এসএসআই NSI এর ফিল্ড অফিসার
1. তাপ ইঞ্জিনের কাজ (Heat Engine)
- ক. যান্ত্রিকশক্তিতে রূপান্তর
- খ. তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
- গ. বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
- ঘ. তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর
- ক. ৬.১৫ কিমি
- খ. ৫.৩ কিমি
- গ. ৬.৩৫ কিমি
- ঘ. ৫.৭৫ কিমি
3. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি?
- ক. আল গোর
- খ. কমলা হ্যারিস
- গ. জর্জ বুশ
- ঘ. ডিক চেনী
4. ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে লাভ কত?
- ক. ২০%
- খ. ২১
- গ. ২৫%
- ঘ. ১৫%
5. ‘বারীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বারী + ঈশ
- খ. বারি + ঈশ
- গ. বারী + ইশ
- ঘ. বারি + ইশ
7. ফুলদল দিয়া কাটিলা কি বিধি শাল্মলী তরুবরে? - এখানে কর্মকারক কোনটি?
- ক. ফুলদল
- খ. বিধি
- গ. কাটিলা
- ঘ. তরুবরে
8. বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি?
- ক. বচনচিহ্ন
- খ. উপসর্গ
- গ. অনুসর্গ
- ঘ. নির্দেশক
9. 'The heel of achilles' কথাটার অর্থ কী?
- ক. একিলিসের গোড়ালি
- খ. দুর্বল জায়গা
- গ. সবল অংশ
- ঘ. একিসিলের বীরত্ব
10. As you make your bed so you must lie on it. ইংরেজি এ প্রবচনটির বাংলা অর্থ কী হবে?
- ক. তোমাকে একাকী ঘুমাতে হবে।
- খ. তোমার নিজের জীবন নিজেকেই গড়তে হবে।
- গ. তোমাকে তোমার কর্মফল মানতেই হবে।
- ঘ. ধর্মের কল বাতাসে নড়ে
11. ‘প্রাচীন’ এর বিপরীত শব্দ কী?
- ক. প্রবীণ
- খ. নবীন
- গ. অর্বাচীন
- ঘ. নতুন
12. ‘বর্গি’ শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে?
- ক. সিংহলি
- খ. বর্মি
- গ. গুজরাটি
- ঘ. মারাঠি
14. সে এখন যাবে না। - এই বাক্যে ‘না’ কোন পদ?
- ক. বিশেষণ
- খ. অব্যয়
- গ. ক্রিয়াবিশেষণ
- ঘ. অনুসর্গ
16. বাক্য সংকোচন করুন : বুকে ভর দিয়ে চলে যে -
- ক. ভুজগ
- খ. তুরগ
- গ. বিহগ
- ঘ. উরগ
17. ‘রাজমিস্ত্রী’ শব্দের ব্যাসবাক্য -
- ক. রাজার মিস্ত্রী
- খ. রাজ যে মিস্ত্রী
- গ. মিস্ত্রীর রাজা
- ঘ. মিস্ত্রী যার রাজ্য
18. বিভক্তি লোপ পায় কোন সমাসে?
- ক. অলুক সমাসে
- খ. বহুব্রীহি সমাসে
- গ. কর্মধারয় সমাসে
- ঘ. তৎপুরুষ সমাসে
19. ‘আটঘাট বাঁধা’ বাগধারায় অর্থ -
- ক. ঘাটে নামা
- খ. কাজে নামা
- গ. সর্বনাশ করা
- ঘ. প্রস্তুতি নেওয়া
- ক. পরিস্কার, পুরষ্কার
- খ. বিকৃত, বিক্রীত
- গ. স্বিকার, শীকার
- ঘ. ধরণ, ধারণা
21. ভুল বানান কোনটি?
- ক. সায়ত্ত্বশাসন
- খ. সর্বস্বান্ত
- গ. মুমূর্ষু
- ঘ. শুশ্রুষা
22. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ কার লেখা?
- ক. শওকত ওসমান
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. আখতুরুজ্জামান ইলিয়াস
- ঘ. আনোয়ার পাশা
23. অসহায়ের পাশে দাঁড়াও। - এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?
- ক. যারা অসহায়, তাদের পাশ দাঁড়াও।
- খ. কিছু লোক আছে অসহায়, তাদের পাশে দাঁড়াও।
- গ. পাশে দাঁড়াতে হবে, যারা কিনা অসহায়।
- ঘ. অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে।
24. বাক্যের প্রধান তিনটি অংশ -
- ক. সমাস, উপসর্গ, প্রত্যয়
- খ. ধ্বনি, শব্দ, বাক্য
- গ. বিশেষ্য, সর্বনাম, বিশেষণ
- ঘ. কর্তা, কর্ম, ক্রিয়া
25. As soon as he saw me, he---away.
- ক. had fled
- খ. fled
- গ. fledd
- ঘ. had fled