উপজেলাথানা শিক্ষা অফিসার

76. বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না?

  • ক. লাল ও সবুজ
  • খ. লাল ও নীল
  • গ. লাল, নীল ও সবুজ
  • ঘ. সবুজ ও নীল

77. মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলে---

  • ক. কার্ডিয়াক এ্যারেস্ট
  • খ. কার্ডিয়াক ফেইলিউর
  • গ. হার্ট এ্যাটাক
  • ঘ. স্ট্রোক

79. এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে?

  • ক. লোহিত কণিকা
  • খ. শ্বেত কণিকা
  • গ. রক্ত প্লাজমা
  • ঘ. কোনোটিই নয়

80. শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে?

  • ক. পটাসিয়াম
  • খ. নাইট্রোজেন
  • গ. হাইড্রোজেন
  • ঘ. কার্বন ডাই অক্সাইড

81. রক্তের লোহিত কণিকার কাজ কি?

  • ক. অক্সিজেন বহন করা
  • খ. নাইট্রোজেন বহন করা
  • গ. কার্বন ডাই অক্সাইড বহন করা
  • ঘ. কোনোটিই নয়

82. নোইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি?

  • ক. হাড়ের গুড়া
  • খ. সরিষা খৈল
  • গ. গুহস্থালির ছাই
  • ঘ. মাছের কাঁটা

84. পানিকে বরফে পরিণত করলে এর আয়তন---

  • ক. বাড়ে
  • খ. কমে
  • গ. প্রথমে বাড়ে পরে কমে
  • ঘ. একই থাকে

85. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়?

  • ক. মৃদু রঞ্জন রশ্মি
  • খ. বিটা রশ্মি
  • গ. কসমিক রশ্মি
  • ঘ. গামা রশ্মি

86. আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে---

  • ক. ক্যালসিয়াম ক্লোরাইড
  • খ. ক্যালসিয়াম ফসফেট
  • গ. ক্যালসিয়াম কার্বনেট
  • ঘ. ক্যালসিয়াম সালফেট

87. পঁচা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী কোন গ্যাস?

  • ক. ইথেন
  • খ. অ্যাসিটিলিন
  • গ. হাইড্রোজেন সালফাইড
  • ঘ. হিলিয়াম

88. কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?

  • ক. স্কার্ভি
  • খ. রিকেট
  • গ. ম্যানিনজাইটিস
  • ঘ. বেরিবেরি

89. পিতল হচ্ছে--

  • ক. তামা ও লোহার সংকর
  • খ. তামা ও নিকেলের সংকর
  • গ. টিন ও দস্তার সংকর
  • ঘ. তামা ও দস্তার সংকর

91. ২০০৯-১০ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ধরা হয়---

  • ক. ৩০,০০০ কোটি টাকা
  • খ. ৩০,৫০০ কোটি টাকা
  • গ. ৩১,০০০ কোটি টাকা
  • ঘ. ৩১,২০০ কোটি টাকা

94. বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতারধর দেশ কোনটি?

  • ক. ইরান
  • খ. ইসরাইল
  • গ. উত্তর কোরিয়া
  • ঘ. দক্ষিণ আফ্রিকা

95. FAO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. রোম
  • খ. জেনেভা
  • গ. ব্যাংকক
  • ঘ. প্যারিস

96. PRSP হচ্ছে

  • ক. বাজেট বিশ্লেষণ
  • খ. দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
  • গ. পঞ্চবার্ষিকী পরিকল্পনা
  • ঘ. দরিদ্রজনকে ঋণদান প্রণালী

97. ”ভাওয়াইয়া” বাংলাদেশের কোন অঞ্চলের গান?

  • ক. ময়মনসিংহ
  • খ. রাজশাহী
  • গ. রংপুর
  • ঘ. ঢাকা

99. ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে--

  • ক. ভারত
  • খ. ব্রাজিল
  • গ. দক্ষিণ কোরিয়া
  • ঘ. দক্ষিণ আফ্রিকা

100. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. ঢাকা
  • খ. নয়াদিল্লী
  • গ. কলম্বো
  • ঘ. কাঠমান্ডু


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics