বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত সাহিত্য ও পুরস্কার

1. সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে 'স্বাধীনতা দিবস পুরস্কার' কোন সাল হতে চালু হয়?

  • ক. ১৯৭৪ সালে
  • খ. ১৯৭৬ সালে
  • গ. ১৯৭৭ সালে
  • ঘ. ১৯৭৯ সালে

উত্তরঃ ১৯৭৭ সালে

বিস্তারিত

2. 'বাংলা একাডেমী' পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?

  • ক. ১৯৬০ সালে
  • খ. ১৯৬১ সালে
  • গ. ১৯৬২ সালে
  • ঘ. ১৯৬৪ সালে

উত্তরঃ ১৯৬০ সালে

বিস্তারিত

3. বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করতে সরকার যে জাতীয় পুরস্কার প্রচলন করেন তার নাম কি ?

  • ক. রাষ্ট্রপতি পুরস্কার
  • খ. জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার
  • গ. প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
  • ঘ. সমাজিক বনায়ন পুরস্কার

উত্তরঃ প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার

বিস্তারিত

4. 'রাষ্ট্রপতি পুরস্কার' প্রদান করা হয় -

  • ক. শিল্প উন্নয়নের জন্য
  • খ. শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তার জন্য
  • গ. কৃষি উন্নয়নের জন্য
  • ঘ. শিক্ষায় অবদানের জন্য

উত্তরঃ কৃষি উন্নয়নের জন্য

বিস্তারিত

5. কোনটি বাংলাদেশের জাতীয় পুরস্কার নয় ?

  • ক. বাংলা একাডেমী
  • খ. একুশে পদক
  • গ. শিল্পকলা একাডেমী
  • ঘ. আলাওলা সাহিত্য

উত্তরঃ আলাওলা সাহিত্য

বিস্তারিত

6. এশিয়াকাপ ক্রিকেট, ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ?

  • ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
  • খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
  • গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
  • ঘ. রাজশাহী স্টেডিয়াম

উত্তরঃ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম

বিস্তারিত

7. প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?

  • ক. ঢাকা
  • খ. নয়াদিল্লি
  • গ. কলম্বো
  • ঘ. কাঠমুন্ডু

উত্তরঃ কাঠমুন্ডু

বিস্তারিত

8. বাংলাদেশের রণসঙ্গীত কার রচনা ?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জসীম উদ্দীন
  • ঘ. শামসুর রহমান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

9. কার উক্তি 'বল বীর চির উন্নত মম শির' ?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

10. বাংলাদেশের ক্রীড়াসঙ্গীতের রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. সেলিনা রহমান
  • গ. খান আতাউর রহমান
  • ঘ. খন্দকার নূরুল আলম

উত্তরঃ সেলিনা রহমান

বিস্তারিত

11. বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকারের নাম কি ?

  • ক. সেলিনা রহমান
  • খ. নজরুল ইসলাম
  • গ. খন্দকার নূরুল আলম
  • ঘ. সুবল দাস

উত্তরঃ খন্দকার নূরুল আলম

বিস্তারিত

12. 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী' রচনাটি -

  • ক. আবুল হাসানের একটি কবিতা ও গান
  • খ. সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা পরে গান
  • গ. আল মাহমুদের একটি কবিতা
  • ঘ. আলতাফ মাহমুদ রচিত কবিতা ও গান

উত্তরঃ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা পরে গান

বিস্তারিত

13. 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী' রচয়িতা -

  • ক. শামসুর রহমান
  • খ. আলতাফ মাহমুদ
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. আবদুল গাফফার চৌধুরী

উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী

বিস্তারিত

14. 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী' গানটির সুরকার কে?

  • ক. আবদুল আহাদ
  • খ. আবদুল আলীম
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. বুলবুল চৌধুরী

উত্তরঃ আলতাফ মাহমুদ

বিস্তারিত

15. 'ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়' গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী -

  • ক. আবদুল লতিফ
  • খ. আবদুল করিম
  • গ. লুৎফর রহমান
  • ঘ. হসান আলী

উত্তরঃ আবদুল লতিফ

বিস্তারিত

16. "সব ক'টি জানালা খুলে দাও না" -এর গীতিকার কে?

  • ক. মরহুম আলতাফ মাহমুদ
  • খ. মরহুম নজরুল ইসলাম বাবু
  • গ. ড. মনিরুজ্জামান
  • ঘ. মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল

উত্তরঃ মরহুম নজরুল ইসলাম বাবু

বিস্তারিত

17. "সব ক'টি জানালা খুলে দাও না" গানটির সুরকার কে ?

  • ক. সত্য সাহা
  • খ. আজাদ রহমান
  • গ. ইমতিয়াজ বুলবুল
  • ঘ. আলতাফ মাহমুদ

উত্তরঃ সত্য সাহা

বিস্তারিত

18. কোন চরণটি সঠিক ?

  • ক. ধন ধান্যে পুষ্পে ভরা
  • খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
  • গ. ধণ্যে ধান্যে পুষ্পে ভরা
  • ঘ. ধন্যে ধান্য পুষ্পে ভরা

উত্তরঃ ধন ধান্যে পুষ্পে ভরা

বিস্তারিত

19. ''ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা" গানটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. দিজেন্দ্র লাল রায়
  • গ. অতুল প্রসাদ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ দিজেন্দ্র লাল রায়

বিস্তারিত

20. 'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার' গানটির রচয়িতা কে?

  • ক. আনিসুজ্জামান
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

21. 'আমি বাংলার গান গাই' - এর প্রথম গায়ক -

  • ক. সুবীর নন্দী
  • খ. প্রতুল বন্দ্যোপাধ্যায়
  • গ. মাহমুদজ্জামান বাবু
  • ঘ. আবদুল জব্বার

উত্তরঃ প্রতুল বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

22. 'একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি '- গানটির গীতিকার কে?

  • ক. গোবিন্দ হালদার
  • খ. দ্বিজেন্দ্রলাল রায়
  • গ. গাফফার চৌধুরী
  • ঘ. আপেল মাহমুদ

উত্তরঃ গোবিন্দ হালদার

বিস্তারিত

23. 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি' গানটির শিল্পী কে?

  • ক. সৈয়দ আবদুল হাদী
  • খ. খান আতাউর রহমান
  • গ. রুনা লায়লা
  • ঘ. আপেল মাহমুদ

উত্তরঃ আপেল মাহমুদ

বিস্তারিত

24. 'আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন' গানটির রচয়িতা -

  • ক. গাজী মাজহারুল আনোয়ার
  • খ. খান আতাউর রহমান
  • গ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • ঘ. মোহাম্মদ রফিকুজ্জামান

উত্তরঃ মোহাম্মদ মনিরুজ্জামান

বিস্তারিত

25. 'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার কে?

  • ক. আনোয়ার পারভেজ
  • খ. গাজী মাযহারুল আনোয়ার
  • গ. আবদুল গাফফার চৌধুরী
  • ঘ. বেগম সুফিয়া কামাল

উত্তরঃ গাজী মাযহারুল আনোয়ার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects