উপসর্গ
- ক. বাংলা উপসর্গ
- খ. সংস্কৃত উপসর্গ
- গ. বিদেশি উপসর্গ
- ঘ. উপসর্গ স্থানীয় অব্যয়
উত্তরঃ সংস্কৃত উপসর্গ
5. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-
- ক. আরবি ভাষা থেকে
- খ. ফরাসি ভাষা থেকে
- গ. হিন্দি ভাষা থেকে
- ঘ. উর্দু ভাষা থেকে
উত্তরঃ আরবি ভাষা থেকে
6. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
- ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
- খ. শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
- গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
- ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক
উত্তরঃ দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
7. ‘অচিন শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- ক. নেতিবাচক
- খ. বিয়োগান্তক
- গ. নঞর্থক
- ঘ. অজানা
উত্তরঃ নঞর্থক
8. ‘অপলাপ’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- ক. বিপরীত
- খ. নিকৃষ্ট
- গ. বিকৃত
- ঘ. অভাব
উত্তরঃ বিপরীত
12. প্র, পরা - কোন ধরনের উপসর্গ?
- ক. সংস্কৃত উপসর্গ
- খ. বাংলা উপসর্গ
- গ. বিদেশী উপসর্গ
- ঘ. খাঁটি বাংলা উপসর্গ
উত্তরঃ সংস্কৃত উপসর্গ
18. ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’ কোনটির?
- ক. অনুসর্গের
- খ. উপসর্গের
- গ. বিভক্তির
- ঘ. পদাশ্রিত অব্যয়ের
উত্তরঃ উপসর্গের
19. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
- ক. পরাকাষ্ঠা
- খ. অভিব্যক্তি
- গ. পরিশ্রান্ত
- ঘ. অনাবৃষ্টি
উত্তরঃ অনাবৃষ্টি
20. নিদাঘ শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. আতিশয্য
- খ. বিশেষ
- গ. নিশ্চয়
- ঘ. সম্যক
উত্তরঃ আতিশয্য
21. ‘অপমান’ শব্দটির অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়?
- ক. নিকৃষ্ট
- খ. বিপরীত
- গ. বিকৃত
- ঘ. অভাব
উত্তরঃ বিপরীত
- ক. বাক্যের মধ্যে
- খ. শব্দের পরে
- গ. বাক্যের পূর্বে
- ঘ. শব্দের পূর্বে
উত্তরঃ শব্দের পূর্বে