লিঙ্গ ও বচন
2. 'বৃক্ষ' শব্দের সঠিক বহুবচন কোনটি?
- ক. বৃক্ষকুল
- খ. বৃক্ষমালা
- গ. বৃক্ষরাজি
- ঘ. বৃক্ষবলী
উত্তরঃ বৃক্ষকুল
5. বচন অর্থ কি?
- ক. সংখ্যার ধারণা
- খ. গগনার ধারণা
- গ. ক্রমের ধারণা
- ঘ. পরিমাপের ধারণা
উত্তরঃ সংখ্যার ধারণা
6. বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক. বাক্যতত্ত্ব
- খ. ধ্বনিতত্ত্ব
- গ. পদক্রম
- ঘ. রূপতত্ত্ব
উত্তরঃ রূপতত্ত্ব
- ক. দু'প্রকার
- খ. তিন প্রকার
- গ. চার প্রকার
- ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ দু'প্রকার
- ক. অব্যয়সূচক শব্দ
- খ. প্রাতিপাদিক শব্দ
- গ. পারিভাষিক শব্দ
- ঘ. কারকসূচক শব্দ
উত্তরঃ প্রাতিপাদিক শব্দ
9. ইতর প্রানী ও অপ্রানিবাচক শব্দের শেষে কোন বহুবাচনবোধক শব্দ যোগ হয়?
- ক. রা, এরা
- খ. গুলা, গুলো
- গ. গণ, বৃন্দ
- ঘ. বৃন্দ, বর্গ
উত্তরঃ গুলা, গুলো
10. কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয়?
- ক. গণ, বৃন্দ, রা, গুলো
- খ. নিচয়, বৃন্দ, রাশি, গণ
- গ. দাম, কুল, নিচয়
- ঘ. গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ
উত্তরঃ গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ
11. নিচের কোনটি একবচনের উদাহরণ?
- ক. বনে সিংহ থাকে
- খ. মানুষ মরণশীল
- গ. লোকে বলে
- ঘ. শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
উত্তরঃ শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
12. অপ্রণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
- ক. কুল, সকল, সব, সমূহ
- খ. আবলী, গুচ্ছ, দাম, নিকর
- গ. পুঞ্জ, মনো, বাজি, রাশি
- ঘ. গণ, বৃন্দ, মণ্ডলী
উত্তরঃ কুল, সকল, সব, সমূহ
16. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ?
- ক. সিংহ বনে থাকে
- খ. বাগানে ফুল ফুটেছে
- গ. মানুষ মরণশীল
- ঘ. এটাই করিমনের বাড়ি
উত্তরঃ এটাই করিমনের বাড়ি
18. কোন দুটি পদের বচন ভেদে পার্থক্য হয়?
- ক. বিশেষ্য ও সর্বনাম
- খ. বিশেষ্য ও বিশেষণ
- গ. সর্বনাম ও অব্যয়
- ঘ. ক্রিয়া ও অব্যয়
উত্তরঃ বিশেষ্য ও সর্বনাম
19. ইতর প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে যুক্ত হয়--
- ক. টা, টি
- খ. কুল
- গ. খানা, খানি
- ঘ. বাচ্য
উত্তরঃ কুল
20. লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক. শব্দতত্ত্ব
- খ. ধ্বনিতত্ত্ব
- গ. অর্থতত্ত্ব
- ঘ. বাক্যতত্ত্ব
উত্তরঃ শব্দতত্ত্ব
21. সাধারণত কোন কোন পদে লিঙ্গ হয় না?
- ক. বিশেষণ ও ক্রিয়া
- খ. বিশেষণ ও অব্যয়
- গ. সর্বনাম ও অব্যয়
- ঘ. বিশেষ্য ও সর্বনাম
উত্তরঃ বিশেষ্য ও সর্বনাম