আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

1. রেডক্রসের প্রতিষ্ঠাতা হলেন-

  • ক. ব্যাডেন পাওয়েল
  • খ. পল পি হ্যারিস
  • গ. হেনরি ডুরান্ট
  • ঘ. আলফ্রেড নোবেল

উত্তরঃ হেনরি ডুরান্ট

বিস্তারিত

2. ‘আন্তর্জাতিক রেডক্রস’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. প্যারিস
  • খ. লন্ডন
  • গ. জেনেভা
  • ঘ. দি হেগ

উত্তরঃ জেনেভা

বিস্তারিত

3. রেডক্রস প্রতিষ্ঠিত হয়-

  • ক. ১৮৬৪ সালে
  • খ. ১৮৬৮ সালে
  • গ. ১৮৬৬ সালে
  • ঘ. ১৮৬১ সালে

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

5. Rotary International' কবে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯০৩ সালে
  • খ. ১৯০৫ সালে
  • গ. ১৯০৯ সালে
  • ঘ. ১৯১২ সালে

উত্তরঃ ১৯০৫ সালে

বিস্তারিত

6. বিশ্ব রোটারী ক্লাবের হেড অফিস কোথায়?

  • ক. লিভারপুল
  • খ. বোস্টন
  • গ. শিকাগো
  • ঘ. বার্লিন

উত্তরঃ শিকাগো

বিস্তারিত

7. অক্সফাম যে দেশের প্রতিষ্ঠান--

  • ক. সুইডেন
  • খ. নরওয়ে
  • গ. আমেরিকা
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ইংল্যান্ড

বিস্তারিত

8. বয়েজ স্কাউটদের সর্ববৃহৎ সম্মেলনকে বলা হয়-

  • ক. সিম্পোজিয়াম
  • খ. অ্যাসেম্বেলি
  • গ. কনভেনশন
  • ঘ. জাম্বুরি

উত্তরঃ জাম্বুরি

বিস্তারিত

9. ‘অরবিস’ কি?

  • ক. উড়ন্ত চক্ষু হাসপাতাল
  • খ. উড়ন্ত কিডনি হাসপাতাল
  • গ. উড়ন্ত হৃদরোগ হাসপাতাল
  • ঘ. বোমারু বিমান

উত্তরঃ উড়ন্ত চক্ষু হাসপাতাল

বিস্তারিত

11. এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্টিত হয়?

  • ক. ১৯৬১ সালে
  • খ. ১৯৫০ সালে
  • গ. ১৯৭১ সালে
  • ঘ. ১৯১৯ সালে

উত্তরঃ ১৯৬১ সালে

বিস্তারিত

12. What kind of organization is Amnesty International?/ Amnesty International কি ধরনের সংস্থা?

  • ক. Economic
  • খ. Literature related
  • গ. Human Rights
  • ঘ. Law related

উত্তরঃ Human Rights

বিস্তারিত

13. অ্যামনেস্টি ইন্টরন্যাশনালের লক্ষ্য-

  • ক. শিক্ষাক্ষেত্রে সাহায্য দেয়া
  • খ. দুর্গতদের সহায়তা প্রদান
  • গ. শিশুদের সাহায্য দেয়া
  • ঘ. মানবাধিকার সংরক্ষণ করা

উত্তরঃ মানবাধিকার সংরক্ষণ করা

বিস্তারিত

14. Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?

  • ক. ১৯৭৭ সালে
  • খ. ১৯৭৮ সালে
  • গ. ১৯৭৯ সালে
  • ঘ. ১৯৮১ সালে

উত্তরঃ ১৯৭৭ সালে

বিস্তারিত

15. TI এর সদর দপ্তর কোথায়?

  • ক. ম্যানিলা
  • খ. বার্লিন
  • গ. ব্যাংকক
  • ঘ. সিঙ্গাপুর

উত্তরঃ বার্লিন

বিস্তারিত

16. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. জার্মানি
  • ঘ. ইতালি

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

17. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো-

  • ক. বার্লিন ভিত্তিক সংস্থা
  • খ. প্যারিস ভিত্তিক সংস্থা
  • গ. জাতিসংঘ ভিত্তিক সংস্থা
  • ঘ. ঢাকা ভিত্তিক সংস্থা

উত্তরঃ বার্লিন ভিত্তিক সংস্থা

বিস্তারিত

18. What is the name of the organization working worldwide against corruption?/ দুর্নীতি হ্রাসের লক্ষ্যে কাজ করে কোন সংগঠন?

  • ক. Green Peace(গ্রীন পিস)
  • খ. Transparency International (ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল)
  • গ. Amnesty International( অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল)
  • ঘ. Interpole(ইন্টারপোল)

উত্তরঃ Transparency International (ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল)

বিস্তারিত

19. গ্রিনপিস একটি-

  • ক. যুদ্ধ জাহাজ
  • খ. পরিবেশ আন্দোলন গ্রুপ
  • গ. সবুজ বিপ্লবের নাম
  • ঘ. বন সৃষ্টিতে নিয়োজিত প্রতিষ্ঠান

উত্তরঃ পরিবেশ আন্দোলন গ্রুপ

বিস্তারিত

20. গ্রিণপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?

  • ক. নেদারল্যান্ড
  • খ. পোল্যান্ড
  • গ. ফিনল্যান্ড
  • ঘ. নিউজিল্যান্ড

উত্তরঃ নেদারল্যান্ড

বিস্তারিত

21. IUCN-এর কাজ হলো বিশ্বব্যাপী--

  • ক. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
  • খ. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
  • গ. পানি সম্পদ সংরক্ষণ করা
  • ঘ. মানবাধিকার সঙরক্ষণ করা

উত্তরঃ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা

বিস্তারিত

22. ওয়াল্ড ওয়াচ কি?

  • ক. বিশ্বের বিভিন্ন দেশের সময় পর্যবেক্ষণকারী সংস্থা
  • খ. পৃথিবীর প্রাচীনতম গাড়ি
  • গ. ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা

বিস্তারিত

23. নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?

  • ক. জার্মানি
  • খ. রাশিয়া
  • গ. ফ্রান্স
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

24. NASA-এর সদর দফতর কোথায়?

  • ক. ফ্লোরিডা
  • খ. হিউস্টন
  • গ. কেপ কেনেডি
  • ঘ. টেকসাস

উত্তরঃ কেপ কেনেডি

বিস্তারিত

25. NASA-কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৫২ সনে
  • খ. ১৯৫৪ সনে
  • গ. ১৯৫৬ সনে
  • ঘ. ১৯৫৮ সনে

উত্তরঃ ১৯৫৮ সনে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects