আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

101. নিচে উল্লেখিত জাতিসংঘের সেক্রেটারি জেনারেলদের কোন জন এশিয়া মহাদেশের অধিবাসী?

  • ক. দ্যাগ হ্যামারশোল্ড
  • খ. পেরেজ দ্য কুয়েলার
  • গ. বুট্রোস ঘালী
  • ঘ. উ থান্ট

উত্তরঃ উ থান্ট

বিস্তারিত

102. লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গেরিলাদের প্রধান নেতা-

  • ক. শেখ ইয়াসিন
  • খ. মুকতাদা আল সদর
  • গ. শেখ হাসান নাসরুল্লাহ
  • ঘ. মাহমুদ আহমাদিনেজাদ

উত্তরঃ শেখ হাসান নাসরুল্লাহ

বিস্তারিত

103. ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন?

  • ক. কুর্ট ওয়াল্ডহেইম
  • খ. দ্যাগ হ্যামারশোল্ড
  • গ. উ থান্ট
  • ঘ. বুট্রোস ঘালি

উত্তরঃ উ থান্ট

বিস্তারিত

104. M-১৯' কোন দেশের গেরিলা সংগঠন?

  • ক. ভারত
  • খ. কলম্বিয়া
  • গ. জাপান
  • ঘ. মালয়েশিয়া

উত্তরঃ কলম্বিয়া

বিস্তারিত

105. জাতিসংঘের মহাসচিব কুট ওয়াল্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?

  • ক. নরওয়ে
  • খ. সুইডেন
  • গ. পেরু
  • ঘ. অস্ট্রিয়া

উত্তরঃ অস্ট্রিয়া

বিস্তারিত

106. FARC গেরিলারা কোন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে?

  • ক. পেরু
  • খ. কলম্বিয়া
  • গ. চিলি
  • ঘ. কোস্টারিকা

উত্তরঃ কলম্বিয়া

বিস্তারিত

107. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

  • ক. উত্তর কোরিয়া
  • খ. দক্ষিণ কোরিয়া
  • গ. মালয়েশিয়া
  • ঘ. সিঙ্গাপুর

উত্তরঃ উত্তর কোরিয়া

বিস্তারিত

108. PKK কি?

  • ক. ফিলিস্তিনিদের সংগঠন
  • খ. ফিলিপাইনের মুসলিম বিদ্রোহীদের সংগঠন
  • গ. তামিল টাইগারদের সংগঠন
  • ঘ. তুরস্কের কুর্দিদের সংগঠন

উত্তরঃ তুরস্কের কুর্দিদের সংগঠন

বিস্তারিত

109. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?

  • ক. কফি আনান
  • খ. বুট্রোস ঘালি
  • গ. পেরেজ দ্য কুয়েলার
  • ঘ. বান কি মুন

উত্তরঃ বান কি মুন

বিস্তারিত

110. বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব-

  • ক. সপ্তম
  • খ. অষ্টম
  • গ. নবম
  • ঘ. দশম

উত্তরঃ অষ্টম

বিস্তারিত

111. মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের বিদ্রোহী গ্রুপ?

  • ক. চীন
  • খ. ইন্দোনেশিয়া
  • গ. ফিলিপাইন
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ ফিলিপাইন

বিস্তারিত

112. পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি?

  • ক. সিনগুন
  • খ. সানা
  • গ. রয়টার
  • ঘ. তাস

উত্তরঃ রয়টার

বিস্তারিত

113. আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোন দেশে অবস্থিত?

  • ক. সুইজারল্যান্ড
  • খ. নেদারল্যান্ড
  • গ. ইটালিতে
  • ঘ. অস্ট্রিয়াতে

উত্তরঃ নেদারল্যান্ড

বিস্তারিত

114. রয়টার ও এনা-

  • ক. গোপন সংস্থা
  • খ. রাজনৈতিক দল
  • গ. খবরের কাগজ
  • ঘ. সংবাদ সংস্থা

উত্তরঃ সংবাদ সংস্থা

বিস্তারিত

115. আন্তর্জাতিক আদালত (International Court of Justice) সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. জেনেভা
  • খ. হেগ
  • গ. শিকাগো
  • ঘ. ব্রাসেলস

উত্তরঃ ব্রাসেলস

বিস্তারিত

117. What is Reuters‘রয়টার্স’ কি?

  • ক. A club একটি ক্লাব
  • খ. A TV station একটি টিভি কেন্দ্র
  • গ. A news agency সংবাদ সংস্থা
  • ঘ. A magazineএকটি পত্রিকা

উত্তরঃ A news agency সংবাদ সংস্থা

বিস্তারিত

118. ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?

  • ক. যুক্তরাজ্য
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. ফ্রান্স
  • ঘ. ইতালি

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

120. আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট নির্বাচিত হন-

  • ক. ২ বছরের জন্য
  • খ. ৫ বছরের জন্য
  • গ. ৬ বছরের জন্য
  • ঘ. ৩ বছরের জন্য

উত্তরঃ ৩ বছরের জন্য

বিস্তারিত

121. সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিষ্ঠাতা কে?

  • ক. পল জুলিয়াস রয়টার
  • খ. স্ট্যলোন রয়টার
  • গ. আলবার্তো রয়টার
  • ঘ. এম রয়টার

উত্তরঃ পল জুলিয়াস রয়টার

বিস্তারিত

122. The international court of Justics is located in-

  • ক. New Work
  • খ. London
  • গ. Geneva
  • ঘ. Hague

উত্তরঃ Hague

বিস্তারিত

123. BBC বলতে কোন সংস্থাটিকে বুঝায়?

  • ক. ব্রিটিশ ব্রডকাস্টিং কনগ্লোমারেট
  • খ. ব্রডকাস্টিং ব্রিটিশ করপোরেশন
  • গ. ব্রিটিশ বাংলাদেশ কোম্পানি
  • ঘ. এর কোনোটিই নয়

উত্তরঃ এর কোনোটিই নয়

বিস্তারিত

124. বিবিসি-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. লন্ডনে
  • খ. প্যারিসে
  • গ. নিউইয়র্কে
  • ঘ. স্কটল্যান্ডে

উত্তরঃ লন্ডনে

বিস্তারিত

125. বিখ্যাত ‘বুশ হাউজ’ কোন শহরে অবস্থিত?

  • ক. লন্ডন
  • খ. ওয়াশিংটন ডিসি
  • গ. টেক্সাস
  • ঘ. এর কোনটিতে নয়

উত্তরঃ লন্ডন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects