বাংলাদেশের গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা ও সশস্ত্র ব
2. বাংলাদেশের দেশরক্ষা বাহিনীর সংগঠন বিভক্ত -
- ক. দু ভাগে
- খ. পাঁচ ভাগে
- গ. চার ভাগে
- ঘ. তিন ভাগে
উত্তরঃ তিন ভাগে
3. নিচের কোনটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী? (Which one is a Defence Service in Bangladesh ?)
- ক. সেনাবাহিনী (Army)
- খ. পুলিশ (Police)
- গ. বিডিআর (BDR)
- ঘ. ফায়ার ব্রিগেড (Fire Brigade)
উত্তরঃ সেনাবাহিনী (Army)
- ক. সেনাবাহিনী (Army)
- খ. নৌবাহিনী (Navy)
- গ. বিডিআর (BDR)
- ঘ. None of these
উত্তরঃ বিডিআর (BDR)
6. বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ -
- ক. জেনারেল
- খ. লেফটেন্যান্ট জেনারেল
- গ. ফিল্ড মার্শাল
- ঘ. ভাইস-এডমিরাল
উত্তরঃ জেনারেল
7. সেনাবাহিনীতে নিচের চারটি পদের কোনটি সর্বোচ্চ ?
- ক. বিগ্রেডিয়ার জেনারেল
- খ. লেফটেনেন্ট জেনারেল
- গ. মেজর জেনারেল
- ঘ. লেফটেনেন্ট কর্ণেল
উত্তরঃ লেফটেনেন্ট জেনারেল
8. বাংলাদেশ সশস্ত্রবাহিনীর কোন পর্যায়ের উপাধি 'অ্যাডমিরাল' ?
- ক. সেনাবাহিনী
- খ. পুলিশ বাহিনী
- গ. বিমানবাহিনী
- ঘ. নৌবাহিনী
উত্তরঃ নৌবাহিনী
10. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি ?
- ক. বিএনএস পদ্মা
- খ. বিএনএস হাজী মহসীন
- গ. বিএনএস বাশার
- ঘ. বিএনএস ঈশা খাঁ
উত্তরঃ বিএনএস পদ্মা
12. বাংলাদেশ নেভাল একাডেমী কোথায় অবস্থিত?
- ক. পতেঙ্গা
- খ. মংলা
- গ. কক্সবাজার
- ঘ. কুয়াকাটা
উত্তরঃ পতেঙ্গা
13. বাংলাদেশ 'মিলিটারি একাডেমী' কোথায় অবস্থিত ?
- ক. চট্টগ্রামের জলদিয়াতে
- খ. চট্টগ্রামের ভাটিয়ারীতে
- গ. ঢাকার কুর্মিটোলায়
- ঘ. রাজশাহীর সারদায়
উত্তরঃ চট্টগ্রামের ভাটিয়ারীতে
14. বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায়?
- ক. ঢাকা
- খ. চট্টগ্রাম
- গ. যশোর
- ঘ. রাজশাহী
উত্তরঃ যশোর
15. নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমী অবস্থিত ?
- ক. ঢাকার সাভারে
- খ. খুলনার রূপসায়
- গ. চট্টগামের জলদিয়ায়
- ঘ.
উত্তরঃ চট্টগামের জলদিয়ায়
16. বাংলাদেশে প্রথম সামরিক আইন কে জারি করেন ?
- ক. আবু সাইদ
- খ. খোন্দকার মোস্তাক আহমেদ
- গ. জিয়াউর রহমান
- ঘ. মোহাম্মদ উল্লাহ
উত্তরঃ খোন্দকার মোস্তাক আহমেদ
17. সামরিক শাসন জারি হলে জনগণের -
- ক. সার্বভৌমত্ব থাকে না
- খ. সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে
- গ. সার্বভৌমত্ব উহ্য থাকে
- ঘ. সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে না
উত্তরঃ সার্বভৌমত্ব উহ্য থাকে
18. ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন ?
- ক. মেজর জেনারেল জিয়াউর রহমান
- খ. মেজর জেনারেল মঞ্জুর
- গ. মেজর জেনারেল এ, কে, এম শফিউল্লাহ
- ঘ. মেজর জেনারেল এইচ, এম এরশাদ
উত্তরঃ মেজর জেনারেল এ, কে, এম শফিউল্লাহ
19. বঙ্গ-ভারত উপমহাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন ?
- ক. মিবার্ড
- খ. সম্রাট আকবর
- গ. লর্ড ক্যানিং
- ঘ. সম্রাট শাহ্জাহান
উত্তরঃ লর্ড ক্যানিং
20. বাংলাদেশের পুলিশ আইন প্রণিত হয় -
- ক. ১৮৫৪ সালে
- খ. ১৮৬১ সালে
- গ. ১৯৪৭ সালে
- ঘ. ২০০১ সালে
উত্তরঃ ১৮৬১ সালে
21. পুলিশের ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যে সেল গঠন করা হয়েছে তার নাম কি ?
- ক. সেন্টাল ইন্টেলিজেন্স
- খ. সিকিউরিটি সেল
- গ. র্যাট
- ঘ. কাউন্টার ইন্টেলিজেন্স
উত্তরঃ কাউন্টার ইন্টেলিজেন্স
22. বাংলাদেশে রাইফেলস -এর সর্বপ্রথম গঠনকালীন নাম কি ছিল ?
- ক. বেঙ্গল ফ্রন্টিয়ারস ফোর্স
- খ. আসাম বেঙ্গল ফ্রন্টিয়ারস ফোর্স
- গ. ইস্ট পাকিস্তান রাইফেলস
- ঘ. রামগড় লোকাল ব্যাটেলিয়ন
উত্তরঃ রামগড় লোকাল ব্যাটেলিয়ন
23. বাংলাদেশ রাইফেলস -এর পরিবর্তিত নাম -
- ক. বর্ডার গার্ড বাংলাদেশ
- খ. বর্ডার রাইফেলস গার্ড
- গ. বর্ডার অপারেশন ফ্রন্ট
- ঘ. বাংলাদেশ বর্ডার গার্ড
উত্তরঃ বর্ডার গার্ড বাংলাদেশ
24. বাংলাদেশ 'র্যাব' -এর প্রতিশব্দ কি ?
- ক. রেড আর্মি ব্রিগেড
- খ. র্যাপিড আর্মি ব্যাটালিয়ন
- গ. র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
- ঘ. র্যাপিড অ্যাকশন ব্রিগেড
উত্তরঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
25. কোন আইন সংস্কার করে র্যাব(RAB) গঠন করা হয়?
- ক. ডিএমপি এ্যাক্ট ১৯৭৬
- খ. র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এ্যাক্ট ২০০৩
- গ. ডি,বি, পুলিশ এ্যাক্ট ১৯৮৩
- ঘ. আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট ১৯৭৯
উত্তরঃ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট ১৯৭৯