ভাইরাস ব্যাকটেরিয়া এবং পরজীবী
- ক. কিউলেক্স
 - খ. এডিস
 - গ. অ্যানোফিলিস
 - ঘ. সব ধরনের মশা
 
উত্তরঃ এডিস
- ক. উদ্ভিদ
 - খ. প্রাণী
 - গ. না উদ্ভিদ না প্রাণী
 - ঘ. প্রাণী দেহে প্রবেশ করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণীর মত আচরণ করে
 
উত্তরঃ প্রাণী দেহে প্রবেশ করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণীর মত আচরণ করে
4. যে সকল ভাইরাস ব্যাটেরিয়াকে আক্রমন করে, তাদেরকে বলা হয়-
- ক. উদ্ভিদ ভাইরাস
 - খ. প্রাণী ভাইরাস
 - গ. ব্যাকটেরিওফাজ
 - ঘ. আক্রমনকারী ভাইরাস
 
উত্তরঃ ব্যাকটেরিওফাজ
- ক. ব্যাকটোরিয়া ঘটিত রোগ
 - খ. ভাইরাস ঘটিত রোগ
 - গ. প্রোটোজোয়া ঘটিত রোগ
 - ঘ. ফাংগাস ঘটিত রোগ
 
উত্তরঃ ভাইরাস ঘটিত রোগ
- ক. American Immunity Deficiency Symptom
 - খ. Acquired Intestinal Deficiency System
 - গ. Acquired Immunity Deficiency Symptom
 - ঘ. Acquired Immune Deficiency Syndrome
 
উত্তরঃ Acquired Immune Deficiency Syndrome
8. এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে/AIDS/ রোগে-
- ক. দেহের যকৃত নষ্ট হয়
 - খ. মস্তিষ্কে রক্তপাত হয়
 - গ. দেহের কিডনী নষ্ট হয়
 - ঘ. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়
 
উত্তরঃ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়
9. যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়, তাকে বলে-
- ক. ধুনষ্টঙ্কার
 - খ. হৃদরোগ
 - গ. জন্ডিস
 - ঘ. এইডস
 
উত্তরঃ এইডস
10. AIDS সম্বন্ধে যে তথ্যটি সঠিক নয়
- ক. AIDS-এর ভাইরাস রক্ত কণিকাকে সংক্রমিত করে
 - খ. AIDS-মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা খর্ব করে
 - গ. AIDS-যৌন সংগমের মাধ্যমে সংক্রামিত হয়
 - ঘ. পেনিসিলিন নামক এন্টিবায়োটিক দ্বারা AIDS রোগ সারানো যায়
 
উত্তরঃ পেনিসিলিন নামক এন্টিবায়োটিক দ্বারা AIDS রোগ সারানো যায়
12. হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ-
- ক. ভাইরাস
 - খ. ছত্রাক
 - গ. ব্যাকটেরিয়া
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ ভাইরাস
- ক. Tuberculosis
 - খ. Pneumonia
 - গ. Diphtheria
 - ঘ. Influenza
 
উত্তরঃ Influenza
20. বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় কোন রোগটি?
- ক. ইফ্লুয়েঞ্জা
 - খ. আমাশয়
 - গ. টাইফঢেড
 - ঘ. কলেরা
 
উত্তরঃ ইফ্লুয়েঞ্জা
21. যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বলে
- ক. ব্যাক্টেরিয়া
 - খ. এজেন্ট
 - গ. হোস্ট
 - ঘ. ভেক্টর
 
উত্তরঃ ভেক্টর
24. ডেঙ্গু ভাইরাসবাহী মশা হলো-
- ক. অ্যানোফিলিস
 - খ. এডিস ইজিপটাই
 - গ. কিউলেক্স
 - ঘ. কোনোটিই নয়
 
উত্তরঃ এডিস ইজিপটাই
25. চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তি সঠিক নয়?
- ক. এন্টিবায়োটিক রোগ-জীবাণু ধ্বংস করে
 - খ. ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
 - গ. ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য বিশেষ কোন ঔষধ নেই
 - ঘ. এনোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়
 
উত্তরঃ এনোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়