বাংলাদেশের জনসংখ্যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা
126. 'প্রতিভা ও দক্ষতা বংশগতির সূত্রে প্রাপ্ত'- উক্তিটি কার?
- ক. এরিস্টটল
- খ. মন্টেস্কু
- গ. ম্যাকাইভার
- ঘ. গাল্টনের
উত্তরঃ গাল্টনের
127. জন্মগতভাবেই কেউবা মনিব কেউবা দাস- কার মন্তব্য?
- ক. এরিস্টটল
- খ. মন্টেস্কু
- গ. সক্রেটিস
- ঘ. প্লেটো
উত্তরঃ এরিস্টটল
128. Pearson-এর মতে, কোন জাতির উত্থান-পতনের জন্যে দায়ী?
- ক. সামাজিক উপাদান
- খ. জৈবিক উপাদান
- গ. ভৌগলিক উপাদান
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ জৈবিক উপাদান
129. অপরাধবিজ্ঞানীরা অপরাধমূলক আচরণের জন্য দায়ী করেছেন--
- ক. জলবায়ু
- খ. ভৌগলিক পরিবেশ
- গ. বংশগতি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বংশগতি
- ক. পরিবেশগত
- খ. সামাজিক
- গ. বংশগত
- ঘ. ভৌগলিক
উত্তরঃ বংশগত
131. 'দৈহিক ও মনস্তাত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বর্তিয়ে থাকে' কার উক্তি?
- ক. গবীন
- খ. সরোকিন
- গ. পিয়ারসন
- ঘ. গাল্টন
উত্তরঃ পিয়ারসন
134. ব্যাক্তি প্রক্রিয়ায় সামাজিক সদস্য হিসেবে গড়ে ওঠে তার নাম--
- ক. ধর্মীয় শিক্ষা
- খ. সামাজিকীকরণ
- গ. শিক্ষাব্যবস্থা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সামাজিকীকরণ
135. সামাজিক জীব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখে--
- ক. সাংস্কৃতিক উপাদান
- খ. বংশগত উপাদান
- গ. সামাজিক উপাদান
- ঘ. ভৌগলিক উপাদান
উত্তরঃ সামাজিক উপাদান
- ক. সরেকিন
- খ. ব্রাউন
- গ. বটোমোর
- ঘ. শেফার
উত্তরঃ শেফার
137. কোনটি সংগ্রহ কৌশলনির্ভর সমাজ?
- ক. আদিম সমাজ
- খ. আধুনিক সমাজ
- গ. উভয়ই
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ আদিম সমাজ
138. নৃবিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট সব বস্তুগত ও অবস্তুগত বিষয়কে কী বলে?
- ক. সংস্কৃতি
- খ. প্রথা
- গ. আচার-ব্যবহার
- ঘ. ধর্ম
উত্তরঃ সংস্কৃতি
139. কখন উৎপাদনব্যবস্থার ব্যাপক পরিবর্তন আসে?
- ক. রুশবিপ্লবের প্রাক্কালে
- খ. ফরাসি বিপ্লবের প্রাক্কালে
- গ. শিল্পবিপ্লবের পরে
- ঘ. শিল্পবিপ্লবের প্রাক্কালে
উত্তরঃ শিল্পবিপ্লবের প্রাক্কালে
- ক. পিয়ারসন
- খ. সরোকিন
- গ. অগবার্ন নিমকফ
- ঘ. ডেভিড পোপেন
উত্তরঃ অগবার্ন নিমকফ
142. সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ও আদিম সমাজিক সংগঠন কোনটি?
- ক. জ্ঞাতিসম্পর্ক
- খ. বিবাহ
- গ. পরিবার
- ঘ. রাষ্ট্র
উত্তরঃ পরিবার
143. তিন পুরুষের পরিবারকে কী পরিবার বলা হয়?
- ক. যৌথ পরিবার
- খ. বর্ধিত পরিবার
- গ. একক পরিবার
- ঘ. একান্নবর্তী পরিবার
উত্তরঃ বর্ধিত পরিবার
144. পরিবারের মনস্তাত্বিক কাজ কোনটি?
- ক. সন্তান লালনপালন
- খ. শরীরচর্চা করানো
- গ. শিক্ষা প্রদান
- ঘ. সামাজিকীকরণ
উত্তরঃ সন্তান লালনপালন
145. নৃবিজ্ঞানীদের মতে, আদিম সমাজে পরিবারের উদ্ভব ঘটে কেন?
- ক. নিরাপদে বসবাসের জন্য
- খ. সুখী জীবন নিশ্চিত করতে
- গ. বংশবিস্তার করতে
- ঘ. আর্থিক নিরাপত্তা আনতে
উত্তরঃ আর্থিক নিরাপত্তা আনতে
146. আকারের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?
- ক. ছয় ভাগে
- খ. পাঁচ ভাগে
- গ. তিন ভাগে
- ঘ. দুই ভাগে
উত্তরঃ তিন ভাগে
147. স্বামী-স্ত্রীর সংখ্যার ওপর ভিত্তি করে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?
- ক. ছয় ভাগে
- খ. পাঁচ ভাগে
- গ. তিন ভাগে
- ঘ. চার ভাগে
উত্তরঃ চার ভাগে
148. অধিকাংশ মানুষ প্রধান কোথায় তাদের জৈবিক চাহিদা মেটায়?
- ক. পরিবারের গণ্ডিতেই
- খ. সমাজে
- গ. রাষ্ট্রে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ পরিবারের গণ্ডিতেই
149. আমাদের দেশের নগর সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়?
- ক. নয়াবাস পরিবার
- খ. পিতৃবাস পরিবার
- গ. মাতৃবাস পরিবার
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ নয়াবাস পরিবার
150. নবজাতক বলা হয় কোন বয়স পর্যন্ত?
- ক. প্রথম আঠারো দিন
- খ. জন্মের প্রথম দু সপ্তাহ
- গ. জন্মের প্রথম সপ্তাহ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ জন্মের প্রথম দু সপ্তাহ