ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর প্রমোশন অফিসার
1. ‘শ্রমবিমুখ’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
- ক. আমড়া কাঠের ঢেঁকি
- খ. ননীর পুতুল
- গ. খয়ের খাঁ
- ঘ. ঠোঁট কাটা
- ক. বিশেষ্য ও অব্যয় পদ
- খ. সর্বনাম ও বিশেষণ পদ
- গ. ক্রিয়া ও বিশেষ্য পদ
- ঘ. অব্যয় ও সর্বনাম পদ
4. ‘সুকঠিন' শব্দে ‘সু’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. উত্তম
- খ. সহজ
- গ. বিশেষ রূপে
- ঘ. আতিশয্য
5. বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি?
- ক. লাভ-লোকসান
- খ. আয়-ব্যয়
- গ. স্বর্গ-নরক
- ঘ. ছেলে-বুড়ো
6. কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা নয়?
- ক. আমার দেখা নয়াচীন
- খ. অসমাপ্ত আত্মজীবনী
- গ. কারাগারের রোজনামচা
- ঘ. রাজবন্দীর জবানবন্দী
7. “শোনো একটি মুজিবরের থেকে”- গানটির গীতিকার কে?
- ক. গৌরীপ্রসন্ন মজুমদার
- খ. অংশুমান রায়
- গ. উপেন তরফদার
- ঘ. দিনেন্দ্র চৌধুরী
8. কাজী নজরুল ইসলাম রচিত ‘অগ্নি-বীণা' কাব্যগ্রন্থের প্রথম কবিতার--
- ক. বিদ্রোহী
- খ. প্রলয়োল্লাস
- গ. কামাল পাশা
- ঘ. কোরবানী
9. গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. মাদ্রিদ, স্পেন
- খ. টোকিও, জাপান
- গ. স্টকহোম, সুইডেন
- ঘ. প্যারিস, ফ্রান্স
10. 'কপ-২৮ (COP28 )' জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
- ক. বাহরাইন
- খ. যুক্তরাজ্য
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. সংযুক্ত আরব আমিরাত
11. ‘ভূমধ্যসাগরের বাতিঘর’ বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
- ক. স্ট্রম্বোলী
- খ. ইটনা
- গ. পাশুলন্ড
- ঘ. সাপ্তামারিয়া
12. কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে?
- ক. ভিয়েনা চুক্তি
- খ. প্যারিস শান্তি চুক্তি
- গ. ভার্সাই চুক্তি
- ঘ. ইয়াল্টা চুক্তি
13. নিম্নের কোন গ্রন্থটির রচয়িতা Niccolo Machiavelli?
- ক. Why Nations Fail: The Origins of Power, Prosperity, and Poverty
- খ. On the Social Contmet
- গ. The Anarchy
- ঘ. The Prince
14. GPT-সফটওয়ারটি আনুষ্ঠানিক ভাবে করে উন্মুক্ত করা হয়।
- ক. ৩০ নভেম্বর,২০২২
- খ. ১৩ মার্চ, ২০২৩
- গ. ৩০ জুন, ২০২২
- ঘ. ০১ মার্চ, ২০২৩
16. ২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে কোন বার্তা সংস্থা?
- ক. অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (এএপি)
- খ. এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)
- গ. অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
- ঘ. পিআর নিউজওয়্যার
17. দেশে চালু হওয়া প্রথম জাতীয় ইন্টারনেট ব্রাউজার কোনটি?
- ক. বায়ান্ন
- খ. মুক্তি
- গ. তর্জনী
- ঘ. একাত্তর
18. পদ্মা সেতু হয়ে প্রথম রেল অতিক্রমের তারিখ নিচের কোনটি?
- ক. ২৫ জুন, ২০২২
- খ. ৪ এপ্রিল, ২০২৩
- গ. ২৫ এপ্রিল, ২০২৩
- ঘ. ১ মে, ২০২৩
19. কে 'সীমান্ত গান্ধী' নামে পরিচিত?
- ক. খান আবদুল গাফ্ফার খান
- খ. ইন্দিরা গান্ধী
- গ. ফিরোজ গান্ধী
- ঘ. মহাত্মা গান্ধী
20. ‘আমি বিজয় দেখেছি' গ্রন্থের রচয়িতা কে?
- ক. মঈদুল হাসান
- খ. এম. আর আখতার মুকুল
- গ. মুনতাসীর মামুন
- ঘ. মেজর রফিকুল ইসলাম
21. ফাইটোস্যানিটারি সার্টিফিকেট কোন কাজে ব্যবহৃত হয়?
- ক. টিকা প্রদানে
- খ. আমদানি-রপ্তানি
- গ. জৈবসার উৎপাদন
- ঘ. পশু পালন
22. Special Drawing Right (SDR) এ কোন মুদ্ৰা ব্যবহৃত হয় না?
- ক. ব্রিটিশ পাউন্ড
- খ. চাইনিজ রেনমিনবি
- গ. ফ্রেঞ্চ ফ্রাঁ
- ঘ. জাপানিজ ইয়েন
23. I submitted my graduation.... last month.
- ক. dishertation
- খ. dissertation
- গ. discertation
- ঘ. deshertation
- ক. the study of new cultures
- খ. the study oif art and music
- গ. the study of medicine
- ঘ. the study of human history
25. I ... the opportunity……..account.
- ক. turn, in
- খ. turn, down
- গ. turned, at
- ঘ. turned, to