বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত সাহিত্য ও পুরস্কার
1. সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে 'স্বাধীনতা দিবস পুরস্কার' কোন সাল হতে চালু হয়?
- ক. ১৯৭৪ সালে
- খ. ১৯৭৬ সালে
- গ. ১৯৭৭ সালে
- ঘ. ১৯৭৯ সালে
উত্তরঃ ১৯৭৭ সালে
2. 'বাংলা একাডেমী' পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?
- ক. ১৯৬০ সালে
- খ. ১৯৬১ সালে
- গ. ১৯৬২ সালে
- ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ ১৯৬০ সালে
3. বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করতে সরকার যে জাতীয় পুরস্কার প্রচলন করেন তার নাম কি ?
- ক. রাষ্ট্রপতি পুরস্কার
- খ. জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার
- গ. প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
- ঘ. সমাজিক বনায়ন পুরস্কার
উত্তরঃ প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
4. 'রাষ্ট্রপতি পুরস্কার' প্রদান করা হয় -
- ক. শিল্প উন্নয়নের জন্য
- খ. শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তার জন্য
- গ. কৃষি উন্নয়নের জন্য
- ঘ. শিক্ষায় অবদানের জন্য
উত্তরঃ কৃষি উন্নয়নের জন্য
5. কোনটি বাংলাদেশের জাতীয় পুরস্কার নয় ?
- ক. বাংলা একাডেমী
- খ. একুশে পদক
- গ. শিল্পকলা একাডেমী
- ঘ. আলাওলা সাহিত্য
উত্তরঃ আলাওলা সাহিত্য
6. এশিয়াকাপ ক্রিকেট, ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ?
- ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
- খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
- গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
- ঘ. রাজশাহী স্টেডিয়াম
উত্তরঃ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
8. বাংলাদেশের রণসঙ্গীত কার রচনা ?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জসীম উদ্দীন
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
9. কার উক্তি 'বল বীর চির উন্নত মম শির' ?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
10. বাংলাদেশের ক্রীড়াসঙ্গীতের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. সেলিনা রহমান
- গ. খান আতাউর রহমান
- ঘ. খন্দকার নূরুল আলম
উত্তরঃ সেলিনা রহমান
11. বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকারের নাম কি ?
- ক. সেলিনা রহমান
- খ. নজরুল ইসলাম
- গ. খন্দকার নূরুল আলম
- ঘ. সুবল দাস
উত্তরঃ খন্দকার নূরুল আলম
12. 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী' রচনাটি -
- ক. আবুল হাসানের একটি কবিতা ও গান
- খ. সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা পরে গান
- গ. আল মাহমুদের একটি কবিতা
- ঘ. আলতাফ মাহমুদ রচিত কবিতা ও গান
উত্তরঃ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা পরে গান
13. 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী' রচয়িতা -
- ক. শামসুর রহমান
- খ. আলতাফ মাহমুদ
- গ. হাসান হাফিজুর রহমান
- ঘ. আবদুল গাফফার চৌধুরী
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী
14. 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী' গানটির সুরকার কে?
- ক. আবদুল আহাদ
- খ. আবদুল আলীম
- গ. আলতাফ মাহমুদ
- ঘ. বুলবুল চৌধুরী
উত্তরঃ আলতাফ মাহমুদ
15. 'ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়' গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী -
- ক. আবদুল লতিফ
- খ. আবদুল করিম
- গ. লুৎফর রহমান
- ঘ. হসান আলী
উত্তরঃ আবদুল লতিফ
16. "সব ক'টি জানালা খুলে দাও না" -এর গীতিকার কে?
- ক. মরহুম আলতাফ মাহমুদ
- খ. মরহুম নজরুল ইসলাম বাবু
- গ. ড. মনিরুজ্জামান
- ঘ. মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল
উত্তরঃ মরহুম নজরুল ইসলাম বাবু
17. "সব ক'টি জানালা খুলে দাও না" গানটির সুরকার কে ?
- ক. সত্য সাহা
- খ. আজাদ রহমান
- গ. ইমতিয়াজ বুলবুল
- ঘ. আলতাফ মাহমুদ
উত্তরঃ সত্য সাহা
18. কোন চরণটি সঠিক ?
- ক. ধন ধান্যে পুষ্পে ভরা
- খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
- গ. ধণ্যে ধান্যে পুষ্পে ভরা
- ঘ. ধন্যে ধান্য পুষ্পে ভরা
উত্তরঃ ধন ধান্যে পুষ্পে ভরা
19. ''ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা" গানটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. দিজেন্দ্র লাল রায়
- গ. অতুল প্রসাদ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ দিজেন্দ্র লাল রায়
20. 'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার' গানটির রচয়িতা কে?
- ক. আনিসুজ্জামান
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
21. 'আমি বাংলার গান গাই' - এর প্রথম গায়ক -
- ক. সুবীর নন্দী
- খ. প্রতুল বন্দ্যোপাধ্যায়
- গ. মাহমুদজ্জামান বাবু
- ঘ. আবদুল জব্বার
উত্তরঃ প্রতুল বন্দ্যোপাধ্যায়
22. 'একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি '- গানটির গীতিকার কে?
- ক. গোবিন্দ হালদার
- খ. দ্বিজেন্দ্রলাল রায়
- গ. গাফফার চৌধুরী
- ঘ. আপেল মাহমুদ
উত্তরঃ গোবিন্দ হালদার
23. 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি' গানটির শিল্পী কে?
- ক. সৈয়দ আবদুল হাদী
- খ. খান আতাউর রহমান
- গ. রুনা লায়লা
- ঘ. আপেল মাহমুদ
উত্তরঃ আপেল মাহমুদ
24. 'আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন' গানটির রচয়িতা -
- ক. গাজী মাজহারুল আনোয়ার
- খ. খান আতাউর রহমান
- গ. মোহাম্মদ মনিরুজ্জামান
- ঘ. মোহাম্মদ রফিকুজ্জামান
উত্তরঃ মোহাম্মদ মনিরুজ্জামান
25. 'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার কে?
- ক. আনোয়ার পারভেজ
- খ. গাজী মাযহারুল আনোয়ার
- গ. আবদুল গাফফার চৌধুরী
- ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ গাজী মাযহারুল আনোয়ার