উপজেলাথানা শিক্ষা অফিসার
1. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
- ক. নাটোর
- খ. নওগাঁ
- গ. চাঁপাইনবাবগঞ্জ
- ঘ. রাজশাহী
2. নবম জাতীয় সংসদ নির্বাচ অনুষ্ঠিত হয়--
- ক. ২৯ ডিসেম্বর ২০০৮
- খ. ৩০ ডিসেম্বর ২০০৮
- গ. ৩১ ডিসেম্বর ২০০৮
- ঘ. ০১ জানুয়ারি ২০০৯
3. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. সৈয়দ নজরুল ইসলাম
- গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
- ঘ. তাজউদ্দীন আহমেদ
- ক. জাতীয় সংসদ
- খ. মন্ত্রী পরিষদ
- গ. রাষ্ট্রপতি শাসিত সরকার
- ঘ. পার্লামেন্ট
5. ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
- ক. মারদেকা প্রাসাদ
- খ. এলিসি প্রাসাদ
- গ. বাকিংহাম প্রাসাদ
- ঘ. মানালা প্রাসাদ
- ক. ২৭ বছর
- খ. ৩৬ বছর
- গ. ২৪ বছর
- ঘ. ৩২ বছর
7. যদি a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হয়, তবে a : c= কত?
- ক. 2 : 6
- খ. 3 : 7
- গ. 2 : 7
- ঘ. 4 : 7
8. একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হলো, জিনিস টির ক্রয়মূল্য কত?
- ক. ১৫ টাকা
- খ. ২০ টাকা
- গ. ১৭.৫০ টাকা
- ঘ. ১৮ টাকা
9. দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে ছোট সংখ্যাটি কত?
- ক. ২০
- খ. ৩০
- গ. ১০
- ঘ. কোনোটিই নয়
17. একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি । সংখ্যাটি কত?
- ক. ৪৫০
- খ. ৪৭০
- গ. ৫২০
- ঘ. ৫০০
18. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ঃ৪ । পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
- ক. ৪৪ বছর
- খ. ৪২ বছর
- গ. ৫২ বছর
- ঘ. ৫৪ বছর
19. একটি গাড়ি ২৭০ টাকা বিক্রি করাতে ১০% ক্ষতি হয়। গাড়িটির ক্রয়মূল্য কত?
- ক. ২৯৭ টাকা
- খ. ২৪৩ টাকা
- গ. ২৭৩ টাকা
- ঘ. ৩০০ টাকা
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. অরুন্ধতী রায়
- ঘ. রাজা রামমোহন রায়
21. ”রাজা যায় রাজা আসে”- কাব্যগ্রন্থের রচয়িতা--
- ক. আবুল হুসেন
- খ. নির্মলেন্দু গুণ
- গ. আবুল হাসান
- ঘ. শামসুর রাহমান
22. কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ?
- ক. বাংলার মাটি বাংলার জল
- খ. তবক দেওয়া পান
- গ. চুনিয়া আমার আর্কেডিয়া
- ঘ. রৌদ্রে প্রতিধ্বনি
- ক. শামসুর রাহমান
- খ. হাসান হাফিজুর রহমান
- গ. শহীদ কাদরী
- ঘ. সৈয়দ শামসুল হক
24. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
- ক. ধূসর পান্ডুলিপি
- খ. ঝরা পালক
- গ. মহাপৃথিবী
- ঘ. বেলা শেষের গান
25. ”চাঁদের অমাবস্যা” উপন্যাসটির রচয়িতা--
- ক. আবুল মনসুর আহমদ
- খ. আবু জাফর শামসুদ্দীন
- গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- ঘ. শওকত ওসমান