বাংলাদেশের সংবিধান
1. বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
- ক. ৫৭ জন
- খ. ৬০ জন
- গ. ৬২ জন
- ঘ. ৬৫ জন
উত্তরঃ ৬০ জন
2. সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কত দিনের বেশি বিরতি থাকবে না ?
- ক. ৩০ দিন
- খ. ৪০ দিন
- গ. ৫০ দিন
- ঘ. ৬০ দিন
উত্তরঃ ৬০ দিন
3. সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক ?
- ক. ৯০
- খ. ৮০
- গ. ৭০
- ঘ. ৬০
উত্তরঃ ৬০
4. বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে?
- ক. সংসদ বিষয়ক সচিব
- খ. মাননীয় প্রধানমন্ত্রী
- গ. মাননীয় স্পিকার
- ঘ. মহামান্য রাষ্ট্রপতি
উত্তরঃ মাননীয় স্পিকার
- ক. সংসদের নেত্রীর ভোট
- খ. হুইপের ভোট
- গ. স্পিকারের ভোট
- ঘ. রাষ্ট্রপতির ভোট
উত্তরঃ স্পিকারের ভোট
6. সংসদের 'বিশেষ অধিকার কমিটি' কোন ধরনের কমিটি?
- ক. সাংবিধানিক অস্থায়ী কমিটি
- খ. স্পিকারের ইচ্ছায় মাঝে মধ্যে গঠিত কমিটি
- গ. সাংবিধানিক স্থায়ী কমিটি
- ঘ. বিশেষ পরিস্থিতি মোকাবেলা কমিটি
উত্তরঃ সাংবিধানিক স্থায়ী কমিটি
7. সংবিধানের কত অনুচ্ছেদ 'ন্যায়পাল' নিয়োগের বিধান আছে?
- ক. ৪১ নং অনুচ্ছেদে
- খ. ৫১ নং অনুচ্ছেদে
- গ. ৬৬ নং অনুচ্ছেদে
- ঘ. ৭৭ নং অনুচ্ছেদে
উত্তরঃ ৭৭ নং অনুচ্ছেদে
8. ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায় ?
- ক. ফিনল্যান্ড
- খ. নেদারল্যান্ডে
- গ. আইসল্যান্ডে
- ঘ. সুইডেনে
উত্তরঃ সুইডেনে
9. আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে?
- ক. দ্বিতীয় পরিচ্ছেদে
- খ. প্রথম পরিচ্ছেদে
- গ. তৃতীয় পরিচ্ছেদে
- ঘ. উপরের কোন পরিচ্ছদই সঠিক নয়
উত্তরঃ দ্বিতীয় পরিচ্ছেদে
- ক. ৭ দিন
- খ. ১০ দিন
- গ. ১৫ দিন
- ঘ. ৬০ দিন
উত্তরঃ ১৫ দিন
11. কার সম্মতি ছাড়া কোন বিল পাস করা যাবেনা ?
- ক. প্রধানমন্ত্রীর
- খ. স্পীকারের
- গ. সচিবের
- ঘ. রাষ্ট্রপতির
উত্তরঃ রাষ্ট্রপতির
12. 'অর্থ বিল' সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?
- ক. ৮০ (১)
- খ. ৮১ (১)
- গ. ৮২
- ঘ. ৮৪ (১)
উত্তরঃ ৮১ (১)
13. "Ordinance" এর বাংলা কোনটি ?
- ক. যুদ্ধাস্ত্র
- খ. প্রচলিত ধারা
- গ. অধ্যাদেশ
- ঘ. সাদাসিধা
উত্তরঃ অধ্যাদেশ
14. অধ্যাদেশ প্রণয়ন করেন - (Who has the authority to issue an ordinance is Bangladesh?)
- ক. Prime Minister
- খ. President
- গ. Chief Adviser
- ঘ. Council of Advisors
উত্তরঃ President
15. সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে -
- ক. রাষ্ট্রের সাধারণ আইন
- খ. জরুরী আইন
- গ. রাষ্ট্রের মৌলিক আইন
- ঘ. রাষ্ট্রের বিশেষ আইন
উত্তরঃ রাষ্ট্রের মৌলিক আইন
16. সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে ?
- ক. ৫৫ (৬)
- খ. ৯৩ (১)
- গ. ৯৩ (২ক)
- ঘ. ৫৬ (৩)
উত্তরঃ ৯৩ (১)
17. বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত সরকারী বিল বলতে বুঝায় -
- ক. কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল
- খ. সরকার দলীয় সংসদ সদস্যগণ কর্তৃক উত্থাপিত বিল
- গ. ক ও খ উভয়টি সঠিক
- ঘ. সংসদ সদস্যগণ কর্তৃক কেবলমাত্র বৃহস্পতিবারের উত্থাপিত বিল
উত্তরঃ কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল
- ক. স্পিকার যে বিলকে বেসরকারী বলে ঘোষণা দেন
- খ. সংসদ সদস্যদের উথাপিত বিল
- গ. বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল
- ঘ. রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল
উত্তরঃ সংসদ সদস্যদের উথাপিত বিল
19. 'রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান' - উক্তিটি কে করেন ?
- ক. প্লেটো
- খ. এরিস্টটল
- গ. কে,সি হোয়ার
- ঘ. হবস
উত্তরঃ এরিস্টটল
21. কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত?
- ক. হাইকোর্ট
- খ. সুপ্রিমকোর্ট
- গ. জর্জকোর্ট
- ঘ. আপিল কোর্ট
উত্তরঃ সুপ্রিমকোর্ট
23. Consitution is the way of life the state has chosen for itself. ঊক্তিটি কে করেন ?
- ক. Plato
- খ. Aristotle
- গ. S.E. Finer
- ঘ. Wheare
উত্তরঃ Aristotle
24. বাংলাদেশের সুপ্রীম কোর্ট --- নিয়ে গঠিত ?
- ক. সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট
- খ. হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ
- গ. হাইকোর্ট ও জর্জকোর্ট
- ঘ. সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট বিভাগ
উত্তরঃ হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ
25. বাংলাদেশের সংবিধান দুস্পরিবর্তনীয় কেন?
- ক. পরিবর্তন সহজ নয় বলে
- খ. পরিবর্তনে দক্ষতার অভাব
- গ. লিখিত আকারে লিপিবদ্ধ বলে
- ঘ. নাতিদীর্ঘ বলে
উত্তরঃ পরিবর্তন সহজ নয় বলে