আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন
377. ন্যাটোর একটি বাহিনী বর্তমানে ইউরোপের বাইরে কোথায় অবস্থান করছে?
- ক. ইরাকে
- খ. আফগানিস্তানে
- গ. লেবাননে
- ঘ. সিয়েরালিওনে
উত্তরঃ আফগানিস্তানে
382. ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত কত সালে গৃহীত হয়?
- ক. ১৯৭৭
- খ. ১৯৭৮
- গ. ১৯৭৩
- ঘ. ১৯৮৩
উত্তরঃ ১৯৭৩
383. Islamic Development Bank কত সালে স্থাপিত হয়?
- ক. ১৯৭০ সনে
- খ. ১৯৫৪ সনে
- গ. ১৯৭৫ সনে
- ঘ. ১৯৭৮ সনে
উত্তরঃ ১৯৭৫ সনে
384. ইসলামী উন্নয়ন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কোন সালে?
- ক. ১৯৭০
- খ. ১৯৭২
- গ. ১৯৭৫
- ঘ. ১৯৮০
উত্তরঃ ১৯৭৫
- ক. Riyadh(রিয়াদ)
- খ. Jeddah(জেদ্দা)
- গ. Dubai(দুবাই)
- ঘ. Bahrain(বাহরাইন)
উত্তরঃ Jeddah(জেদ্দা)
386. ইসলামি উন্নয়ন ব্যাংক কে (IDB) দেয়া বাংলাদেশর চাঁদার হার কত?
- ক. ২৫.০ মিলিয়ন ইসলামিক দিনার
- খ. ১৫.৫ মিলিয়ন ইসলামিক দিনার
- গ. ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
- ঘ. কোন চাঁদা দিতে হয় না
উত্তরঃ ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
387. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে--
- ক. স্বাভাবিক সুদে
- খ. বিনা সুদে
- গ. অল্প সুদে
- ঘ. অতি সামান্য সুদে
উত্তরঃ বিনা সুদে
388. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
- ক. নভেম্বর ১৯৬৬
- খ. ডিসেম্ব ১৯৬৬
- গ. ডিসেম্বর ১৯৬৭
- ঘ. জানুয়ারি ১৯৮৮
উত্তরঃ ডিসেম্ব ১৯৬৬
- ক. Hong Kong(হংকং)
- খ. Singapore(সিঙ্গাপুর)
- গ. Manila(ম্যানিলা)
- ঘ. Bangkok(ব্যাংকক)
উত্তরঃ Manila(ম্যানিলা)
- ক. Saudi Arabia(সৌদি আরবে)
- খ. Pkistan(পাকিস্তানে)
- গ. Philippines(ফিলিপাইন)
- ঘ. Thailand(থাইল্যান্ডে)
উত্তরঃ Philippines(ফিলিপাইন)
391. উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA) কত সালে স্বাক্ষরিত হয়?
- ক. ১৯৯০
- খ. ১৯৯২
- গ. ১৯৯৪
- ঘ. ১৯৯৭
উত্তরঃ ১৯৯২
392. ILO head office is situated in:/আন্তর্জাতিক শ্রম অফিস (ILO) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
- ক. Paris
- খ. Geneva
- গ. Chicago
- ঘ. Bangkok
উত্তরঃ Geneva
393. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর--
- ক. ভিয়েনা
- খ. বন
- গ. জেনেভা
- ঘ. রোম
উত্তরঃ ভিয়েনা
394. জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. জেনেভা
- গ. জুরিখ
- ঘ. অ্যামস্টারডেম
উত্তরঃ জেনেভা
395. HDI এর পূর্নরূপ হলো-
- ক. High Development Index
- খ. Human Development Index
- গ. High density Industrialization
- ঘ. High Developed Industries
উত্তরঃ Human Development Index
- ক. Taking income, education and Health under consideration
- খ. Taking income, environment and corruption under consideration
- গ. Taking income, growth and Inflation under consideration
- ঘ. Taking income,education and child mortality under consideration
উত্তরঃ Taking income, education and Health under consideration
398. মানব সম্পদ বলতে সাধারণত কি বুঝায়?
- ক. কর্মক্ষম মানুষ
- খ. প্রতিভার মানুষ
- গ. শক্তিশালী মানুষ
- ঘ. দক্ষতাসম্পন্ন মানুষ
উত্তরঃ দক্ষতাসম্পন্ন মানুষ
400. কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি-
- ক. জাপান
- খ. সুইজারল্যান্ড
- গ. কানাডা
- ঘ. সুইডেন
উত্তরঃ জাপান