বর্ণ

51. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?

  • ক. ৫টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ১টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

52. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?

  • ক. ১০টি
  • খ. ১১টি
  • গ. ১২টি
  • ঘ. ৩৯টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

53. ‘ক্ষ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?

  • ক. ক + ষ
  • খ. ক + ম
  • গ. ষ + ম
  • ঘ. খ + ষ

উত্তরঃ ক + ষ

বিস্তারিত

54. ‘বর্ণ’ হচ্ছে -

  • ক. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
  • খ. ধ্বনি নির্দেশক প্রতীক
  • গ. একই সঙ্গে উচ্চারিত ধ্বনি গুচ্ছ
  • ঘ. শব্দের ক্ষুদ্রতম অংশ

উত্তরঃ ধ্বনি নির্দেশক প্রতীক

বিস্তারিত

55. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?

  • ক. নিম্ন-স্বরধ্বনি
  • খ. অগ্র - স্বরধ্বনি
  • গ. জিত - স্বরধ্বনি
  • ঘ. সম্মুখ - স্বরধ্বনি

উত্তরঃ সম্মুখ - স্বরধ্বনি

বিস্তারিত

56. তালব্য বর্ণ কোনগুলো?

  • ক. খ, উ, ম, ল
  • খ. ব, ড়, ঢ়, ভ
  • গ. স, ও, ঘ. ত
  • ঘ. ই, জ, ঞ, য়

উত্তরঃ ই, জ, ঞ, য়

বিস্তারিত

57. ‘নাসিক্য’ বর্ণ কোনগুলো?

  • ক. অ, ঋ, ব
  • খ. ঙ, ঞ, ণ
  • গ. উ, ঊ, য়
  • ঘ. শ, স, ষ

উত্তরঃ ঙ, ঞ, ণ

বিস্তারিত

58. ‘ষ্ণ’ যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?

  • ক. ষ + ণ
  • খ. ষ + ঞ
  • গ. ষ + ক্র
  • ঘ. ষ + জ

উত্তরঃ ষ + ণ

বিস্তারিত

59. বাংলা ব্যাকরণ অনুযায়ী মোট ‘বর্ণ’ কয় প্রকার ও কিকি?

  • ক. ২০টি
  • খ. ৩০টি
  • গ. ৪০টি
  • ঘ. ৫০টি

উত্তরঃ ৫০টি

বিস্তারিত

60. বাংলা ব্যাকরণ অনুযায়ী ‘বর্ণ’ কয় প্রকার ও কি কি?

  • ক. স্বর বর্ণ ও ব্যঞ্জন বর্ণ
  • খ. প্রতীকী বর্ণ ও সাংকেতিক বর্ণ
  • গ. ব্যঞ্জন বর্ণ ও অসংযুক্ত বর্ণ
  • ঘ. পূর্ববর্তী বর্ণ ও উত্তর বর্ণ

উত্তরঃ স্বর বর্ণ ও ব্যঞ্জন বর্ণ

বিস্তারিত

61. পরাশ্রয়ী বর্ণ কোনটি?

  • ক. ম
  • খ. ন
  • গ. ং
  • ঘ. ঞ

উত্তরঃ

বিস্তারিত

63. ‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ?

  • ক. ক + খ
  • খ. খ + স + ম
  • গ. ক + খ + ম
  • ঘ. ক + ষ

উত্তরঃ ক + ষ

বিস্তারিত

64. নাসিক্য বর্ণ কোনগুলো?

  • ক. ক, ত, থ,দ
  • খ. ঙ, ঞ, ণ
  • গ. উ, ঊ, য়
  • ঘ. শ, স, ষ

উত্তরঃ ঙ, ঞ, ণ

বিস্তারিত

65. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে -

  • ক. চিহ্ন
  • খ. কার
  • গ. ফলা
  • ঘ. ধাতু

উত্তরঃ ফলা

বিস্তারিত

66. ন, স -

  • ক. ওষ্ঠ্য ব্যঞ্জনবর্ণ
  • খ. দন্ত্য ব্যঞ্জনবর্ণ
  • গ. দন্তমূলীয় ব্যঞ্জনবর্ণ
  • ঘ. কণ্ঠনালীয় ব্যঞ্জনবর্ণ

উত্তরঃ দন্ত্য ব্যঞ্জনবর্ণ

বিস্তারিত

67. ‘কাক থেকে কাগ’ কোন প্রকার পরিবর্তন?

  • ক. অভিশ্রুতি
  • খ. সমীভবন
  • গ. ঘোষিতভবন
  • ঘ. দ্বন্দীভবন

উত্তরঃ ঘোষিতভবন

বিস্তারিত

68. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?

  • ক. ১৩টি
  • খ. ১১টি
  • গ. ৪৯টি
  • ঘ. ৩৯টি

উত্তরঃ ৩৯টি

বিস্তারিত

69. বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?

  • ক. ৩৫টি
  • খ. ৩৭টি
  • গ. ৩৯টি
  • ঘ. ৪১টি

উত্তরঃ ৩৯টি

বিস্তারিত

71. ‘হ্ম’ এই যুক্তব্যঞ্জনে কী কী বর্ণ আছে?

  • ক. ক + ষ
  • খ. হ + ম
  • গ. ম + ম
  • ঘ. ঞ + জ

উত্তরঃ হ + ম

বিস্তারিত

72. অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?

  • ক. ৪টি
  • খ. ৫টি
  • গ. ১টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ১টি

বিস্তারিত

74. স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?

  • ক. ৯
  • খ. ৮
  • গ. ১০
  • ঘ. ১২

উত্তরঃ ১০

বিস্তারিত

75. ‘হৃ’ এর যুক্তবর্ণ কোনটি?

  • ক. হ +ঋ
  • খ. হ + ঞ
  • গ. হ্ + ঋ
  • ঘ. হ + ন

উত্তরঃ হ +ঋ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects