১৩তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা
1. কোন পদ্ধতি ব্যবহার করে স্মার্টফোন ও কম্পিউটারে একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়?
- ক. Bluetooth
- খ. Wi-Fi
- গ. WAN
- ঘ. LAN
2. আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করাকে কী বলে?
- ক. আলোর প্রতিফলন
- খ. আলোর প্রতিসরণ
- গ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- ঘ. সংকট কোণ
3. চোখের কোনটি মস্তিস্কে দর্শনের অনুভূতি জাগায়?
- ক. চোখের মণি
- খ. আইরিশ
- গ. রেটিনা
- ঘ. কর্নিয়া
4. মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণ ব্যবহৃত হয় কোনটি?
- ক. এক্স-রে
- খ. ইসিজি
- গ. ইটিটি
- ঘ. সিটি স্ক্যান
5. মানবদেহে ক্যান্সারের মূল কারণ কোনটি?
- ক. কোষ বিভাজন
- খ. অনিয়ন্ত্রিত কোষ বিভাজন
- গ. ভাইরাসের আক্রমণ
- ঘ. নির্দিষ্ট কেমিক্যাল গ্রহণ
6. বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী আনয়ন করা হয় কোন সালে?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৩
- গ. ১৯৭৪
- ঘ. ১৯৭৫
7. বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
- ক. ৯
- খ. ১০
- গ. ১১
- ঘ. ১২
8. বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
- ক. চলাফেরার স্বাধীনতা
- খ. সমাবেশের স্বাধীনতা
- গ. সংগঠনের স্বাধীনতা
- ঘ. চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা
9. বাংলাদেশের সংবিধানের ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে সিদ্ধান্ত গৃহীত হয় -
- ক. এক-তৃতীয়াংশ সদস্যের ভোটে
- খ. দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে
- গ. উপস্থিত ও ভোট দানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে
- ঘ. মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে
11. অযাচিত প্রভাবজনিত চুক্তির পরিণতি কি?
- ক. বাতিল
- খ. বৈধ
- গ. বাতিলযোগ্য
- ঘ. কোনোটিই নয়
12. কোনো চুক্তি, আইন বা প্রথার অবর্তমানে কৃষির উদ্দেশ্যে প্রদত্ত স্থাবর সম্পত্তির ইজারায় মেয়াদ কত?
- ক. ৬ মাস
- খ. ইজারা গ্রহীতার ইচ্ছামাফিক
- গ. ১ বছর
- ঘ. ইজারা দাতার ইচ্ছামাফিক
13. The Transfer of Property Act, 1882 এর কত ধারায় ‘চু্ক্তির আংশিক সম্পাদন নীতি’ বর্ণিত হয়েছে?
- ক. 53
- খ. 53A
- গ. 53B
- ঘ. 53C
- ক. বিভাগীয় কমিশনার
- খ. ভূমি আপিল বোর্ড
- গ. মহাপরিচালক, নিবন্ধন অধিদপ্তর
- ঘ. দেওয়ানি আদালত
15. The Contract Act, 1872 এর বিধানমতে কোন শব্দটি জিম্মা (bailment) এর আবশ্যকীয় উপাদান নয়?
- ক. চুক্তি থাকতে হবে
- খ. বিষয়বস্তু অর্পণ বা হস্তান্তর করতে হবে
- গ. স্থাবর সম্পত্তি হতে হবে
- ঘ. বিশেষ উদ্দেশ্যে জিম্মা প্রদান করতে হবে
- ক. ৩০ দিন
- খ. ৩ মাস
- গ. ৬ মাস
- ঘ. ১ বছর
17. The State Acquisition and Tenancy Act, 1950 অনুযায়ী ‘কৃষি বর্ষ’ এর প্রথম তারিখ কোনটি?
- ক. ১ বৈশাখ
- খ. ১ অগ্রহায়ণ
- গ. ১ ফাল্গুন
- ঘ. ১ চৈত্র
21. ‘কেবল তোমার জন্যই আমার এ দুর্ভোগ’। এ বাক্যে ‘কেবল’ হচ্ছে
- ক. উপসর্গ
- খ. অনুসর্গ
- গ. ধাতু
- ঘ. প্রকৃতি
- ক. বাংলা কৃৎ প্রত্যয়
- খ. বাংলা তদ্ধিত প্রত্যয়
- গ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
- ঘ. বিদেশি তদ্ধিত প্রত্যয়
24. কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
- ক. ঢাকা
- খ. গোপালগঞ্জ
- গ. মুন্সিগঞ্জ
- ঘ. নারায়নগঞ্জ
25. ‘অদ্ভুত আধার এক বসেছে এ পৃথিবীতে আজ’ চরণটির কবি -
- ক. জীবনানন্দ দাশ
- খ. সুভাষ মুখোপাধ্যায়
- গ. ফররুফ আহমদ
- ঘ. আহসান হাবীব