আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন
451. জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারী কাজকর্ম চলে?
- ক. ৫ট যথা- ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, চীনা ও স্পান্যিশ
- খ. ৬ট যথ- ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্পান্যিশ ও আরবি
- গ. ৩টি যথা- ইংরেজি, ফ্রেঞ্চ ও রুশ
- ঘ. ৪টি যথা- ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান ও রুশ
উত্তরঃ ৬ট যথ- ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্পান্যিশ ও আরবি
452. জাতিসংঘের কার্যকারী ভাষা কোন দুটি?
- ক. ইংরেজি ও গ্রিক
- খ. ইংরেজি ও জার্মান
- গ. ফরাসি ও জার্মান
- ঘ. ইংরেজি ও ফরাসি
উত্তরঃ ইংরেজি ও ফরাসি
454. সার্ক- এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়--
- ক. ১৯৮৪ সালে
- খ. ১৯৮৭ সালে
- গ. ১৯৮৫ সালে
- ঘ. ১৯৮৬ সালে
উত্তরঃ ১৯৮৫ সালে
455. কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?
- ক. রেডক্রস
- খ. জাতিসংঘ
- গ. বয়েজ স্কাউট
- ঘ. ন্যাটো
উত্তরঃ জাতিসংঘ
- ক. শান্তির প্রতীক
- খ. দুঃস্বপ্নের প্রতীক
- গ. আনন্দের
- ঘ. বেদনার
উত্তরঃ শান্তির প্রতীক
459. Which is not a UN Organization?/কোনটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়?
- ক. CARE
- খ. UNDP
- গ. ILO
- ঘ. WFP
উত্তরঃ CARE
460. Which is not a UN Organization?/কোনটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়?
- ক. ESCAP
- খ. UNDP
- গ. ILO
- ঘ. CIRDAP
উত্তরঃ CIRDAP
462. WHO works in the area of--
- ক. Telecommunication
- খ. Healt care
- গ. Business
- ঘ. Women Empowerment
উত্তরঃ Healt care
463. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে?
- ক. ১৯৭৮
- খ. ১৯৮০
- গ. ১৯৮৬
- ঘ. ১৯৮৮
উত্তরঃ ১৯৮৮
465. IPCC একটি---
- ক. জাতিসংঘের অর্থনৈতিক সংস্থা
- খ. জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা
- গ. সার্কের অর্থনৈতিক সংস্থা
- ঘ. সার্কের পরিবেশবাদী সংস্থা
উত্তরঃ জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা
466. জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম?
- ক. ইউএন উইমেন
- খ. সমতা তহবিল
- গ. ইউনিফেম
- ঘ. জেন্ডার সমতা তহবিল
উত্তরঃ ইউনিফেম
467. কোনটি জাতিসংঘের বহুমূখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
- ক. UNVA
- খ. DTCD
- গ. UNFPA
- ঘ. UNDP
উত্তরঃ UNDP
- ক. UNDP
- খ. DTCD
- গ. UNFPA
- ঘ. UNEF
উত্তরঃ UNDP
469. লায়ন্স ক্লাব কে প্রতিষ্ঠা করেন?
- ক. মেলনি জোন্স
- খ. পিটার বেননসন
- গ. হেনরী ডুনেন্ট
- ঘ. পল হ্যারিস
উত্তরঃ মেলনি জোন্স
470. বর্তমানে (২০১৫) OIC এর সভাপতি কোন দেশের---
- ক. তুরস্কের
- খ. বাংলাদেশের
- গ. মিসরের
- ঘ. পাকিস্তানের
উত্তরঃ মিসরের
472. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
- ক. ম্যানিলা
- খ. ঢাকা
- গ. দিল্লী
- ঘ. টোকিও
উত্তরঃ ম্যানিলা
473. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের প্রেসিডেন্ট কে?
- ক. মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)
- খ. নাবিল আর আরাবি (মিশর)
- গ. জেসন স্টলেনবার্গ (নরওয়ে)
- ঘ. হাওলিন ঝাও (চীন)
উত্তরঃ মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)
474. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) -এর বর্তমান (২০১৫) ও প্রথম নারী মহাসচিব কে?
- ক. ক্রিস্তিন লাগার্দ (ফ্রান্স)
- খ. ফাং লিউ (চীন)
- গ. হেলেন ক্লার্ক (নিউজিল্যান্ড)
- ঘ. আইরিন খান (বাংলাদেশ)
উত্তরঃ ফাং লিউ (চীন)
475. অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS) -এর বর্তমান (২০১৫) মহাসচিব কে?
- ক. রাফায়েল কোরেয়া (ইকুয়েডর)
- খ. ইরথিন কাজিন (যুক্তরাষ্ট্র)
- গ. ড্যানিয়েল ওর্তেগা (নিকারাগুয়া)
- ঘ. লুইস লিওনার্দো আলমার্গো (উরুগুয়ে)
উত্তরঃ লুইস লিওনার্দো আলমার্গো (উরুগুয়ে)