বাংলাদেশের সংবিধান
51. বাংলাদেশের সংবিধান গৃহিত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন ?
- ক. জনাব মোহাম্মদ উল্লাহ
- খ. শেখ মুজিবুর রহমান
- গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
- ঘ. বিচারপতি আহসান উদ্দীন চৌধুরী
উত্তরঃ বিচারপতি আবু সাঈদ চৌধুরী
52. বাংলাদেশর সংবিধান গ্রন্থের লিপিকার কে ?
- ক. শিল্পী কামরুল হাসান
- খ. শিল্পী আব্দুর রউফ
- গ. আনোয়ারুল হক
- ঘ. শফিউদ্দিন আহমদ
উত্তরঃ শিল্পী আব্দুর রউফ
53. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
- ক. ১৫৩ টি
- খ. ১৫৭ টি
- গ. ১৫৯ টি
- ঘ. ১৬৩ টি
উত্তরঃ ১৫৩ টি
55. বাংলাদেশের সাংবিধানিক নাম হলো -
- ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
- খ. বাংলাদেশ
- গ. বাংলাদেশ প্রজাতন্ত্র
- ঘ. বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
56. বাংলাদেশ একটি -
- ক. গণপ্রজাতন্ত্রী
- খ. প্রজাতন্ত্রী
- গ. ইসলামী প্রজাতন্ত্র
- ঘ. গণতান্ত্রিক প্রজাতন্ত্রী
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী
57. বাংলাদেশের সংবিধানিক নাম কি ?
- ক. দি পিপলস রিপাবলিক বাংলাদেশ
- খ. দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
- গ. পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
58. বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি ?
- ক. নির্বাচন কমিশন
- খ. আণবিক শক্তি কমিশন
- গ. পরিকল্পনা কমিশন
- ঘ. বাংলাদেশ সরকারী কর্মকমিশন
উত্তরঃ বাংলাদেশ সরকারী কর্মকমিশন
59. বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি ?
- ক. People Republic of Bangladesh
- খ. Bangladesh People's Republic
- গ. The Republic of Bangladesh
- ঘ. The People's Republic of Bangladesh
উত্তরঃ The People's Republic of Bangladesh
60. বাংলাদেশর সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে ?
- ক. প্রথম
- খ. দ্বিতীয়
- গ. তৃতীয়
- ঘ. চতুর্থ
উত্তরঃ তৃতীয়
61. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ 'বাংলাদেশী' বলিয়া পরিচিত হবেন?
- ক. ৬ (১)
- খ. ৬ (২)
- গ. ৭
- ঘ. ৮
উত্তরঃ ৬ (২)
62. 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে ?
- ক. ৭
- খ. ৮
- গ. ২৮
- ঘ. ৪৪
উত্তরঃ ৭
- ক. 25 March, 1971
- খ. 25 March, 1972
- গ. 16 December, 1971
- ঘ. 16 December, 1972
উত্তরঃ 16 December, 1972
66. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
- ক. ১৩৬
- খ. ১৩৭
- গ. ১৩৮
- ঘ. ১৪০ (২)
উত্তরঃ ১৩৭
67. বাংলাদেশের সরকারী কর্ম কমিশন কোন মন্ত্রণালয়য়ের সাথে সংশ্লিষ্ট?
- ক. আইন
- খ. প্রতিরক্ষা
- গ. সংস্থাপন
- ঘ. স্বরাষ্ট্র
উত্তরঃ সংস্থাপন
68. বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে মনোনীত করেন -
- ক. প্রধানমন্ত্রী
- খ. রাষ্ট্রপতি
- গ. মন্ত্রীপরিষদ
- ঘ. জাতীয় সংসদ
উত্তরঃ রাষ্ট্রপতি
71. বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?
- ক. ১৪২
- খ. ১২২
- গ. ১৫২
- ঘ. ১১২
উত্তরঃ ১৫২
- ক. এক- তৃতীয়াংশ
- খ. দুই-তৃতীয়াংশ
- গ. এক -চতুর্থাংশ
- ঘ. এক -পঞ্চমাংশ
উত্তরঃ দুই-তৃতীয়াংশ
75. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান ?
- ক. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড
- খ. বাংলাদেশ পারমাণবিক শক্তি
- গ. বাংলাদেশ নির্বাচন কমিশন
- ঘ. বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড
উত্তরঃ বাংলাদেশ নির্বাচন কমিশন