?

  • ক. ন্যায়বিচার
  • খ. দানশীলতা
  • গ. সুশাসন
  • ঘ. ক ও গ উভয়ই

উত্তরঃ সুশাসন

বিস্তারিত

86. সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে কোনটি?

  • ক. রাজনীতি
  • খ. বিরোধী দল
  • গ. মামলা
  • ঘ. মিডিয়া

উত্তরঃ মিডিয়া

বিস্তারিত

87. শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ। এটি কার উক্তি?

  • ক. মহাত্মা গান্ধী
  • খ. প্লেটো
  • গ. সক্রেটিস
  • ঘ. রুশো

উত্তরঃ সক্রেটিস

বিস্তারিত

88. গণতন্ত্রের ভিত্তি কোনটি?

  • ক. জনগণ ও জনমত
  • খ. জনমত ও সরকার
  • গ. সাধারণ নির্বাচন ও রাজনৈতিক জ্ঞান
  • ঘ. জনমত ও সাধারণ নির্বাচন

উত্তরঃ জনমত ও সাধারণ নির্বাচন

বিস্তারিত

89. দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। স্লোগানটি কিসের পরিচায়ক?

  • ক. নৈতিকতার
  • খ. জাতীয় মূল্যবোধের
  • গ. সুশাসনের
  • ঘ. আদর্শের

উত্তরঃ জাতীয় মূল্যবোধের

বিস্তারিত

91. অপরের নামে কুৎসা রটানো, ব্ল্যাকমেইল করা কাজগুলো কি?

  • ক. শৃঙ্খলাবিরোধী
  • খ. সমাজবিরোধী
  • গ. নীতি-ঔচিত্যাবিরোধী
  • ঘ. রাষ্ট্রবিরোধী

উত্তরঃ নীতি-ঔচিত্যাবিরোধী

বিস্তারিত

92. নারী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় -

  • ক. কর্মস্থলে
  • খ. রাস্তাঘাটে
  • গ. পরিবারে
  • ঘ. শিক্ষা প্রতিষ্ঠানে

উত্তরঃ পরিবারে

বিস্তারিত

93. ভারতের কোন কমিটি ঘুষকে স্পিড মানি হিসেবে উল্লেখ করেন?

  • ক. শান্তরাম কমিটি
  • খ. জনফোরাম
  • গ. সুনাগরিক কমিটি
  • ঘ. সচেতন কমিটি

উত্তরঃ শান্তরাম কমিটি

বিস্তারিত

95. বিবাহ সস্পর্কিত ‘এজ অব কনসেন্ট’ আইন পাস হয় -

  • ক. ব্রিটিশ আমলে
  • খ. জিয়ার আমলে
  • গ. তত্বাবধায়ক সরকারের আমলে
  • ঘ. মুজিব আমলে

উত্তরঃ ব্রিটিশ আমলে

বিস্তারিত

96. সুন্দর জীবনের স্বার্থেই আইন বিদ্যমান থাকে। উক্তিটি কার?

  • ক. এরিস্টটল
  • খ. প্লেটো
  • গ. কার্ল মার্কস
  • ঘ. জোনাথন হ্যাটন

উত্তরঃ এরিস্টটল

বিস্তারিত

97. ‘Man is born free and everywhere he is in chains.’ উক্তিটি কার?

  • ক. আব্রাহাম লিংকন
  • খ. বারাক ওবামা
  • গ. ষোড়শ লুই
  • ঘ. জ্যঁ জ্যাক রুশো

উত্তরঃ জ্যঁ জ্যাক রুশো

বিস্তারিত

98. ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্ত বাজার ও অর্থনৈতেক উদারতাবাদের প্রবর্তক -

  • ক. ডেভিড রিকার্ডো
  • খ. এরিস্টটল
  • গ. অ্যাডাম স্মিথ
  • ঘ. বব কলিনস

উত্তরঃ অ্যাডাম স্মিথ

বিস্তারিত

99. ‘বৈজ্ঞানিক-ব্যবস্থাপনা’ এর জনক কে?

  • ক. Mary Parkell
  • খ. Lithan Gilbreth
  • গ. Henry Fayou
  • ঘ. F.W. Taylor

উত্তরঃ F.W. Taylor

বিস্তারিত

100. ‘সামন্তবাদ’ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয়?

  • ক. ইতালি
  • খ. ফ্রান্স
  • গ. রাশিয়া
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects