বর্ণ
9. বর্ণ হচ্ছে-
- ক. শব্দের ক্ষুদ্রতম অংশ
- খ. একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
- গ. ধ্বনি নির্দেশক প্রতীক
- ঘ. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
উত্তরঃ ধ্বনি নির্দেশক প্রতীক
- ক. ষ্ণ = ষ + ণ
- খ. ষ্ণ = ষ + ঞ
- গ. ষ্ণ = ষ + ন
- ঘ. ষ্ণ = ষ + ঙ
উত্তরঃ ষ্ণ = ষ + ণ
15. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
- ক. ৩২, ৮, ১০
- খ. ৩২, ৭, ১১
- গ. ৩০, ৮, ১২
- ঘ. ৩২, ৭, ৯
উত্তরঃ ৩২, ৮, ১০
18. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
- ক. ষ + ঞ
- খ. ষ + ণ
- গ. ষ + ন
- ঘ. ষ + ঙ
উত্তরঃ ষ + ণ
19. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
- ক. ব + ন্ + ধ + ন
- খ. ব + ন্ধ + ন
- গ. বান্ + ধন
- ঘ. বন্ + ধন্
উত্তরঃ বন্ + ধন্
21. ‘ক্ষ’ যুক্তক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ?
- ক. ক + খ
- খ. ক + খ + ম
- গ. ক + ষ
- ঘ. ক + স + ম
উত্তরঃ ক + ষ
23. বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জনবর্ণ?
- ক. ৫টি
- খ. ৮টি
- গ. ৭টি
- ঘ. ৬টি
উত্তরঃ ৬টি
There are no comments yet.