বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস

1. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করা হয় -

  • ক. মুজিবনগর হতে
  • খ. ঢাকা হতে
  • গ. খুলনা হতে
  • ঘ. কালুরঘাট হতে

উত্তরঃ মুজিবনগর হতে

বিস্তারিত

2. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -

  • ক. ১৭ এপ্রিল, ১৯৭১
  • খ. ২৫ মার্চ, ১৯৭১
  • গ. ১১ এপ্রিল, ১৯৭১
  • ঘ. ১০ জানুয়ারী, ১৯৭২

উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১

বিস্তারিত

3. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি?

  • ক. ঢাকা
  • খ. মেহেরপুর
  • গ. চট্টগ্রাম
  • ঘ. মুজিবনগর

উত্তরঃ মুজিবনগর

বিস্তারিত

4. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?

  • ক. ঢাকায়
  • খ. মেহেরপুরে
  • গ. চট্টগ্রামের কালুরঘাটে
  • ঘ. আগরতলায়

উত্তরঃ মেহেরপুরে

বিস্তারিত

5. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?

  • ক. ৭ মার্চ, ১৯৭১
  • খ. ২৫ মার্চ, ১৯৭১
  • গ. ১০ এপ্রিল, ১৯৭১
  • ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১

বিস্তারিত

6. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' আনুষ্ঠানিকভাবে কখন আত্নপ্রকাশ করে ?

  • ক. ১০ এপ্রিল, ১৯৭১
  • খ. ১১ এপ্রিল, ১৯৭১
  • গ. ১৭ এপ্রিল, ১৯৭২
  • ঘ. ১৯ এপ্রিল, ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১

বিস্তারিত

7. প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন?

  • ক. ক্যাপ্টেন মনসুর আলী
  • খ. অধ্যাপক ইউসুফ আলী
  • গ. সৈয়দ নজরুল ইসলাম
  • ঘ. তাজউদ্দিন আহম্মদ

উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী

বিস্তারিত

8. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?(First President of Bangladesh was)

  • ক. বিচারপতি আবু সাঈদ চৌধরী (Justice Abu Sayeed Chowdhury)
  • খ. খন্দকার মোস্তাক আহম্মদ (Khnodakar Mushtaque Ahmed)
  • গ. জনাব মোহাম্মদ উল্লাহ্ (Mr. Mohammadullah)
  • ঘ. শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman)

উত্তরঃ শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman)

বিস্তারিত

9. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?

  • ক. তাজউদ্দীন আহমেদ
  • খ. মুশতাক আহমেদ
  • গ. সৈয়দ নজরুল ইসলাম
  • ঘ. মনসুর আলী

উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম

বিস্তারিত

11. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন -

  • ক. অধ্যাপক ইউসুফ আলী
  • খ. কামরুজ্জামান
  • গ. তাজউদ্দিন আহমেদ
  • ঘ. ক্যাপ্টেন মনসুর আলী

উত্তরঃ ক্যাপ্টেন মনসুর আলী

বিস্তারিত

12. বাংলাদেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন ? (Who was the commander in chief of the liberation war of Bangladesh ?)

  • ক. মেজর জিয়া (Major Zia )
  • খ. কর্নেল শফিউল্লাহ (Col.Shafiullah )
  • গ. নুরুদ্দিন খান (Nuruddin Khan)
  • ঘ. এমএজি ওসমানী (M A G Osmani)

উত্তরঃ এমএজি ওসমানী (M A G Osmani)

বিস্তারিত

13. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি ওসমানীর বাড়ী কোন জেলায় ছিল?

  • ক. বরিশাল
  • খ. সিলেট
  • গ. চট্টগ্রাম
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ সিলেট

বিস্তারিত

14. মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক কে ছিলেন ?

  • ক. জিয়াউর রহমান
  • খ. এ কে খন্দকার
  • গ. আব্দুর রব
  • ঘ. খালেদ মোশারফ

উত্তরঃ এ কে খন্দকার

বিস্তারিত

15. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

  • ক. তাজউদ্দীন আহমেদ
  • খ. সৈয়দ নজরুল ইসলাম
  • গ. কমরেড মনি সিংহ
  • ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

উত্তরঃ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

বিস্তারিত

16. স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রথম কোথায় থেকে প্রচার শুরু করে ?

  • ক. কুষ্টিয়া
  • খ. মেহেরপুর
  • গ. বানাপোল
  • ঘ. কালুরঘাট

উত্তরঃ কালুরঘাট

বিস্তারিত

17. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

  • ক. ৯ টি
  • খ. ১০ টি
  • গ. ১১ টি
  • ঘ. ১২ টি

উত্তরঃ ১১ টি

বিস্তারিত

18. নিম্নের কোনটি মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল ?

  • ক. ঢাকা
  • খ. চট্টগ্রাম
  • গ. রাজশাহী
  • ঘ. সিলেট

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

19. মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

  • ক. ২ নং সেক্টর
  • খ. ৮ নং সেক্টর
  • গ. ১০ নং সেক্টর
  • ঘ. ১১ নং সেক্টর

উত্তরঃ ৮ নং সেক্টর

বিস্তারিত

22. মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ-কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল?

  • ক. ১১ নং সেক্টর
  • খ. ১ নং সেক্টর
  • গ. ১০ নং সেক্টর
  • ঘ. ৯ নং সেক্টর

উত্তরঃ ১০ নং সেক্টর

বিস্তারিত

24. সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার ছিলেন -

  • ক. মেজর এন.আম.নুরুজ্জামান
  • খ. মেজর শওকত আলী
  • গ. মেজর কাজী নূরুজ্জামান
  • ঘ. মেজর এম এ জলিল

উত্তরঃ মেজর কাজী নূরুজ্জামান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects