বিশ্ব পরিচিতি
1. ইসরাইলের প্রেসিডেন্টের নাম কি?
- ক. এহুদ ওলমার্ট
- খ. আইজ্যাক রবীন
- গ. মোশে কাতসভ
- ঘ. শিমন পেরেজে
উত্তরঃ শিমন পেরেজে
2. বর্তমান ইসরাইলের প্রধানমন্ত্রী নাম-
- ক. ইহুদ বারাক
- খ. বেঞ্জামিন নেতানিয়াহু
- গ. আইজ্যাক রবিন
- ঘ. মিসেস গোল্ডামেয়ার
উত্তরঃ বেঞ্জামিন নেতানিয়াহু
3. ইসরায়েলের লিকুদ দলটির বর্তমান নেতা-
- ক. লেভি এক্সল
- খ. বেগিন
- গ. নেতানিয়াহু
- ঘ. এরিয়েল শ্যারন
উত্তরঃ নেতানিয়াহু
- ক. ১৯৬৪ সালে
- খ. ১৯৬৫ সালে
- গ. ১৯৬৬ সালে ‘
- ঘ. ১৯৬৭ সালে
উত্তরঃ ১৯৬৪ সালে
- ক. প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন
- খ. বিট্রিশ লেবার পার্টি
- গ. যুক্তরাষ্ট্রের ডেমোক্রটিক পার্টি
- ঘ. ভারতীয় জাতীয় কংগ্রেস
উত্তরঃ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন
9. কোন দেশটির সার্বভৌমত্ব নেই-
- ক. সিয়েরা লিওন
- খ. বসনিয়া-হার্জেগোভিনা
- গ. ফিলিস্তিন
- ঘ. মৌরিতানিয়া
উত্তরঃ ফিলিস্তিন
10. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয়?
- ক. জেরুজালেম
- খ. তেল আবিব
- গ. গাজা সিটি
- ঘ. সিনাই
উত্তরঃ জেরুজালেম
11. Palestinian self-rule has been established in:/ প্যাসেস্টাইন স্ব-শাসন প্রতিষ্ঠিত হয়েছে
- ক. Jordan
- খ. West Bank and Gaza strrip
- গ. Sinai Peninsula
- ঘ. Jerusalem
উত্তরঃ West Bank and Gaza strrip
12. স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
- ক. সিরিয়া
- খ. তিউনিসিয়া
- গ. আলজেরিয়া
- ঘ. নাইজেরিয়া
উত্তরঃ আলজেরিয়া
13. Who is the president of Palestine?
- ক. Hamid Karzai
- খ. Mahomud Ahmadinejad
- গ. Mahmud Abbas
- ঘ. Bashar Al-Assad
উত্তরঃ Mahmud Abbas
14. Current president of the Palestine Authority Mr. Mahmud Abbas is also known as:
- ক. Abu Ala
- খ. Abu Mazen
- গ. Nabil Shath
- ঘ. Hanan Ashrawi
উত্তরঃ Abu Mazen
- ক. যুদ্ধ
- খ. শান্তি
- গ. অভ্যুত্থান
- ঘ. কূটনীতি
উত্তরঃ অভ্যুত্থান
16. ইন্তিফাদা কি?
- ক. প্যালেস্টাইন শান্তি বাহিনী
- খ. প্যালেস্টাইন ইসরাইল চুক্তি
- গ. প্যালেস্টাইনের জাগরণ
- ঘ. প্যালেস্টাইন সামরিক ঘাঁটি
উত্তরঃ প্যালেস্টাইনের জাগরণ
17. ইয়াসির আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
- ক. প্যালেস্টাইন
- খ. মিশর
- গ. ইসরাইল
- ঘ. সিরিয়া
উত্তরঃ মিশর
18. ইয়াসির আরাফাতের মৃত্যু হয় কত সালে?
- ক. ০৯-১১-০৪
- খ. ১০-১১-০৪
- গ. ১১-১১-০৪
- ঘ. ১২-১১-০৪
উত্তরঃ ১১-১১-০৪
- ক. জেরুজালেম
- খ. রামাল্লায়
- গ. ওয়াশিংটনে
- ঘ. প্যারিসে
উত্তরঃ প্যারিসে
- ক. Paris(প্যারিস)
- খ. Cairo(কায়রো)
- গ. Ramallah(রামাল্লা)
- ঘ. Jerusalem(জেরুজালেম)
উত্তরঃ Ramallah(রামাল্লা)
21. ইয়াসির আরাফাত কোন সনে PLO-র চেয়ারম্যান হন?
- ক. ১৯৬৪ সালে
- খ. ১৯৬৯ সালে
- গ. ১৯৭০ সালে
- ঘ. ১৯৭১ সালে
উত্তরঃ ১৯৬৯ সালে
22. বর্ণবাদী নীতি, কোথায় প্রচলিত ছিল?
- ক. দক্ষিণ আফ্রিকা
- খ. রুয়ান্ডা
- গ. জিম্বাবুয়ে
- ঘ. পাপুয়া নিউনিগি
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
24. আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ-
- ক. নাইজেরিয়া
- খ. জিম্বাবুয়ে
- গ. দক্ষিণ আফ্রিকা
- ঘ. ব্তসোয়ানা
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
25. Apartheid in south Africa was concerned with:
- ক. Tribal conflict
- খ. Separation of black & white races
- গ. Trade sanctions
- ঘ. Freedom movement
উত্তরঃ Separation of black & white races