আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

451. জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারী কাজকর্ম চলে?

  • ক. ৫ট যথা- ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, চীনা ও স্পান্যিশ
  • খ. ৬ট যথ- ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্পান্যিশ ও আরবি
  • গ. ৩টি যথা- ইংরেজি, ফ্রেঞ্চ ও রুশ
  • ঘ. ৪টি যথা- ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান ও রুশ

উত্তরঃ ৬ট যথ- ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্পান্যিশ ও আরবি

বিস্তারিত

452. জাতিসংঘের কার্যকারী ভাষা কোন দুটি?

  • ক. ইংরেজি ও গ্রিক
  • খ. ইংরেজি ও জার্মান
  • গ. ফরাসি ও জার্মান
  • ঘ. ইংরেজি ও ফরাসি

উত্তরঃ ইংরেজি ও ফরাসি

বিস্তারিত

453. জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়?

  • ক. আরবি
  • খ. স্প্যানিশ
  • গ. রাশিয়ান
  • ঘ. জার্মান

উত্তরঃ জার্মান

বিস্তারিত

454. সার্ক- এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়--

  • ক. ১৯৮৪ সালে
  • খ. ১৯৮৭ সালে
  • গ. ১৯৮৫ সালে
  • ঘ. ১৯৮৬ সালে

উত্তরঃ ১৯৮৫ সালে

বিস্তারিত

455. কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?

  • ক. রেডক্রস
  • খ. জাতিসংঘ
  • গ. বয়েজ স্কাউট
  • ঘ. ন্যাটো

উত্তরঃ জাতিসংঘ

বিস্তারিত

456. জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতিক দেখা যায়?

  • ক. ম্যাপল
  • খ. তাল
  • গ. জলপাই
  • ঘ. দেবদারু

উত্তরঃ জলপাই

বিস্তারিত

457. জলপাই গাছ কিসের প্রতীক?

  • ক. শান্তির প্রতীক
  • খ. দুঃস্বপ্নের প্রতীক
  • গ. আনন্দের
  • ঘ. বেদনার

উত্তরঃ শান্তির প্রতীক

বিস্তারিত

458. জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?

  • ক. ৫টি
  • খ. ৭টি
  • গ. ৮টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ৬টি

বিস্তারিত

462. WHO works in the area of--

  • ক. Telecommunication
  • খ. Healt care
  • গ. Business
  • ঘ. Women Empowerment

উত্তরঃ Healt care

বিস্তারিত

465. IPCC একটি---

  • ক. জাতিসংঘের অর্থনৈতিক সংস্থা
  • খ. জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা
  • গ. সার্কের অর্থনৈতিক সংস্থা
  • ঘ. সার্কের পরিবেশবাদী সংস্থা

উত্তরঃ জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা

বিস্তারিত

466. জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম?

  • ক. ইউএন উইমেন
  • খ. সমতা তহবিল
  • গ. ইউনিফেম
  • ঘ. জেন্ডার সমতা তহবিল

উত্তরঃ ইউনিফেম

বিস্তারিত

469. লায়ন্স ক্লাব কে প্রতিষ্ঠা করেন?

  • ক. মেলনি জোন্স
  • খ. পিটার বেননসন
  • গ. হেনরী ডুনেন্ট
  • ঘ. পল হ্যারিস

উত্তরঃ মেলনি জোন্স

বিস্তারিত

470. বর্তমানে (২০১৫) OIC এর সভাপতি কোন দেশের---

  • ক. তুরস্কের
  • খ. বাংলাদেশের
  • গ. মিসরের
  • ঘ. পাকিস্তানের

উত্তরঃ মিসরের

বিস্তারিত

471. ন্যাটোভুক্ত মুসলিমদেশ কতটি--

  • ক. ৪ টি
  • খ. ৬ টি
  • গ. ৩ টি
  • ঘ. ২ টি

উত্তরঃ ২ টি

বিস্তারিত

472. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

  • ক. ম্যানিলা
  • খ. ঢাকা
  • গ. দিল্লী
  • ঘ. টোকিও

উত্তরঃ ম্যানিলা

বিস্তারিত

473. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের প্রেসিডেন্ট কে?

  • ক. মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)
  • খ. নাবিল আর আরাবি (মিশর)
  • গ. জেসন স্টলেনবার্গ (নরওয়ে)
  • ঘ. হাওলিন ঝাও (চীন)

উত্তরঃ মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)

বিস্তারিত

474. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) -এর বর্তমান (২০১৫) ও প্রথম নারী মহাসচিব কে?

  • ক. ক্রিস্তিন লাগার্দ (ফ্রান্স)
  • খ. ফাং লিউ (চীন)
  • গ. হেলেন ক্লার্ক (নিউজিল্যান্ড)
  • ঘ. আইরিন খান (বাংলাদেশ)

উত্তরঃ ফাং লিউ (চীন)

বিস্তারিত

475. অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS) -এর বর্তমান (২০১৫) মহাসচিব কে?

  • ক. রাফায়েল কোরেয়া (ইকুয়েডর)
  • খ. ইরথিন কাজিন (যুক্তরাষ্ট্র)
  • গ. ড্যানিয়েল ওর্তেগা (নিকারাগুয়া)
  • ঘ. লুইস লিওনার্দো আলমার্গো (উরুগুয়ে)

উত্তরঃ লুইস লিওনার্দো আলমার্গো (উরুগুয়ে)

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects