বাংলাদেশের জনসংখ্যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা

126. 'প্রতিভা ও দক্ষতা বংশগতির সূত্রে প্রাপ্ত'- উক্তিটি কার?

  • ক. এরিস্টটল
  • খ. মন্টেস্কু
  • গ. ম্যাকাইভার
  • ঘ. গাল্টনের

উত্তরঃ গাল্টনের

বিস্তারিত

127. জন্মগতভাবেই কেউবা মনিব কেউবা দাস- কার মন্তব্য?

  • ক. এরিস্টটল
  • খ. মন্টেস্কু
  • গ. সক্রেটিস
  • ঘ. প্লেটো

উত্তরঃ এরিস্টটল

বিস্তারিত

128. Pearson-এর মতে, কোন জাতির উত্থান-পতনের জন্যে দায়ী?

  • ক. সামাজিক উপাদান
  • খ. জৈবিক উপাদান
  • গ. ভৌগলিক উপাদান
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ জৈবিক উপাদান

বিস্তারিত

129. অপরাধবিজ্ঞানীরা অপরাধমূলক আচরণের জন্য দায়ী করেছেন--

  • ক. জলবায়ু
  • খ. ভৌগলিক পরিবেশ
  • গ. বংশগতি
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বংশগতি

বিস্তারিত

132. কী মানব আচরণকে প্রভাবিত করে?

  • ক. বংশগতি
  • খ. আচার
  • গ. পোশাক
  • ঘ. পরিবেশ

উত্তরঃ বংশগতি

বিস্তারিত

133. কোন ধর্মীয় যাজকেরা বিয়ে করে না?

  • ক. বৌদ্ধ
  • খ. মুসলমান
  • গ. হিন্দু
  • ঘ. ক্যাথলিক

উত্তরঃ ক্যাথলিক

বিস্তারিত

134. ব্যাক্তি প্রক্রিয়ায় সামাজিক সদস্য হিসেবে গড়ে ওঠে তার নাম--

  • ক. ধর্মীয় শিক্ষা
  • খ. সামাজিকীকরণ
  • গ. শিক্ষাব্যবস্থা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সামাজিকীকরণ

বিস্তারিত

135. সামাজিক জীব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখে--

  • ক. সাংস্কৃতিক উপাদান
  • খ. বংশগত উপাদান
  • গ. সামাজিক উপাদান
  • ঘ. ভৌগলিক উপাদান

উত্তরঃ সামাজিক উপাদান

বিস্তারিত

137. কোনটি সংগ্রহ কৌশলনির্ভর সমাজ?

  • ক. আদিম সমাজ
  • খ. আধুনিক সমাজ
  • গ. উভয়ই
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আদিম সমাজ

বিস্তারিত

138. নৃবিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট সব বস্তুগত ও অবস্তুগত বিষয়কে কী বলে?

  • ক. সংস্কৃতি
  • খ. প্রথা
  • গ. আচার-ব্যবহার
  • ঘ. ধর্ম

উত্তরঃ সংস্কৃতি

বিস্তারিত

139. কখন উৎপাদনব্যবস্থার ব্যাপক পরিবর্তন আসে?

  • ক. রুশবিপ্লবের প্রাক্কালে
  • খ. ফরাসি বিপ্লবের প্রাক্কালে
  • গ. শিল্পবিপ্লবের পরে
  • ঘ. শিল্পবিপ্লবের প্রাক্কালে

উত্তরঃ শিল্পবিপ্লবের প্রাক্কালে

বিস্তারিত

141. পরিবার একটি--

  • ক. সমিতি
  • খ. সম্প্রদায়
  • গ. দল
  • ঘ. সংগঠন

উত্তরঃ সংগঠন

বিস্তারিত

142. সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ও আদিম সমাজিক সংগঠন কোনটি?

  • ক. জ্ঞাতিসম্পর্ক
  • খ. বিবাহ
  • গ. পরিবার
  • ঘ. রাষ্ট্র

উত্তরঃ পরিবার

বিস্তারিত

143. তিন পুরুষের পরিবারকে কী পরিবার বলা হয়?

  • ক. যৌথ পরিবার
  • খ. বর্ধিত পরিবার
  • গ. একক পরিবার
  • ঘ. একান্নবর্তী পরিবার

উত্তরঃ বর্ধিত পরিবার

বিস্তারিত

144. পরিবারের মনস্তাত্বিক কাজ কোনটি?

  • ক. সন্তান লালনপালন
  • খ. শরীরচর্চা করানো
  • গ. শিক্ষা প্রদান
  • ঘ. সামাজিকীকরণ

উত্তরঃ সন্তান লালনপালন

বিস্তারিত

145. নৃবিজ্ঞানীদের মতে, আদিম সমাজে পরিবারের উদ্ভব ঘটে কেন?

  • ক. নিরাপদে বসবাসের জন্য
  • খ. সুখী জীবন নিশ্চিত করতে
  • গ. বংশবিস্তার করতে
  • ঘ. আর্থিক নিরাপত্তা আনতে

উত্তরঃ আর্থিক নিরাপত্তা আনতে

বিস্তারিত

146. আকারের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?

  • ক. ছয় ভাগে
  • খ. পাঁচ ভাগে
  • গ. তিন ভাগে
  • ঘ. দুই ভাগে

উত্তরঃ তিন ভাগে

বিস্তারিত

147. স্বামী-স্ত্রীর সংখ্যার ওপর ভিত্তি করে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?

  • ক. ছয় ভাগে
  • খ. পাঁচ ভাগে
  • গ. তিন ভাগে
  • ঘ. চার ভাগে

উত্তরঃ চার ভাগে

বিস্তারিত

148. অধিকাংশ মানুষ প্রধান কোথায় তাদের জৈবিক চাহিদা মেটায়?

  • ক. পরিবারের গণ্ডিতেই
  • খ. সমাজে
  • গ. রাষ্ট্রে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ পরিবারের গণ্ডিতেই

বিস্তারিত

149. আমাদের দেশের নগর সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়?

  • ক. নয়াবাস পরিবার
  • খ. পিতৃবাস পরিবার
  • গ. মাতৃবাস পরিবার
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ নয়াবাস পরিবার

বিস্তারিত

150. নবজাতক বলা হয় কোন বয়স পর্যন্ত?

  • ক. প্রথম আঠারো দিন
  • খ. জন্মের প্রথম দু সপ্তাহ
  • গ. জন্মের প্রথম সপ্তাহ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ জন্মের প্রথম দু সপ্তাহ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects