বাংলাদেশের সংবিধান

101. চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি ?

  • ক. সংসদীয় গণতন্ত্র
  • খ. রাষ্ট্রপতির শাসন
  • গ. একদলীয় শাসন
  • ঘ. মহিলাদের সংরক্ষিত আসন

উত্তরঃ মহিলাদের সংরক্ষিত আসন

বিস্তারিত

102. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান -

  • ক. রাষ্ট্রপতি
  • খ. স্পিকার
  • গ. প্রধান বিচারপতি
  • ঘ. প্রধান নির্বাচন কমিশনার

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

103. নিচের কোনটি বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নয় ? (Fundamental rights of the citizens as provided in the Bangladesh constitution does not include)

  • ক. বাকস্বাধীনতা (Freedom of speech)
  • খ. সংগঠনের স্বাধীনতা (Freedom of association)
  • গ. জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার (Right to life and liberty)
  • ঘ. সুখের অধিকার (Right to happiness)

উত্তরঃ সুখের অধিকার (Right to happiness)

বিস্তারিত

104. মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয় ?

  • ক. রাজনৈতিক অধিকার
  • খ. সামাজিক অধিকার
  • গ. মানবিক অধিকার
  • ঘ. মৌলিক অধিকার

উত্তরঃ মৌলিক অধিকার

বিস্তারিত

105. মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার ?

  • ক. রাজনৈতিক
  • খ. জন্মগত
  • গ. সামাজিক
  • ঘ. প্রাকৃতিক

উত্তরঃ সামাজিক

বিস্তারিত

107. সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?

  • ক. ১০ নং অনুচ্ছেদে
  • খ. ২১ (২) নং অনুচ্ছেদে
  • গ. ২৭ নং অনুচ্ছেদে
  • ঘ. ২৮ (২) নং অনুচ্ছেদে

উত্তরঃ ২৮ (২) নং অনুচ্ছেদে

বিস্তারিত

109. সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ রয়েছে?

  • ক. ২৭ নং অনুচ্ছেদ
  • খ. ৩১ নং অনুচ্ছেদ
  • গ. ৩২ নং অনুচ্ছেদ
  • ঘ. ৩৪ নং অনুচ্ছেদ

উত্তরঃ ২৭ নং অনুচ্ছেদ

বিস্তারিত

110. সংবিধানের কোন অনুচ্ছেদে 'চলাফেরার স্বাধীনতা' উল্লেখ রয়েছে ?

  • ক. ৩৬ নং অনুচ্ছেদ
  • খ. ৩০ নং অনুচ্ছেদ
  • গ. ৩৭ নং অনুচ্ছেদ
  • ঘ. ৩১ নং অনুচ্ছেদ

উত্তরঃ ৩৬ নং অনুচ্ছেদ

বিস্তারিত

114. বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?

  • ক. জনগণের সরাসরি ভোটে
  • খ. জাতীয় সংসদে সদস্যদের ভোটে
  • গ. প্রধানমন্ত্রী কর্তৃক
  • ঘ. প্রধান বিচারপতি কর্তৃক

উত্তরঃ জাতীয় সংসদে সদস্যদের ভোটে

বিস্তারিত

115. সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধীকারী কে ?

  • ক. স্পিকার
  • খ. প্রধান বিচারপতি
  • গ. প্রধানমন্ত্রী
  • ঘ. রাষ্ট্রপতি

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

116. বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে ?

  • ক. সুপ্রীমকোর্ট
  • খ. জাতীয় সংসদ
  • গ. প্রধানমন্ত্রী
  • ঘ. স্পিকার

উত্তরঃ জাতীয় সংসদ

বিস্তারিত

117. কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন ?

  • ক. জনগণ
  • খ. জাতীয় সংসদ
  • গ. রাষ্ট্রপতি
  • ঘ. মন্ত্রীসভা

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

118. প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?

  • ক. প্রধান বিচারপতি নিয়োগ
  • খ. প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
  • গ. অডিটর জেনারেল নিয়োগ
  • ঘ. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ

উত্তরঃ প্রধান বিচারপতি নিয়োগ

বিস্তারিত

122. বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হবে?

  • ক. ১৮ বছর
  • খ. ২৫ বছর
  • গ. ৩০ বছর
  • ঘ. ৩৫ বছর

উত্তরঃ ২৫ বছর

বিস্তারিত

124. কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. প্রধান বিচারপতি
  • গ. রাষ্ট্রপতি
  • ঘ. সেনাপ্রধান

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects