কারিগরি ও মাদ্রাস শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
1. Which of the following is a verb?
- ক. nice
- খ. vary
- গ. hatred
- ঘ. reflect
2. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
- ক. বনফুল
- খ. শ্যামলী
- গ. ঝরা পালক
- ঘ. পূরবী
3. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
- ক. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
- খ. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
- গ. ভিক্ষুককে ভিক্ষা দাও
- ঘ. কোনোটিই নয়
4. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
- ক. অব্যয়ীভাব
- খ. বহুব্রীহি
- গ. দ্বন্দ্ব
- ঘ. কর্মধারয়
- ক. দীনতা সব সময় ভাল নয়
- খ. দেশের দারিদ্র্য দূর করতে হবে
- গ. সময় বড় সংক্ষিপ্ত
- ঘ. এখানে প্রবেশ নিষিদ্ধ
- ক. প্রত্যুদগমন
- খ. প্রত্যুতগমন
- গ. প্রত্যুগমন
- ঘ. প্রত্যুদগমণ
7. চৌহদ্দি শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত?
- ক. তৎসম ও হিন্দি
- খ. আরবি ও হিন্দি
- গ. আরবি ও তুর্কি
- ঘ. কোনোটিই নয়
8. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়?
- ক. ড্যাশ
- খ. সেমিকোলন
- গ. কোলন
- ঘ. হাইফেন
9. অবেলায় আমি দিলাম পাড়ি, অথৈ সাগরে" এখানে কয়টি উপসর্গ রয়েছে?
- ক. একটি
- খ. দুটি
- গ. তিনটি
- ঘ. চারটি
10. "মার্তণ্ড" শব্দটির সমার্থক শব্দ কোনটি?
- ক. নিষ্ঠুর
- খ. সূর্য
- গ. কঠোর
- ঘ. সাধু
11. ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
- ক. ধ্বনিতত্ত্ব
- খ. রূপতত্ত্ব
- গ. বাক্যতত্ত্ব
- ঘ. ছন্দতত্ত্ব
12. "সঞ্চয়" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সন + চয়
- খ. সম + চয়
- গ. সঃ + চয়
- ঘ. সং + চয়
13. চাহিদা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ক. পর্তুগীজ
- খ. চীনা
- গ. পাঞ্জাবি
- ঘ. তুর্কি
14. নিচের কোনটি ‘ইমন’ প্রত্যয় যোগে গঠিত?
- ক. কুসুমতি
- খ. মোলায়েম
- গ. পঙ্কিল
- ঘ. নীলিমা
15. যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কী হবে?
- ক. অনূঢ়া
- খ. কুমারী
- গ. নবোঢ়া
- ঘ. অবীরা
16. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. একটি কালো মেয়ের কথা
- খ. তেইশ নম্বর তৈলচিত্র
- গ. ভানুমতির পালা
- ঘ. ইছামতী
- ক. আমার বড় দুরাবস্থা
- খ. আমার বড় দুরবস্থা
- গ. আমার বড় দূরবস্থা
- ঘ. আমার বড় দূরাবস্থা
18. আমি, আমরা এগুলো কোন সর্বনাম পদ?
- ক. ব্যতিহারিক
- খ. সাকুল্যবাচক
- গ. আত্মবাচক
- ঘ. ব্যক্তিবাচক
21. শবপোড়া শব্দটির কী দোষ দেখা যায়?
- ক. গুরুচণ্ডালী
- খ. দুর্বোধ্যতা
- গ. উপমার প্রয়োগ ভুল
- ঘ. আকাঙক্ষার প্রয়োগ ভুল
24. এত অল্প টাকায় মাস চলবে না। - এখানে চলা কোন অর্থ প্রকাশ করে?
- ক. সময় দেয়া
- খ. প্রচলিত হওয়া
- গ. অবলম্বন করা
- ঘ. সংকুলান হওয়া
25. নিরুৎসাহ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. নাই উৎসাহ
- খ. উৎসাহের অভাব
- গ. উৎসাহ নাই যার
- ঘ. নঞ উৎসাহ