১৪তম বিসিএস প্রিলি

1. কবি জসীমউদদীনের জীবনকাল কোনটি?

  • ক. ১৯০৩-১৯৭৬ ইং
  • খ. ১৮৮৯-১৯৬৬ ইং
  • গ. ১৮৯৯-১৯৯৭ ইং
  • ঘ. ১৯১৯-১৯৮৭ ইং

2. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

  • ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
  • খ. বাধা-বিপত্তি প্রতিভাকে প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
  • গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
  • ঘ. ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়

3. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?

  • ক. আনোয়ার পাশা
  • খ. ইস্তাম্বুল যাত্রীর পত্র
  • গ. কুচবরণ কন্যা
  • ঘ. সোনার শিকল

4. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. প্যারীচাঁদ মিত্র
  • ঘ. দীনবন্ধু মিত্র

6. বাংলা সাহিত্যের ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. রাজশেখর বসু
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

8. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

  • ক. প্রমথ নাথ
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. প্রেমেন্দ্র মিত্র
  • ঘ. প্রমথ নাথ বসু

9. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

  • ক. আলাওল
  • খ. ফকির গরীবুল্লাহ
  • গ. সৈয়দ হামজা
  • ঘ. রেজাউদ্দৌলা

11. যৌগিক বাক্যের অন্যতম গুণ কী?

  • ক. একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • খ. একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • গ. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • ঘ. দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

12. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত হয়?

  • ক. আট কপালে
  • খ. উড়নচণ্ডী
  • গ. ছা-পোষা
  • ঘ. ভূষণ্ডির কাক

13. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী?

  • ক. অনিষ্টের ইষ্ট লাভ
  • খ. চির অশান্তি
  • গ. অরাজক দেশ
  • ঘ. সামান্য কিছু নিয়ে ঝগড়া লাগানো

14. কোন বানানটি শুদ্ধ?

  • ক. বিভিষীকা
  • খ. বিভীষিকা
  • গ. বীভিষিকা
  • ঘ. বীভিষীকা

15. মৌলিক শব্দ কোনটি?

  • ক. গোলাপ
  • খ. শীতল
  • গ. নেয়ে
  • ঘ. গৌরব

16. ‘যার কোন মূল্য নেই’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?

  • ক. ডাকাবুকা
  • খ. তুলসী বনের বাঘ
  • গ. তামার বিষ
  • ঘ. ঢাকের বায়া

17. কোনটি বিশেষণ জাতীয় শব্দ?

  • ক. জীবন
  • খ. জীবনী
  • গ. জীবিকা
  • ঘ. জীবাণু

18. বর্ণ হচ্ছে-

  • ক. শব্দের ক্ষুদ্রতম অংশ
  • খ. একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
  • গ. ধ্বনি নির্দেশক প্রতীক
  • ঘ. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ

22. Not many people can commit such a heinous crime in cool blood. - What does the italicized idiom above mean?

  • ক. in cool brain and calculated thought
  • খ. so thoughtfully
  • গ. so impatiently and thoughtlessly
  • ঘ. stirred by sudden emotion

24. A speech full of too many words is -

  • ক. A big speech
  • খ. Maiden speech
  • গ. an unimportant speech
  • ঘ. A verbose speech

25. To meet trouble 'half-way' means-

  • ক. To be puzzle
  • খ. to get nervous
  • গ. to be disappointed
  • ঘ. to bear up


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics