বাংলাদেশের জনসংখ্যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা

102. প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে--

  • ক. পিটিআই
  • খ. ডিপিই
  • গ. ন্যাপ
  • ঘ. এনসিটিবি

উত্তরঃ ডিপিই

বিস্তারিত

103. বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি করা হয়েছিল কোন সালে--

  • ক. ২০০৯ সালে
  • খ. ২০১২ সালে
  • গ. ২০০৮ সালে
  • ঘ. ২০১১ সালে

উত্তরঃ ২০১১ সালে

বিস্তারিত

104. বিশ্ব জনসংখ্যা রিপোর্ট- ২০১৪ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?

  • ক. ১৫.৫০ কোটি
  • খ. ১৫.৮৫ কোটি
  • গ. ১৬ কোটি
  • ঘ. ১৬.২৫ কোটি

উত্তরঃ ১৫.৮৫ কোটি

বিস্তারিত

105. বাংলাদেশ মাতৃত্বকালীন ছুটি কত মাস?

  • ক. ৩ মাস
  • খ. ৪ মাস
  • গ. ৫ মাস
  • ঘ. ৬ মাস

উত্তরঃ ৬ মাস

বিস্তারিত

107. নিচের কোনটি ভৌগলিক উপাদান নয়?

  • ক. মধ্যাকর্ষণ শক্তি
  • খ. মৃত্তিকা ও জলের অবস্থান ও গতি
  • গ. মহামারী
  • ঘ. প্রাকৃতিক জলবায়ু ও তাপমাত্রা

উত্তরঃ মহামারী

বিস্তারিত

108. সমাজজীবনে ভৌগলিক উপাদানের প্রভাব কেমন হতে পারে?

  • ক. পরিপূরক
  • খ. প্রত্যক্ষ
  • গ. পরোক্ষ
  • ঘ. খ ও গ উভয়ই

উত্তরঃ খ ও গ উভয়ই

বিস্তারিত

109. মানবসভ্যতার উপযোগী পরিবেশ কোনটি?

  • ক. নাতিশীতোষ্ণ অঞ্চল
  • খ. মরু অঞ্চল
  • গ. উষ্ণ অঞ্চল
  • ঘ. সবগুলো

উত্তরঃ নাতিশীতোষ্ণ অঞ্চল

বিস্তারিত

110. ইক্ষু চাষের জন্যে কেমন জমি প্রয়োজন?

  • ক. অপেক্ষাকৃত উঁচু জমি
  • খ. নিচু জমি
  • গ. উভয়ই
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অপেক্ষাকৃত উঁচু জমি

বিস্তারিত

111. ভৌগলিক পরিবেশ কী দ্বারা নির্ধারিত হয়?

  • ক. পোশাক-পরিচ্ছেদ
  • খ. রাষ্ট্র
  • গ. সমাজ
  • ঘ. পরিবার

উত্তরঃ পোশাক-পরিচ্ছেদ

বিস্তারিত

112. কার মতে 'শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূলে।'

  • ক. প্লেটো
  • খ. এরিস্টটল
  • গ. মন্টেস্কু
  • ঘ. ম্যাকাইভার

উত্তরঃ মন্টেস্কু

বিস্তারিত

113. কোন অঞ্চলের ছেলেমেয়েরা তুলনামূলকভাবে কম বয়সে যৌবনে পদার্পণ করে এবং অল্প বয়সে বিবাহের প্রয়োজন দেখা দেয়--

  • ক. নাতিশীতোষ্ণ
  • খ. গ্রীষ্মপ্রধান
  • গ. শীতপ্রধান
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ্রীষ্মপ্রধান

বিস্তারিত

120. কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৮৩৮ সালে
  • খ. ১৮৪০ সালে
  • গ. ১৮৫৭ সালে
  • ঘ. ১৮৬০ সালে

উত্তরঃ ১৮৫৭ সালে

বিস্তারিত

121. কোন বিভাগে শিক্ষার হার সবচেয়ে বেশি?

  • ক. রাজশাহী
  • খ. চট্টগ্রাম
  • গ. বরিশাল
  • ঘ. ঢাকা

উত্তরঃ বরিশাল

বিস্তারিত

122. কোন সালের মধ্যে "সবার জন্য শিক্ষা কর্মসূচি" গ্রহণ করা হয়?

  • ক. ২০১০ সালে
  • খ. ২০০৬ সালে
  • গ. ২০০৩ সালে
  • ঘ. ২০০০ সালে

উত্তরঃ ২০০৬ সালে

বিস্তারিত

123. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৮০ সালে
  • খ. ১৯৭৫ সালে
  • গ. ১৯৭৯ সালে
  • ঘ. ১৯৭৪ সালে

উত্তরঃ ১৯৮০ সালে

বিস্তারিত

125. কাদের মতে, 'শ্বেত বর্ণের মানুষ উতকৃষ্ট এবং বাদামি ও কৃষ্ণ বর্ণের মানুষ নিকৃষ্ট।'

  • ক. বর্ণবাদী নৃবিজ্ঞানীদের
  • খ. মনীষীদের
  • গ. মনোবিজ্ঞানীদের
  • ঘ. সমাজবিজ্ঞানীদের

উত্তরঃ বর্ণবাদী নৃবিজ্ঞানীদের

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects