বর্ণ
54. ‘বর্ণ’ হচ্ছে -
- ক. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
 - খ. ধ্বনি নির্দেশক প্রতীক
 - গ. একই সঙ্গে উচ্চারিত ধ্বনি গুচ্ছ
 - ঘ. শব্দের ক্ষুদ্রতম অংশ
 
উত্তরঃ ধ্বনি নির্দেশক প্রতীক
55. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?
- ক. নিম্ন-স্বরধ্বনি
 - খ. অগ্র - স্বরধ্বনি
 - গ. জিত - স্বরধ্বনি
 - ঘ. সম্মুখ - স্বরধ্বনি
 
উত্তরঃ সম্মুখ - স্বরধ্বনি
- ক. খ, উ, ম, ল
 - খ. ব, ড়, ঢ়, ভ
 - গ. স, ও, ঘ. ত
 - ঘ. ই, জ, ঞ, য়
 
উত্তরঃ ই, জ, ঞ, য়
60. বাংলা ব্যাকরণ অনুযায়ী ‘বর্ণ’ কয় প্রকার ও কি কি?
- ক. স্বর বর্ণ ও ব্যঞ্জন বর্ণ
 - খ. প্রতীকী বর্ণ ও সাংকেতিক বর্ণ
 - গ. ব্যঞ্জন বর্ণ ও অসংযুক্ত বর্ণ
 - ঘ. পূর্ববর্তী বর্ণ ও উত্তর বর্ণ
 
উত্তরঃ স্বর বর্ণ ও ব্যঞ্জন বর্ণ
63. ‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ?
- ক. ক + খ
 - খ. খ + স + ম
 - গ. ক + খ + ম
 - ঘ. ক + ষ
 
উত্তরঃ ক + ষ
67. ‘কাক থেকে কাগ’ কোন প্রকার পরিবর্তন?
- ক. অভিশ্রুতি
 - খ. সমীভবন
 - গ. ঘোষিতভবন
 - ঘ. দ্বন্দীভবন
 
উত্তরঃ ঘোষিতভবন
70. ‘বিজ্ঞান’ শব্দের ‘জ্ঞ’ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত?
- ক. ঞ + জ
 - খ. জ + ঞ
 - গ. ণ +গ
 - ঘ. গ + ঞ
 
উত্তরঃ জ + ঞ
73. ‘ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।’ এ ‘ইট’কে বাংলা ভাষায় কী বলে?
- ক. কথা
 - খ. ব্যাকরণ
 - গ. বর্ণ
 - ঘ. বাক্য
 
উত্তরঃ বর্ণ
There are no comments yet.