গ্রন্থি
1. কোন হরমোন (প্রাণরস)-এর অভাবে ডায়াবেটিস রোগ হয়?
- ক. থাইরক্সিন
 - খ. গ্লুকাগন
 - গ. এড্রিনালিন
 - ঘ. ইনসুলিন
 
উত্তরঃ ইনসুলিন
2. ডায়াবেটিস এর চিকিৎসায় কোন ঔষধ (হরমোন) ব্যবহৃত হয়?
- ক. ভিটামিন
 - খ. পেনিসিলিন
 - গ. ইনসুলিন
 - ঘ. এড্রিনালিন
 
উত্তরঃ ইনসুলিন
3. ডায়াবেটিস রোগীর দেহে ইনসুলিন দেওয়া হয়
- ক. রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য
 - খ. কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য
 - গ. বিলিরুবিন নিয়ন্ত্রনের জন্য
 - ঘ. গ্লুকোজের পরিপাক নিয়ন্ত্রণের জন্য
 
উত্তরঃ গ্লুকোজের পরিপাক নিয়ন্ত্রণের জন্য
4. ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিষ্কৃত হয়-
- ক. ১৯২০ সালে ইংল্যান্ডে
 - খ. ১৯২১ সালে কানাডায়
 - গ. ১৯২২ সালে জার্মানিতে
 - ঘ. ১৯২৩ সালে আমেরিকায়
 
উত্তরঃ ১৯২২ সালে জার্মানিতে
5. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয়, সেটি হলো-
- ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
 - খ. এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
 - গ. এই রোগ মানবদেহের কিডনী বিনষ্ট করে
 - ঘ. ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
 
উত্তরঃ চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
6. চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তিটি সঠিক নয়?
- ক. কুষ্ঠরোগ সংক্রামক নয়
 - খ. এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়
 - গ. চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস রোগ হয়
 - ঘ. নিউমোনিয়া রোগে ফুসফুস আক্রান্ত হয়
 
উত্তরঃ চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস রোগ হয়
7. লিভারের গ্লাইকোজেনকে ভেঙ্গে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে
- ক. রেনিন অ্যানজিওটেনসিন
 - খ. ইনসুলিন
 - গ. থাইরয়েড স্টুমুলেটিং হরমোন
 - ঘ. গ্লুকাগন
 
উত্তরঃ গ্লুকাগন
8. হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?
- ক. ভিটামিন E
 - খ. ইনসুলিন
 - গ. ক্যালশিয়াম
 - ঘ. রক্তের গ্লুকোজ
 
উত্তরঃ রক্তের গ্লুকোজ
9. কোন হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে?
- ক. ইনসুলিন
 - খ. গ্লুকাগন
 - গ. থাইরক্সিন
 - ঘ. থাইরোক্যালসিটোননিন
 
উত্তরঃ থাইরোক্যালসিটোননিন
10. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের জন্য/সংকটকালীন বা আপদকালীন হরমোন কোনটি?
- ক. অ্যাডরিনালিন
 - খ. থাইরক্সিন
 - গ. গ্লুকাগন
 - ঘ. ইনসুলিন
 
উত্তরঃ অ্যাডরিনালিন
11. দাড়ি গোঁফ গজায়-
- ক. টেসটোস্টেরন হরমোনের জন্য
 - খ. প্রোজেস্টেরন হরমোনের জন্য
 - গ. এস্ট্রোজেন হরমোনের জন্য
 - ঘ. ইনসুলিনের জন্য
 
উত্তরঃ টেসটোস্টেরন হরমোনের জন্য
12. বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি করা হয়?
- ক. থাইরক্সিন
 - খ. গ্লুকাগন
 - গ. গ্রোথ হরমোন
 - ঘ. প্যারাথাইরয়েড হরমোন
 
উত্তরঃ গ্রোথ হরমোন
14. মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি-
- ক. এণ্ডোক্রাইন (Endocrine)
 - খ. যকৃত (Liver)
 - গ. অগ্নায়শয় (Pancreas)
 - ঘ. প্লীহা (Spleen)
 
উত্তরঃ যকৃত (Liver)
- ক. কর্নিয়া
 - খ. ল্যাক্রিমাল গ্রন্থি
 - গ. পিউপিল
 - ঘ. ফোবিয়া সেন্ট্রালিস
 
উত্তরঃ ল্যাক্রিমাল গ্রন্থি
16. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
- ক. পেনিসিলিন
 - খ. ইনসুলিন
 - গ. ফলিকএসিড
 - ঘ. অ্যামাইনো এসিড
 
উত্তরঃ ইনসুলিন
17. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
- ক. অগ্ন্যাশয় হতে
 - খ. প্যানক্রিয়াস হতে
 - গ. লিভার হতে
 - ঘ. পিটুইটারী গ্ল্যান্ড হতে
 
উত্তরঃ অগ্ন্যাশয় হতে
18. ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
- ক. যকৃত
 - খ. থাইরয়েড গ্রন্থি
 - গ. অগ্ন্যাশয়
 - ঘ. পিটুইটারি গ্রন্থি
 
উত্তরঃ অগ্ন্যাশয়
19. ইনসুলিন কি?
- ক. এক ধরনের হরমোন
 - খ. এক ধরনের কৃত্রিম অঙ্গ
 - গ. এক ধরনের এনজাইম
 - ঘ. এক ধরনের অস্ত্র
 
উত্তরঃ এক ধরনের হরমোন