তাপবিদ্যা
26. ভূ-পৃষ্ঠ হতে উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কেন?
- ক. সেখানে বায়ুর চাপ ভূ-পৃষ্ঠ হতে কম বলে
- খ. সেখানকার বায়ু শীতল বলে
- গ. সেখানকার বায়ুতে অক্সিজেন কম বলে
- ঘ. সেখানকার বায়ু গরম বলে
উত্তরঃ সেখানে বায়ুর চাপ ভূ-পৃষ্ঠ হতে কম বলে
27. ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়। কারণ-
- ক. উপরে বায়ুর চাপ বেশি
- খ. উপরে বায়ুর চাপ কম
- গ. উপরে বায়ুতে ওজন কম
- ঘ. খ ও গ উভয়টিই ঠিক
উত্তরঃ উপরে বায়ুর চাপ কম
28. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
- ক. মাটির পাত্র পানি থেকে তাপ শোষণ করে
- খ. মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
- গ. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
- ঘ. মাটির পাত্র তাপ কুপরিবাহী
উত্তরঃ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
29. মাটির কলসিতে পানি ঠাণ্ডা থাকে কেন?
- ক. Vessel does not allow the hot air to come
- খ. Water coming out of the pores evaporates and takes heat from the water
- গ. Cooled air passes through the pores of vessel
- ঘ. It is not correct
উত্তরঃ Water coming out of the pores evaporates and takes heat from the water
30. ফ্যান চালালে আমরা ঠাণ্ডা অনুভব করি, কারণ ফ্যান-
- ক. বাতাসকে ঠাণ্ডা করে
- খ. ঠাণ্ডা বাতাস তৈরি করে
- গ. ঘাম কমিয়ে দেয়
- ঘ. শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
উত্তরঃ শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
31. ভিজা কাপড় গায়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ
- ক. ভিজা কাপড়ে শরীরে ঠাণ্ডা লাগে
- খ. সর্দি কাশি হওয়ার সম্ভবনা থাকে
- গ. কাপড়ের পানি শরীরের জন্য ভাল নয়
- ঘ. কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে
উত্তরঃ কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে
32. বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে রাখা হয়, কারণ
- ক. টান করে তার লাগানো সম্ভব নয়
- খ. বেশি টানে পিলার হেলে যেতে পারে
- গ. শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয
- ঘ. উপরের সবগুলোই ঠিক
উত্তরঃ শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয
33. পুরু কাঁচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারণ-
- ক. গ্লাস তাপের অপরিবাহী বলে
- খ. গ্লাস তাপের সুপরিবাহী বলে
- গ. কাঁচের গলনাঙ্ক কম বলে
- ঘ. গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারনের জন্য
উত্তরঃ গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারনের জন্য
34. একখণ্ড পাথরকে উত্তপ্ত করলে ফেটে যায় কেন?
- ক. ভেতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, তাই ফেটে যায়
- খ. উত্তপ্ত পাথরে বেশি শক্তি সঞ্চয় হয়, তাই ফেটে যায়
- গ. ভিতরের অংশ উত্তপ্ত হওয়ার ফলে বাহিরের দিকে চাপের সৃষ্টি করে, তাই ফেটে যায়
- ঘ. পাথরের বাধন হাল্কা হয়ে যায় বলে ফেটে যায়
উত্তরঃ ভেতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, তাই ফেটে যায়
35. সমান তাপ দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?
- ক. পানির তাপগ্রহিতা বেশি বলে
- খ. দুধের তাপগ্রহিতা বেশি বলে
- গ. দুধ পানির চেয়ে ঘন বলে
- ঘ. পানি বর্ণহীন-দুধ সাদা বলে
উত্তরঃ দুধের তাপগ্রহিতা বেশি বলে
36. পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে?
- ক. বাড়তে থাকে
- খ. কমতে থাকে
- গ. একই থাকে
- ঘ. কম-বেশি হয়
উত্তরঃ একই থাকে
38. তাপ পরিবাহকত্বের মান নির্ভর করে-
- ক. পরিবাহকের দৈর্ঘ্য
- খ. পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
- গ. পরিবাহকের আয়তন
- ঘ. পরিবাহকের উপাদান
উত্তরঃ পরিবাহকের উপাদান
39. কোন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি হয়?
- ক. কঠিন
- খ. তরল
- গ. বায়বীয়
- ঘ. ভ্যাকুয়াম
উত্তরঃ কঠিন
40. Vaccum-এর তাপ পরিবাহিত হয়-মাধ্যমে।
- ক. পরিচলনের
- খ. বিকিরণের
- গ. বিকিরণ ও পরিবহনের
- ঘ. বিকিরণ ও পরিচলনের
উত্তরঃ বিকিরণের
41. তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
- ক. পরিচলন
- খ. বিকিরণের
- গ. পরিবহন
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিকিরণের
42. চুলার উপর রাখলে অ্যালুমিনিয়ামের তৈরি কেটলির হাতল গরম হয়-
- ক. তাপের পরিবহনের জন্য
- খ. তাপের পরিচালনের জন্য
- গ. তাপের বিকিরণের জন্য
- ঘ. ব্যাপন প্রক্রিয়ার জন্য
উত্তরঃ তাপের পরিবহনের জন্য
43. রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয় এর প্রধনা কারণ-
- ক. এটি হাল্কা ও দামে সস্তা
- খ. এটি সব দেশেই পাওয়া যায়
- গ. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
- ঘ. এটি সহজে ভেঙে যায় না না এবং বেশি গরম সহ্য করতে পারে
উত্তরঃ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
44. আমরা যখন প্রজ্জ্বলিত আগুনের সামনে বসি তখন আমরা গরম অনুভব করি তাপের-দ্বারা
- ক. পরিচলন, পরিবহন ও বিকিরণ
- খ. পরিচলন ও পরিবহন
- গ. পরিচলন ও বিকিরণ
- ঘ. পরিচলন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
45. একটি জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে, কারণ ভিতরের ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ যায়-
- ক. বিকিরণ পদ্ধতিতে
- খ. পরিচলন পদ্ধতিতে
- গ. পরিবহন পদ্ধতিতে
- ঘ. বিকিরণ ও পরিবহন পদ্ধতিতে
উত্তরঃ বিকিরণ পদ্ধতিতে
46. আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন?
- ক. মেঘ তাপরোধী পদার্থ
- খ. মেঘ তাপ গ্রহণ করে
- গ. ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে
- ঘ. জলীয় বাষ্প ঘনীভূত হয়
উত্তরঃ মেঘ তাপরোধী পদার্থ
47. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
- ক. মেঘ উত্তম তাপ পরিবাহক
- খ. সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপনন্ করে
- গ. বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
- ঘ. মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
উত্তরঃ মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
48. মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ-
- ক. বায়ুমণ্ডলীয় চাপ কম থাকে
- খ. বায়ুমণ্ডলীয় ঘনত্ব বেড়ে যায়
- গ. বেশি পরিমান ধুলিকণা বায়ুমণ্ডলে থাকে
- ঘ. মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়
উত্তরঃ মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়
50. কাপড়ের যে রঙের তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি তা হলো-
- ক. সাদা
- খ. হলুদ
- গ. বেগুনি
- ঘ. কালো
উত্তরঃ কালো