বাংলাদেশের সংবিধান

1. বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?

  • ক. ৫৭ জন
  • খ. ৬০ জন
  • গ. ৬২ জন
  • ঘ. ৬৫ জন

উত্তরঃ ৬০ জন

বিস্তারিত

4. বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে?

  • ক. সংসদ বিষয়ক সচিব
  • খ. মাননীয় প্রধানমন্ত্রী
  • গ. মাননীয় স্পিকার
  • ঘ. মহামান্য রাষ্ট্রপতি

উত্তরঃ মাননীয় স্পিকার

বিস্তারিত

5. সংসদে 'casting vote' কি ?

  • ক. সংসদের নেত্রীর ভোট
  • খ. হুইপের ভোট
  • গ. স্পিকারের ভোট
  • ঘ. রাষ্ট্রপতির ভোট

উত্তরঃ স্পিকারের ভোট

বিস্তারিত

6. সংসদের 'বিশেষ অধিকার কমিটি' কোন ধরনের কমিটি?

  • ক. সাংবিধানিক অস্থায়ী কমিটি
  • খ. স্পিকারের ইচ্ছায় মাঝে মধ্যে গঠিত কমিটি
  • গ. সাংবিধানিক স্থায়ী কমিটি
  • ঘ. বিশেষ পরিস্থিতি মোকাবেলা কমিটি

উত্তরঃ সাংবিধানিক স্থায়ী কমিটি

বিস্তারিত

7. সংবিধানের কত অনুচ্ছেদ 'ন্যায়পাল' নিয়োগের বিধান আছে?

  • ক. ৪১ নং অনুচ্ছেদে
  • খ. ৫১ নং অনুচ্ছেদে
  • গ. ৬৬ নং অনুচ্ছেদে
  • ঘ. ৭৭ নং অনুচ্ছেদে

উত্তরঃ ৭৭ নং অনুচ্ছেদে

বিস্তারিত

8. ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায় ?

  • ক. ফিনল্যান্ড
  • খ. নেদারল্যান্ডে
  • গ. আইসল্যান্ডে
  • ঘ. সুইডেনে

উত্তরঃ সুইডেনে

বিস্তারিত

9. আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে?

  • ক. দ্বিতীয় পরিচ্ছেদে
  • খ. প্রথম পরিচ্ছেদে
  • গ. তৃতীয় পরিচ্ছেদে
  • ঘ. উপরের কোন পরিচ্ছদই সঠিক নয়

উত্তরঃ দ্বিতীয় পরিচ্ছেদে

বিস্তারিত

11. কার সম্মতি ছাড়া কোন বিল পাস করা যাবেনা ?

  • ক. প্রধানমন্ত্রীর
  • খ. স্পীকারের
  • গ. সচিবের
  • ঘ. রাষ্ট্রপতির

উত্তরঃ রাষ্ট্রপতির

বিস্তারিত

13. "Ordinance" এর বাংলা কোনটি ?

  • ক. যুদ্ধাস্ত্র
  • খ. প্রচলিত ধারা
  • গ. অধ্যাদেশ
  • ঘ. সাদাসিধা

উত্তরঃ অধ্যাদেশ

বিস্তারিত

14. অধ্যাদেশ প্রণয়ন করেন - (Who has the authority to issue an ordinance is Bangladesh?)

  • ক. Prime Minister
  • খ. President
  • গ. Chief Adviser
  • ঘ. Council of Advisors

উত্তরঃ President

বিস্তারিত

15. সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে -

  • ক. রাষ্ট্রের সাধারণ আইন
  • খ. জরুরী আইন
  • গ. রাষ্ট্রের মৌলিক আইন
  • ঘ. রাষ্ট্রের বিশেষ আইন

উত্তরঃ রাষ্ট্রের মৌলিক আইন

বিস্তারিত

17. বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত সরকারী বিল বলতে বুঝায় -

  • ক. কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল
  • খ. সরকার দলীয় সংসদ সদস্যগণ কর্তৃক উত্থাপিত বিল
  • গ. ক ও খ উভয়টি সঠিক
  • ঘ. সংসদ সদস্যগণ কর্তৃক কেবলমাত্র বৃহস্পতিবারের উত্থাপিত বিল

উত্তরঃ কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল

বিস্তারিত

18. বেসরকারী বিল কাকে বলে?

  • ক. স্পিকার যে বিলকে বেসরকারী বলে ঘোষণা দেন
  • খ. সংসদ সদস্যদের উথাপিত বিল
  • গ. বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল
  • ঘ. রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল

উত্তরঃ সংসদ সদস্যদের উথাপিত বিল

বিস্তারিত

19. 'রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান' - উক্তিটি কে করেন ?

  • ক. প্লেটো
  • খ. এরিস্টটল
  • গ. কে,সি হোয়ার
  • ঘ. হবস

উত্তরঃ এরিস্টটল

বিস্তারিত

20. জাতীয় সংসদের কত ভোটে সাধারণ আইন পাস হয়?

  • ক. ৫০ %+১
  • খ. ৫৫ %+১
  • গ. ৬০ %+১
  • ঘ. ৭০ %+১

উত্তরঃ ৫০ %+১

বিস্তারিত

21. কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত?

  • ক. হাইকোর্ট
  • খ. সুপ্রিমকোর্ট
  • গ. জর্জকোর্ট
  • ঘ. আপিল কোর্ট

উত্তরঃ সুপ্রিমকোর্ট

বিস্তারিত

23. Consitution is the way of life the state has chosen for itself. ঊক্তিটি কে করেন ?

  • ক. Plato
  • খ. Aristotle
  • গ. S.E. Finer
  • ঘ. Wheare

উত্তরঃ Aristotle

বিস্তারিত

24. বাংলাদেশের সুপ্রীম কোর্ট --- নিয়ে গঠিত ?

  • ক. সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট
  • খ. হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ
  • গ. হাইকোর্ট ও জর্জকোর্ট
  • ঘ. সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট বিভাগ

উত্তরঃ হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ

বিস্তারিত

25. বাংলাদেশের সংবিধান দুস্পরিবর্তনীয় কেন?

  • ক. পরিবর্তন সহজ নয় বলে
  • খ. পরিবর্তনে দক্ষতার অভাব
  • গ. লিখিত আকারে লিপিবদ্ধ বলে
  • ঘ. নাতিদীর্ঘ বলে

উত্তরঃ পরিবর্তন সহজ নয় বলে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects