আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

276. সাংহাই কো-অপরেশন অর্গানাইজেশনের সদস্য নয় নিচের কোন দেশ?

  • ক. চীন
  • খ. রাশিয়া
  • গ. কাজাকিস্তান
  • ঘ. আফগানিস্তান

উত্তরঃ আফগানিস্তান

বিস্তারিত

277. ‘সাংহাই ফাইভ’ এর প্রধান উদ্দেশ্য কি?

  • ক. অস্ত্র নিয়ন্ত্রণ
  • খ. সড়ক নির্মাণ
  • গ. প্রযুক্তি হস্তান্তর
  • ঘ. সীমান্ত বিরোধ নিরসন

উত্তরঃ সীমান্ত বিরোধ নিরসন

বিস্তারিত

278. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম--

  • ক. ও.এই.উ
  • খ. আরব লীগ
  • গ. জি.সি.সি.
  • ঘ. ও.এ.এম

উত্তরঃ জি.সি.সি.

বিস্তারিত

280. কোন ধরনের আটটি দেশকে ‘জ-৮’ বলা হয়?

  • ক. শিল্পোন্নত
  • খ. পরিবেশ দুষণকারী
  • গ. ঋণ গ্রহণকারি
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ শিল্পোন্নত

বিস্তারিত

281. Which Asian country belongs to the group of G-8 countries?/ জি-৮ এর একমাত্র এশিয়ার দেশ--

  • ক. Japan(জাপান)
  • খ. Thailand(থাইল্যান্ড)
  • গ. India(ভারত)
  • ঘ. China(চীন)

উত্তরঃ Japan(জাপান)

বিস্তারিত

283. Which one is not included G-8কোন দেশটি জি-৮ এর সদস্য নয়?

  • ক. Germany(জার্মানি)
  • খ. Australia(অস্ট্রেলিয়া)
  • গ. Russia(রাশিয়া)
  • ঘ. France(ফ্রান্স)

উত্তরঃ Australia(অস্ট্রেলিয়া)

বিস্তারিত

284. নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?

  • ক. ফ্রান্স
  • খ. যুক্তরাজ্য
  • গ. রাশিয়া
  • ঘ. দি নেদারল্যান্ডস

উত্তরঃ দি নেদারল্যান্ডস

বিস্তারিত

285. নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?

  • ক. জাপান
  • খ. যুক্তরাজ্য
  • গ. ফ্রান্স
  • ঘ. সুইডেন

উত্তরঃ সুইডেন

বিস্তারিত

286. জি-৮ বর্তমানে কি নামে পরিচিত

  • ক. জি-২০
  • খ. জি-১৬
  • গ. জি-১২
  • ঘ. জি-১৮

উত্তরঃ জি-২০

বিস্তারিত

287. ডি-৮ এর সদর দপ্তর-

  • ক. ইস্তাম্বুল
  • খ. ঢাকা
  • গ. ব্যাংকক
  • ঘ. জাকার্তা

উত্তরঃ ইস্তাম্বুল

বিস্তারিত

288. কোন দেশগুলো ডি-৮ দেশসমূহের অন্তর্ভূক্ত নয়?

  • ক. ভারত, নেপাল, শ্রীলঙ্কা
  • খ. মিশর, ইন্দোনেশিয়া, ইরান
  • গ. ইরান, মালয়েশিয়া, পাকিস্তান
  • ঘ. বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক

উত্তরঃ ভারত, নেপাল, শ্রীলঙ্কা

বিস্তারিত

289. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?

  • ক. নাইজেরিয়া
  • খ. ভারত
  • গ. মিশর
  • ঘ. আলজেরিয়া

উত্তরঃ ভারত

বিস্তারিত

290. গ্রুপ-৭৭ এর জন্ম হয়েছিল কত সালে?

  • ক. ১৯৬১
  • খ. ১৯৬৪
  • গ. ১৯৬৬
  • ঘ. ১৯৬৭

উত্তরঃ ১৯৬৪

বিস্তারিত

291. গ্রুপ ৭৭ কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত?

  • ক. উন্নত
  • খ. উন্নয়নশীল
  • গ. ঔপনিবেশিক
  • ঘ. অনুন্নত

উত্তরঃ উন্নয়নশীল

বিস্তারিত

292. ৭৭ জাতি গ্রুপের সদস্য সংখ্যা-

  • ক. ৭৭
  • খ. ৭৭-এর বেশি
  • গ. ৭৭-এর কম
  • ঘ. ৭৭-এর অর্ধেক

উত্তরঃ ৭৭-এর বেশি

বিস্তারিত

293. তেল রপ্তানিকারক সংস্থা কোনটি?

  • ক. POEC
  • খ. OPECE
  • গ. OPEC
  • ঘ. PECO

উত্তরঃ OPEC

বিস্তারিত

294. OPEC কোন পণ্যের cartel?

  • ক. পাট
  • খ. কপার
  • গ. কফি
  • ঘ. পেট্রোলিয়াম

উত্তরঃ পেট্রোলিয়াম

বিস্তারিত

295. কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?

  • ক. কুয়েত
  • খ. নাইজেরিয়া
  • গ. সৌদি আরব
  • ঘ. ভেনিজুয়েলা

উত্তরঃ ভেনিজুয়েলা

বিস্তারিত

296. OPEC গঠিত হয় কোন সনে?

  • ক. ১৯৬০
  • খ. ১৯৬১
  • গ. ১৯৬২
  • ঘ. ১৯৬৩

উত্তরঃ ১৯৬০

বিস্তারিত

297. OPEC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. প্যারিসে
  • খ. লন্ডনে
  • গ. ভিয়েনায়
  • ঘ. ওয়াশিংটনে

উত্তরঃ ভিয়েনায়

বিস্তারিত

298. OPEC- ভূক্ত দেশ কয়টি?

  • ক. ১২
  • খ. ১৩
  • গ. ১৪
  • ঘ. ১৫

উত্তরঃ ১৪

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects