বাংলাদেশের জনসংখ্যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা

1. বাংলাদেশের এক নম্বর জাতীয় সামাজিক সমস্যা কোনটি?

  • ক. খাদ্য সমস্যা
  • খ. নিরক্ষরতা সমস্যা
  • গ. মাদকাসক্তি সমস্যা
  • ঘ. জনসংখ্যা সমস্যা

উত্তরঃ জনসংখ্যা সমস্যা

বিস্তারিত

2. জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশে কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৫ সালে
  • ঘ. ১৯৭৬ সালে

উত্তরঃ ১৯৭৬ সালে

বিস্তারিত

3. ভারতবর্ষে প্রথম আদমশুমারী হয় কোন সালে ?

  • ক. ১৯৭২
  • খ. ১৮৫০
  • গ. ১৮৭২
  • ঘ. ১৯০১

উত্তরঃ ১৮৭২

বিস্তারিত

4. বাংলাদেশে কয়টি আদমশুমারী হয়েছে?

  • ক. দুইটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ পাঁচটি

বিস্তারিত

5. বাংলাদেশে প্রথম আদমশুমারী কত সালে অনুষ্ঠিত হয়?

  • ক. ১৯৭৪
  • খ. ১৯৭৯
  • গ. ১৯৮২
  • ঘ. ১৯৯৮

উত্তরঃ ১৯৭৪

বিস্তারিত

6. বাংলাদেশে প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় -

  • ক. ২৬ জুলাই, ১৯৭২
  • খ. ২৬ জুলাই, ১৯৭৩
  • গ. ২৬ জুলাই, ১৯৭৪
  • ঘ. ২৬ জুলাই, ১৯৭৫

উত্তরঃ ২৬ জুলাই, ১৯৭২

বিস্তারিত

7. ১৯৭৪ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান -

  • ক. মফিজ ঊদ্দিন
  • খ. শামসুল হক
  • গ. কুদরত-ই-খুদা
  • ঘ. কেহই নন

উত্তরঃ কুদরত-ই-খুদা

বিস্তারিত

8. বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন -

  • ক. প্রফেসর ইন্নাস আলী
  • খ. ড. কুদরত-ই-খুদা
  • গ. প্রফেসর এম এইচ খন্দকার
  • ঘ. ড. এম ও গণি

উত্তরঃ ড. কুদরত-ই-খুদা

বিস্তারিত

9. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন -

  • ক. মফিজ ঊদ্দিন কমিশন
  • খ. শামসুল হক কমিশন
  • গ. মাজেদ খান কমিশন
  • ঘ. কুদরত-ই-খুদা কমিশন

উত্তরঃ কুদরত-ই-খুদা কমিশন

বিস্তারিত

10. 'একমুখী শিক্ষা কার্যক্রম' এর সুপারিশ করেছে কোন কমিশন?

  • ক. মফিজ কমিশন
  • খ. শামসুল হক কমিশন
  • গ. মনিরুজ্জামান মিয়া কমিশন
  • ঘ. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন

উত্তরঃ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন

বিস্তারিত

11. ১৯৯৭ সালে শিক্ষা কমিশনের চেয়ারম্যান -

  • ক. অধ্যাপক কবীর চৌধরী
  • খ. অধ্যাপক আনিসুজ্জামান
  • গ. অধ্যাপক এম শামসুল হক
  • ঘ. অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী

উত্তরঃ অধ্যাপক এম শামসুল হক

বিস্তারিত

12. বাংলাদেশের শিক্ষা কয়টি স্তরবিশিষ্ট?

  • ক. দুই স্তর
  • খ. তিন স্তর
  • গ. চার স্তর
  • ঘ. পাঁচ স্তর

উত্তরঃ চার স্তর

বিস্তারিত

13. বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?

  • ক. ৪-৫ বছর
  • খ. ৫-৯ বছর
  • গ. ৩-৯ বছর
  • ঘ. ৬-১১ বছর

উত্তরঃ ৬-১১ বছর

বিস্তারিত

14. এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষা কে অবৈতনিক, সার্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে ?

  • ক. স্যাডলার কমিশন, ১৯৯৭
  • খ. সার্জেন্ট কমিশন, ১৯৪৪
  • গ. শরীফ কমিশন, ১৯৫৯
  • ঘ. কুদরত-ই-খুদা কমিশন, ১৯৭৪

উত্তরঃ কুদরত-ই-খুদা কমিশন, ১৯৭৪

বিস্তারিত

15. বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কবে ?

  • ক. ১৯৭৩
  • খ. ১৯৭৪
  • গ. ১৯৭৫
  • ঘ. ১৯৭৬

উত্তরঃ ১৯৭৪

বিস্তারিত

16. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় -

  • ক. ১৯৯২ সালে
  • খ. ১৯৯১ সালে
  • গ. ১৯৯০ সালে
  • ঘ. ১৯৮৯ সালে

উত্তরঃ ১৯৯০ সালে

বিস্তারিত

17. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?

  • ক. ১ জানুয়ারি, ১৯৮৯
  • খ. ১ জানুয়ারি, ১৯৯০
  • গ. ১ জানুয়ারি, ১৯৯১
  • ঘ. ১ জানুয়ারি, ১৯৯২

উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯২

বিস্তারিত

18. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সারাদেশে সম্প্রসারিত হয় কোন সালে?

  • ক. ১৯৯০ সালে
  • খ. ১৯৯৩ সালে
  • গ. ১৯৯৫ সালে
  • ঘ. ১৯৯৭ সালে

উত্তরঃ ১৯৯৩ সালে

বিস্তারিত

20. কোন শ্রেণী পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা চালু করা হয়েছে ?

  • ক. দ্বাদশ শ্রেণী
  • খ. একাদশ শ্রেণী
  • গ. দশম শ্রেণী
  • ঘ. অষ্টম শ্রেণী

উত্তরঃ দ্বাদশ শ্রেণী

বিস্তারিত

22. উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু করা হয় কত সালে ?

  • ক. ১৯১৮ সালে
  • খ. ১৮৯৯ সালে
  • গ. ১৭৭৮ সালে
  • ঘ. ১৮৭২ সালে

উত্তরঃ ১৯১৮ সালে

বিস্তারিত

23. বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ অবস্থিত আছে?

  • ক. ১৫ টি
  • খ. ১২টি
  • গ. ১০টি
  • ঘ. ৮টি

উত্তরঃ ১২টি

বিস্তারিত

24. বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় বিল কবে পাশ হয়?

  • ক. ১৯৯০
  • খ. ১৯৯১
  • গ. ১৯৯২
  • ঘ. ১৯৯৪

উত্তরঃ ১৯৯২

বিস্তারিত

25. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে?

  • ক. ১৯৫২
  • খ. ১৯৫৩
  • গ. ১৯৫৪
  • ঘ. ১৯৫৫

উত্তরঃ ১৯৫৩

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects