তাপবিদ্যা
- ক. Normal temperature & pressure
- খ. Natural temperature & pressure
- গ. Nominal temperature & pressure
- ঘ. Normal thermodynamic pressure
উত্তরঃ Normal temperature & pressure
6. তাপমাত্রার কোন ক্ষেত্রে ‘শূন্য’ ডিগ্রী সবচেয়ে বেশি ঠাণ্ডা?
- ক. ফারেনহাইট
- খ. কেলভিন
- গ. সেন্ট্রিগ্রেড
- ঘ. সেলসিয়াস
উত্তরঃ কেলভিন
9. শরীরের তাপ মাপতে সাধারণত ব্যবহৃত হয়-
- ক. রোমার থার্মোমিটার
- খ. ক্লিনিক্যাল থার্মোমিটার
- গ. সেন্টিগ্রেড থার্মোমিটার
- ঘ. সিক্সাস থার্মোমিটার
উত্তরঃ ক্লিনিক্যাল থার্মোমিটার
10. ক্লিনিক্যাল থার্মোমিটার কোন স্কেল ব্যবহার করা হয়?
- ক. ফারেনহাইট
- খ. সেন্টিগ্রেড
- গ. কেলভিন
- ঘ. র্যাঙ্কিন
উত্তরঃ ফারেনহাইট
11. একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রীজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা-
- ক. হ্রাস পাবে
- খ. বৃদ্ধি পাবে
- গ. অপরিবর্তিত থাকবে
- ঘ. গ্রীষ্মকাল হলে হ্রাস পবে
উত্তরঃ অপরিবর্তিত থাকবে
12. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
- ক. তরল পদার্থ
- খ. বায়বীয় পদার্থ
- গ. কঠিন পদার্থ
- ঘ. নরম পদার্থ
উত্তরঃ বায়বীয় পদার্থ
13. তরল পদার্থের প্রসারণ বলতে কি ধরনের প্রসারণ বুঝায়?
- ক. আয়তন প্রসারণ
- খ. দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ
- গ. প্রস্থের প্রসারণ
- ঘ. ক্ষেত্র প্রসারণ
উত্তরঃ আয়তন প্রসারণ
14. পানি বরফে পরিণত হলে কি ঘটবে?
- ক. ঘনত্ব বেড়ে যাবে
- খ. আয়তন বেড়ে যাবে
- গ. ভর কমে যাবে
- ঘ. আয়তনের পরিবর্তন ঘটবে না
উত্তরঃ ঘনত্ব বেড়ে যাবে
16. একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
- ক. বাড়বে
- খ. কমবে
- গ. প্রথমে কমবে পরে বাড়বে
- ঘ. একই থাকবে
উত্তরঃ কমবে
17. কোন পদার্থ তাপে সংকোচিত হয়?/উত্তপ্ত করলে কোন বস্তুর আয়তন কমতে পারে?
- ক. পারদ
- খ. পানি
- গ. জার্মান সিলভার
- ঘ. প্লুটোনিয়াম
উত্তরঃ পানি
18. কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায ঘনত্ব কম?
- ক. কার্বন ডাই অক্সাইড
- খ. নাইট্রোজেন
- গ. জল
- ঘ. ক্লোরিন
উত্তরঃ জল
19. সামুদ্রিক প্রাণী বরফে আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে, কারণ
- ক. নিচের পানি কখনও জমাট বাধে না
- খ. সামুদ্রিক প্রাণীগুলো বিশেষ উপায়ে নিজেদের গরম রাখে
- গ. উপরের স্তরের বরফ কিছু পরিমান তাপ ভিতরে প্রবেশ করতে দেয়
- ঘ. প্রাণীগুলো বরফের মধ্য হাইবারনেশনে থাকে
উত্তরঃ নিচের পানি কখনও জমাট বাধে না
20. পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
- ক. বায়ুর চাপ বেশি থাকার কারণে
- খ. বায়ুর চাপ কম থাকার কারণে
- গ. পাহাড়ের উপর তাপমাত্রা বেশি কারণে
- ঘ. পাহাড়ের উপর বাতাস কম থাকার কারণে
উত্তরঃ বায়ুর চাপ কম থাকার কারণে
21. উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যায়, কারণ ঐ উচ্চতায়
- ক. বায়ুর চাপ বেশি
- খ. সূর্য তাপরে প্রখরতা বেশি
- গ. বায়ুর চাপ কম
- ঘ. সূর্য তাপের প্রখরতা কম
উত্তরঃ বায়ুর চাপ কম
22. খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল শীঘ্র সিদ্ধ হয় কেন? ঢাকনা দেয়া পাত্রে পানির-
- ক. স্ফুটনাঙ্ক কমে বলে
- খ. স্ফুটনাঙ্ক বাড়ে বলে
- গ. আয়তন বাড়ে বলে
- ঘ. চাপ বৃদ্ধি পায় বলে
উত্তরঃ স্ফুটনাঙ্ক বাড়ে বলে
23. প্রেসার কুকারে রান্না সম্পর্কে যেটি সঠিক নয়-
- ক. উচ্চ তাপমাত্রায় রান্না তাড়াতাড়ি হয়
- খ. পাত্রের মধ্যে উচ্চতাপ সৃষ্টি হয়
- গ. উচ্চচাপ পানিতে উচ্চতর তাপমাত্রায় রাখা সম্ভব হয়
- ঘ. উচ্চ চাপে পানির স্ফুটনাংক হ্রাস পায়
উত্তরঃ উচ্চ চাপে পানির স্ফুটনাংক হ্রাস পায়
25. উচ্চ পর্বতের চূড়ায় উটলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ চূড়ায়-
- ক. অক্সিজেন কম
- খ. ঠাণ্ডা বেশি
- গ. বায়ুর চাপ বেশি
- ঘ. বায়ুর চাপ কম
উত্তরঃ বায়ুর চাপ কম