ভাইরাস ব্যাকটেরিয়া এবং পরজীবী

1. ডেঙ্গুজ্বরের বাহক কোন মশা?

  • ক. কিউলেক্স
  • খ. এডিস
  • গ. অ্যানোফিলিস
  • ঘ. সব ধরনের মশা

উত্তরঃ এডিস

বিস্তারিত

2. ভাইরাস একটি-

  • ক. এককোষী জীব
  • খ. দ্বিকোষী জীব
  • গ. অকোষী জীব
  • ঘ. বহুকোষী জীব

উত্তরঃ অকোষী জীব

বিস্তারিত

3. ভাইরাস আসলে কী?

  • ক. উদ্ভিদ
  • খ. প্রাণী
  • গ. না উদ্ভিদ না প্রাণী
  • ঘ. প্রাণী দেহে প্রবেশ করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণীর মত আচরণ করে

উত্তরঃ প্রাণী দেহে প্রবেশ করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণীর মত আচরণ করে

বিস্তারিত

4. যে সকল ভাইরাস ব্যাটেরিয়াকে আক্রমন করে, তাদেরকে বলা হয়-

  • ক. উদ্ভিদ ভাইরাস
  • খ. প্রাণী ভাইরাস
  • গ. ব্যাকটেরিওফাজ
  • ঘ. আক্রমনকারী ভাইরাস

উত্তরঃ ব্যাকটেরিওফাজ

বিস্তারিত

5. এইডস (AIDS) একটি

  • ক. ব্যাকটোরিয়া ঘটিত রোগ
  • খ. ভাইরাস ঘটিত রোগ
  • গ. প্রোটোজোয়া ঘটিত রোগ
  • ঘ. ফাংগাস ঘটিত রোগ

উত্তরঃ ভাইরাস ঘটিত রোগ

বিস্তারিত

6. কোনটি (AIDS) রোগের জন্য দায়ী?

  • ক. AIDV
  • খ. IDV
  • গ. HILV
  • ঘ. HIV

উত্তরঃ HIV

বিস্তারিত

7. AIDS এর অভিব্যক্তি কি কি?

  • ক. American Immunity Deficiency Symptom
  • খ. Acquired Intestinal Deficiency System
  • গ. Acquired Immunity Deficiency Symptom
  • ঘ. Acquired Immune Deficiency Syndrome

উত্তরঃ Acquired Immune Deficiency Syndrome

বিস্তারিত

8. এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে/AIDS/ রোগে-

  • ক. দেহের যকৃত নষ্ট হয়
  • খ. মস্তিষ্কে রক্তপাত হয়
  • গ. দেহের কিডনী নষ্ট হয়
  • ঘ. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়

উত্তরঃ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়

বিস্তারিত

9. যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়, তাকে বলে-

  • ক. ধুনষ্টঙ্কার
  • খ. হৃদরোগ
  • গ. জন্ডিস
  • ঘ. এইডস

উত্তরঃ এইডস

বিস্তারিত

10. AIDS সম্বন্ধে যে তথ্যটি সঠিক নয়

  • ক. AIDS-এর ভাইরাস রক্ত কণিকাকে সংক্রমিত করে
  • খ. AIDS-মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা খর্ব করে
  • গ. AIDS-যৌন সংগমের মাধ্যমে সংক্রামিত হয়
  • ঘ. পেনিসিলিন নামক এন্টিবায়োটিক দ্বারা AIDS রোগ সারানো যায়

উত্তরঃ পেনিসিলিন নামক এন্টিবায়োটিক দ্বারা AIDS রোগ সারানো যায়

বিস্তারিত

11. কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

  • ক. AIDS
  • খ. জলাতংক
  • গ. ডিপথেরিয়া
  • ঘ. পোলিও

উত্তরঃ ডিপথেরিয়া

বিস্তারিত

12. হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ-

  • ক. ভাইরাস
  • খ. ছত্রাক
  • গ. ব্যাকটেরিয়া
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ভাইরাস

বিস্তারিত

13. জলবসন্তের রোগ জীবাণুর নাম-

  • ক. Vibrio
  • খ. Varicella
  • গ. Rubiola
  • ঘ. Rubella

উত্তরঃ Varicella

বিস্তারিত

14. কোনটি ভাইরাসজনিত রোগ?

  • ক. কলেরা
  • খ. বসন্ত
  • গ. যক্ষ্মা
  • ঘ. টাইফয়েড

উত্তরঃ বসন্ত

বিস্তারিত

15. ভাইরাসজনিত রোগ নয় কোনটি?

  • ক. জন্ডিস
  • খ. এইডস
  • গ. নিউমোনিয়া
  • ঘ. চোখ উঠা

উত্তরঃ নিউমোনিয়া

বিস্তারিত

16. কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

  • ক. কলেরা
  • খ. ইনফ্লুয়েঞ্জা
  • গ. পোলিও
  • ঘ. জলাতঙ্ক

উত্তরঃ কলেরা

বিস্তারিত

17. ভাইরাসজনিত রোগ কোনটি?

  • ক. Plague
  • খ. Rabies
  • গ. Leishmaniasis
  • ঘ. Pertusis

উত্তরঃ Rabies

বিস্তারিত

18. কোনটি ভাইরাসজনিত রোগ?

  • ক. বহুমুত্র
  • খ. জলাতঙ্ক
  • গ. যক্ষ্মা
  • ঘ. টাইফয়েড

উত্তরঃ জলাতঙ্ক

বিস্তারিত

19. কোনটি Viral disease?

  • ক. Tuberculosis
  • খ. Pneumonia
  • গ. Diphtheria
  • ঘ. Influenza

উত্তরঃ Influenza

বিস্তারিত

20. বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় কোন রোগটি?

  • ক. ইফ্লুয়েঞ্জা
  • খ. আমাশয়
  • গ. টাইফঢেড
  • ঘ. কলেরা

উত্তরঃ ইফ্লুয়েঞ্জা

বিস্তারিত

21. যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বলে

  • ক. ব্যাক্টেরিয়া
  • খ. এজেন্ট
  • গ. হোস্ট
  • ঘ. ভেক্টর

উত্তরঃ ভেক্টর

বিস্তারিত

22. ডেঙ্গুজ্বরের বাহক কোনটি?

  • ক. ভাইরাস
  • খ. বাতাস
  • গ. পানি
  • ঘ. মশা

উত্তরঃ মশা

বিস্তারিত

23. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

  • ক. এ্যানোফিলিস
  • খ. এডিস
  • গ. কিউলেক্স
  • ঘ. সব ধরনের মশা

উত্তরঃ এডিস

বিস্তারিত

24. ডেঙ্গু ভাইরাসবাহী মশা হলো-

  • ক. অ্যানোফিলিস
  • খ. এডিস ইজিপটাই
  • গ. কিউলেক্স
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ এডিস ইজিপটাই

বিস্তারিত

25. চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তি সঠিক নয়?

  • ক. এন্টিবায়োটিক রোগ-জীবাণু ধ্বংস করে
  • খ. ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
  • গ. ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য বিশেষ কোন ঔষধ নেই
  • ঘ. এনোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়

উত্তরঃ এনোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects