আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন
276. সাংহাই কো-অপরেশন অর্গানাইজেশনের সদস্য নয় নিচের কোন দেশ?
- ক. চীন
- খ. রাশিয়া
- গ. কাজাকিস্তান
- ঘ. আফগানিস্তান
উত্তরঃ আফগানিস্তান
277. ‘সাংহাই ফাইভ’ এর প্রধান উদ্দেশ্য কি?
- ক. অস্ত্র নিয়ন্ত্রণ
- খ. সড়ক নির্মাণ
- গ. প্রযুক্তি হস্তান্তর
- ঘ. সীমান্ত বিরোধ নিরসন
উত্তরঃ সীমান্ত বিরোধ নিরসন
278. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম--
- ক. ও.এই.উ
- খ. আরব লীগ
- গ. জি.সি.সি.
- ঘ. ও.এ.এম
উত্তরঃ জি.সি.সি.
280. কোন ধরনের আটটি দেশকে ‘জ-৮’ বলা হয়?
- ক. শিল্পোন্নত
- খ. পরিবেশ দুষণকারী
- গ. ঋণ গ্রহণকারি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ শিল্পোন্নত
281. Which Asian country belongs to the group of G-8 countries?/ জি-৮ এর একমাত্র এশিয়ার দেশ--
- ক. Japan(জাপান)
- খ. Thailand(থাইল্যান্ড)
- গ. India(ভারত)
- ঘ. China(চীন)
উত্তরঃ Japan(জাপান)
282. Which country does belongs to the group of G-8 countries?/ নিচের কোন দেশ গ্র“প-৮ এর সদস্য?
- ক. Switzerland
- খ. China
- গ. Brazil
- ঘ. Canada
উত্তরঃ Canada
283. Which one is not included G-8কোন দেশটি জি-৮ এর সদস্য নয়?
- ক. Germany(জার্মানি)
- খ. Australia(অস্ট্রেলিয়া)
- গ. Russia(রাশিয়া)
- ঘ. France(ফ্রান্স)
উত্তরঃ Australia(অস্ট্রেলিয়া)
284. নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?
- ক. ফ্রান্স
- খ. যুক্তরাজ্য
- গ. রাশিয়া
- ঘ. দি নেদারল্যান্ডস
উত্তরঃ দি নেদারল্যান্ডস
288. কোন দেশগুলো ডি-৮ দেশসমূহের অন্তর্ভূক্ত নয়?
- ক. ভারত, নেপাল, শ্রীলঙ্কা
- খ. মিশর, ইন্দোনেশিয়া, ইরান
- গ. ইরান, মালয়েশিয়া, পাকিস্তান
- ঘ. বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক
উত্তরঃ ভারত, নেপাল, শ্রীলঙ্কা
291. গ্রুপ ৭৭ কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত?
- ক. উন্নত
- খ. উন্নয়নশীল
- গ. ঔপনিবেশিক
- ঘ. অনুন্নত
উত্তরঃ উন্নয়নশীল
292. ৭৭ জাতি গ্রুপের সদস্য সংখ্যা-
- ক. ৭৭
- খ. ৭৭-এর বেশি
- গ. ৭৭-এর কম
- ঘ. ৭৭-এর অর্ধেক
উত্তরঃ ৭৭-এর বেশি
295. কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
- ক. কুয়েত
- খ. নাইজেরিয়া
- গ. সৌদি আরব
- ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ ভেনিজুয়েলা
299. Who is the Youngest member states of OPEC?/ওপেকের নবীনতম সদস্য দেশ কোনটি?
- ক. Rwanda
- খ. Angola
- গ. Bolivia
- ঘ. Zambia
উত্তরঃ Angola
300. তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক হতে কোন দেশটি নিজের সদস্য পদ প্রত্যাহার করে নেয়?
- ক. নাইজেরিয়া
- খ. লিবিয়া
- গ. ভেনিজুয়েলা
- ঘ. ইকুয়েডর
উত্তরঃ ইকুয়েডর