১৩তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা
76. সালিশি কাউন্সিল দ্বিতীয় বিয়ের অনুমতি দিলে প্রথম স্ত্রীর প্রতিকার -
- ক. পারিবারিক আদালতে আপিল করা
- খ. পারিবারিক আদালতে পিটিশন করা
- গ. সহকারী জজের নিকট আপিল করা
- ঘ. সহকারী জজের নিকট রিভিশন করা
77. 'Mahr-i-Mist' হলো - দেনমোহর।
- ক. সুনির্দিষ্ট
- খ. উপযুক্ত
- গ. প্রাপ্য
- ঘ. বিলম্বিত
78. মুসলিম আইনানুসারে একই শ্রেণিভুক্ত দুই বা ততোধিক স্বত্বাধিকারী থাকলে -
- ক. কেউ পাবেন না
- খ. মূল মালিকের সিদ্ধান্ত প্রাধান্য পাবে
- গ. প্রয়োজন বিবেচনায় বণ্টন করা হবে
- ঘ. প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারবেন
79. মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য ও নারদ কর্তৃক সংকলিত বিধান হিন্দু আইনের কোন উৎসের অন্তর্গত?
- ক. শ্রুতি
- খ. স্মৃতি
- গ. পুরান
- ঘ. প্রথা
80. পারিবারিক আদালত অবমাননার দায়ে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যায়?
- ক. ১০০
- খ. ২০০
- গ. ৫০০
- ঘ. কোনো সীমা নেই
81. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১.৫ কিমি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
- ক. ২০০
- খ. ২৫০
- গ. ৩০০
- ঘ. ৩৫০
82. একটি কোণের পরিমাণ ১৮২ হলে একে কী কোণ বলে ?
- ক. সূক্ষ্মকোণ
- খ. স্থুলকোণ
- গ. প্রবৃদ্ধ কোণ
- ঘ. সমকোণ
83. a - b = 2 এবং ab = 24 হলে a + b এর মান কত?
- ক. 10
- খ. -10
- গ. 100
- ঘ. +_ 10
85. ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = 2 : 3 হলে শতকরা কত টাকা লাভ হবে?
- ক. 35
- খ. 30
- গ. 50
- ঘ. 60
- ক. Second Amendment Case
- খ. Third Amendment Case
- গ. Fourth Amendment Case
- ঘ. Fifth Amendment Case
87. রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কোন ব্যক্তিকে নিয়োগ প্রদান করতে পারবেন?
- ক. অ্যাটর্নি জেনারেল
- খ. প্রধান বিচারপতি
- গ. হাইকোর্ট বিভাগের বিচারক
- ঘ. প্রধান নির্বাচন কমিশনার
88. কোন ব্যক্তির কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেয়া আবশ্যক নয়?
- ক. ডেপুট স্পিকার
- খ. সরকারি কর্ম কমিশননের সদস্য
- গ. অ্যাটর্নি জেনারেল
- ঘ. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
- ক. হাইকোর্ট বিভাগ
- খ. আপিল বিভাগ
- গ. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
- ঘ. জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ
- ক. অকার্যকর হয়ে যাবে
- খ. যথাযথভাবে ফেরত দিতে হবে
- গ. ক্ষুণ্ণ হবে না
- ঘ. যথাযথভাবে ফেরত দিতে হবে না, কিন্তু চলমান থাকবে না
91. Discovery by Interrogatories এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য গঠনের - দিনের মধ্যে।
- ক. ১০
- খ. ১৫
- গ. ২০
- ঘ. ৩০
92. The Code of Civil Procedure, 1908 এর কোথায় Cross-objection এর বিধান রয়েছে?
- ক. Order XLI rule 22
- খ. Order XXI rule 22
- গ. Order XLVII rule 4
- ঘ. Order XL rule 2
93. ডিক্রি জারি মামলার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী দায়িককে কত দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যায়?
- ক. ১২০
- খ. ১২
- গ. ৬০
- ঘ. ৩০
95. দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হয়?
- ক. ৩
- খ. ৫
- গ. ৬
- ঘ. কোনোটিই নয়
96. The Code of Civil Procedure 1908 এর Order VIII rule এর Legal Set-off এর বিধান আছে?
- ক. 4f
- খ. 6
- গ. 8
- ঘ. 10
97. The Family Couts Ordinance, 1985 এর কোন ধারায় আপস মীমাংসার বিষয়টি উল্লেখ করা হয়েছে?
- ক. ৮ ও ৯
- খ. ৮ ও ১০
- গ. ১০ ও ১৩
- ঘ. ২০ ও ২১
99. The Code of Civil Procedure 1908 এর ১১ ধারায় res judicata কতবার ব্যবহৃত হয়েছে?
- ক. ৩
- খ. ২
- গ. ১
- ঘ. ব্যবহৃত হয়নি