জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর জুনিয়র ফিল্ড অফিসার

2. He advised me --- smoking.

  • ক. giving up
  • খ. to give up
  • গ. in giving up
  • ঘ. from giving up

3. নিচের কোনটি ‘নঞ’ তৎপুরুষ সমাসের উদাহর?

  • ক. নৃতত্ত্ব
  • খ. আলুনি
  • গ. নাকে খত
  • ঘ. দায়ে ঠেকা

4. একাধিক পদের এক পদীকরণের নাম -

  • ক. সন্ধি
  • খ. সমাস
  • গ. কারক
  • ঘ. বাগধারা

5. নিচের কোন বাগধারাটির অর্থ ‘মোসাহেব’?

  • ক. খয়ের খাঁ
  • খ. কাছা ঢিলা
  • গ. চিনির বলদ
  • ঘ. লেফাফা দুরস্ত

6. অপাদানে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?

  • ক. অর্থ অনর্থ ঘটায়
  • খ. এ মেঘে বৃষ্টি হয় না
  • গ. বাবাকে বড্ড ভয় পাই
  • ঘ. পাপে বিরত হও

7. ‘সারা রাত বৃষ্টি হয়েছে ‘ বাক্যটির কারক চিহ্নিত কর?

  • ক. অপাদান কারক
  • খ. অধিকরণ কারক
  • গ. কর্তৃকারক
  • ঘ. করণ কার

8. 'Township' এর বাংলা পরিভাষা কী?

  • ক. শহর
  • খ. নগরায়ণ
  • গ. নগরবিদ্যা
  • ঘ. উপশহর

9. কোনটি অশুদ্ধ বানান?

  • ক. বাল্মীকি
  • খ. সচ্যগ্র
  • গ. স্বত্ত্ব
  • ঘ. সঙ্ঘ

10. শুদ্ধ বানান কোনটি?

  • ক. পরিষেবা
  • খ. প্রজ্বলন
  • গ. উচ্ছাস
  • ঘ. অগ্রহায়ন

11. ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?

  • ক. ফরাসি
  • খ. বর্মি
  • গ. পর্তুগিজ
  • ঘ. বাংলা

12. নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?

  • ক. বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
  • খ. সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
  • গ. ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
  • ঘ. উপরের কোনোটিই নয়

13. ‘ব্যাকরণ’ শব্দের বুৎপত্তিগত অর্থ কোনটি?

  • ক. অবগত হওয়া
  • খ. বাক্য ধারণা
  • গ. বিশেষভাবে উচ্চারণ
  • ঘ. বিশেষভাবে বিশ্লেষণ

14. ‘চিলেকোঠার সেপাই’ কার রচিত উপন্যাস?

  • ক. আখতাতার ইলিয়াস
  • খ. ইলিয়াস খান
  • গ. আখতারুজ্জামান ইলিয়াস
  • ঘ. আকতার জামান ইলিয়াস

15. 'Manifesto' এর বাংলা পরিভাষা কী?

  • ক. পাণ্ডুলিপি
  • খ. শপথ
  • গ. ইশতেহার
  • ঘ. সমীক্ষা

16. ‘খোদা’ কোন ভাষার শব্দ?

  • ক. আরবি
  • খ. ফরাসি
  • গ. ফারসি
  • ঘ. পাঞ্জাবি

19. লাল > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

  • ক. সমীভবন
  • খ. বিষমীভবন
  • গ. স্বরাগম
  • ঘ. ধ্বনি বিপর্যয়

21. Choose the correct passive form of 'Who is calling me'?

  • ক. By whom am I called?
  • খ. By who am being called?
  • গ. By whom am I being called?
  • ঘ. By whom am I called?

22. Choose the correct passive form of 'What did you want'?

  • ক. What was wanted by you?
  • খ. What were wanted at you?
  • গ. What was want by you?
  • ঘ. What was wanted you?


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics