উপসর্গ
78. ‘প্রতিবাদ’-এর ‘প্রতি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
- ক. প্রত্যার্পণ
- খ. সাদৃশ্য
- গ. বিরোধ
- ঘ. বিপ্সা
উত্তরঃ বিরোধ
82. আরবি শব্দ ‘মালুম’ -এর পূর্বে ‘বে’ যুক্ত হয়ে নতুন শব্দ হল ‘বেমালুম’ -এখানে ‘বে’ কোন প্রকার উপসর্গ?
- ক. আরবি
- খ. ফারসি
- গ. গুজরাটি
- ঘ. হিন্দি
উত্তরঃ ফারসি
86. ‘পাতি, বি, ভর, রাম’-এগুলো কোন ধরনের উপসর্গ?
- ক. খাঁটি বাংলা উপসর্গ
- খ. তৎসম উপসর্গ
- গ. বিদেশী উপসর্গ
- ঘ. কোনটিই না
উত্তরঃ খাঁটি বাংলা উপসর্গ
87. ‘অন্তঃপুর’-এর ‘অন্তঃ’ কোন উপসর্গ?
- ক. সংস্কৃত উপসর্গ
- খ. বাংলা উপসর্গ
- গ. তুর্কী উপসর্গ
- ঘ. ফারসি উপসর্গ
উত্তরঃ সংস্কৃত উপসর্গ
88. ‘ইতিকথা’-এর ‘ইতি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?
- ক. পূর্ব
- খ. বিশিষ্ট
- গ. অস্পষ্ট
- ঘ. নিন্দা
উত্তরঃ বিশিষ্ট
89. উপসর্গ দ্বারা নিষ্পন্ন শব্দকে কি বলে?
- ক. উপসর্গ নিষ্পন্ন শব্দ
- খ. সমস্তপদ
- গ. অনুসর্গ নিষ্পন্ন শব্দ
- ঘ. প্রাতিপাদিক
উত্তরঃ উপসর্গ নিষ্পন্ন শব্দ
94. কার অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে?
- ক. সমাসের
- খ. কারকের
- গ. অনুসর্গের
- ঘ. উপসর্গের
উত্তরঃ উপসর্গের
96. কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়?
- ক. নি, অব, দুর, অপি
- খ. অপ, নির, সু, আ
- গ. আব, স, না, কার
- ঘ. উৎ, বি, অভি, পরা
উত্তরঃ আব, স, না, কার
97. ‘নাবালক’ শব্দের ‘না’ উপসর্গ কোন ভাষা থেকে এসেছে?
- ক. ফারসি
- খ. আরবি
- গ. বাংলা
- ঘ. সংস্কৃত
উত্তরঃ ফারসি
98. উপসর্গের কাজ কি?
- ক. বর্ণ সংস্করণ
- খ. যদি সংস্থাপন
- গ. নতুন শব্দ গঠন
- ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
উত্তরঃ নতুন শব্দ গঠন