বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস

51. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয় ?

  • ক. ভারত
  • খ. পাকিস্তান
  • গ. মিয়ানমার
  • ঘ. শ্রীলংকা

উত্তরঃ পাকিস্তান

বিস্তারিত

52. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয় ?

  • ক. ২৪ জুন,২০০৬
  • খ. ২৫ জুন,২০০৬
  • গ. ২৩ জুন,২০০৬
  • ঘ. ২৬ ডিসেম্বর,১৯৭২

উত্তরঃ ২৪ জুন,২০০৬

বিস্তারিত

53. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কি?

  • ক. অস্তিত্বে আমার দেশ
  • খ. ওরা এগার জন
  • গ. জন্মভূমি
  • ঘ. আলোর মিছিল

উত্তরঃ অস্তিত্বে আমার দেশ

বিস্তারিত

58. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক -

  • ক. সাইমন ড্রিং
  • খ. উইলিয়াম ডালরিস্পল
  • গ. ডব্লিউ এস ওডারল্যান্ড
  • ঘ. আর্চার ব্লাড

উত্তরঃ ডব্লিউ এস ওডারল্যান্ড

বিস্তারিত

59. তারামন বিবি কে ?

  • ক. গ্রামীণ ব্যাংকের একজন পরিচালক
  • খ. একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা
  • গ. জারিগান গায়িকা
  • ঘ. নাটকের একটি চরিত্র

উত্তরঃ একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা

বিস্তারিত

60. মুক্তিযুদ্ধে 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত দুই জন মহিলা মুক্তিযোদ্ধা কে কে?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. ডা. সেতারা বেগম ও তারামন বিবি
  • গ. আঞ্জুমান আরা ও কানিজ ফাতেমা
  • ঘ. সুলতান কবীর ও সালমা খান

উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন বিবি

বিস্তারিত

61. মুক্তিযুদ্ধে 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত নারী মুক্তযোদ্ধা কে ?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. ডা. সেতারা বেগম
  • গ. আঞ্জুমান আরা
  • ঘ. ড. নীলিমা ইব্রাহিম

উত্তরঃ ডা. সেতারা বেগম

বিস্তারিত

62. কাঁকন বিবি কে ?

  • ক. নারী উদ্যেক্তা
  • খ. এনজিও নেত্রী
  • গ. লেখিকা
  • ঘ. রূপকথার চরিত্র

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

63. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি ছিলেন -

  • ক. অস্ট্রেলিয়ার নাগরিক
  • খ. ফ্রান্সের নাগরিক
  • গ. ব্রিটিশ নাগরিক
  • ঘ. ইতালির নাগরিক

উত্তরঃ ইতালির নাগরিক

বিস্তারিত

64. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন,তার নাম কি?

  • ক. জি.সি. দেব
  • খ. শহীদুল্লাহ কায়সার
  • গ. জহির রায়হান
  • ঘ. শংকরাচার্য

উত্তরঃ জি.সি. দেব

বিস্তারিত

65. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম -

  • ক. রাজশাহী
  • খ. যশোর
  • গ. জয়পুরহাট
  • ঘ. নওগাঁ

উত্তরঃ যশোর

বিস্তারিত

67. ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে কোন পাকিস্তানী জেনারেল ঢাকা রেসকোর্সে মিত্র বাহিনীর নিকট আত্নসমর্পণ করেন ?

  • ক. জেনারেল টিক্কা খান
  • খ. জেনারেল ইয়াহিয়া খান
  • গ. জেনারেল আবদুল হামিদ
  • ঘ. জেনারেল নিয়াজী

উত্তরঃ জেনারেল নিয়াজী

বিস্তারিত

68. ১৯৭১ সালে পাক-বাহিনীর আত্নসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন ?

  • ক. কর্নেল এম এ জি ওসমানী
  • খ. জেনারেল জগজিৎ সিং অরোরা
  • গ. মেজর জলিল
  • ঘ. কাদের সিদ্দিকী

উত্তরঃ জেনারেল জগজিৎ সিং অরোরা

বিস্তারিত

69. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্নসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেন কে?

  • ক. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
  • খ. এয়ার কমোডর এ.কে. খন্দকার
  • গ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
  • ঘ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

উত্তরঃ এয়ার কমোডর এ.কে. খন্দকার

বিস্তারিত

70. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্নসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন ?

  • ক. কর্নেল এম এ জি ওসমানী
  • খ. জেনারেল জগজিৎ সিং অরোরা
  • গ. কাদের সিদ্দিকী
  • ঘ. গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার

উত্তরঃ গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার

বিস্তারিত

71. ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর পাকিস্তানী বাহিনী ঢাকার কোথায় আত্নসমর্পণ করেন?

  • ক. রমনা পার্কে
  • খ. পল্টন ময়দানে
  • গ. তৎকালীন রেসকোর্স ময়দানে
  • ঘ. ঢাকা ক্যান্টনমেন্টে

উত্তরঃ তৎকালীন রেসকোর্স ময়দানে

বিস্তারিত

72. জেনারেল নিয়াজী কোথায় আত্নসমর্পণ করেন ?

  • ক. লালবাগে
  • খ. পল্টন ময়দানে
  • গ. ওসমানী উদ্যানে
  • ঘ. সোহরাওয়ার্দী উদ্যানে

উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে

বিস্তারিত

73. প্রথম বার কত সালে বাংলা বিভক্ত হয় ?

  • ক. ১৭৫২
  • খ. ১৭৫৭
  • গ. ১৮৫৭
  • ঘ. ১৯০৫

উত্তরঃ ১৯০৫

বিস্তারিত

74. দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে ?

  • ক. ১৮৫৭
  • খ. ১৯০৫
  • গ. ১৯৭১
  • ঘ. ১৯৪৭

উত্তরঃ ১৯৪৭

বিস্তারিত

75. বাংলাদেশের রাজধানী কোথায় ?

  • ক. ঢাকা উত্তর
  • খ. ঢাকা দক্ষিন
  • গ. ঢাকা
  • ঘ. শেরে বাংলা নগর

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects