শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদর্শক সেফটি; কেমিক্যাল টেকনোলজি

1. টারবাইন - এর কাজ কী?

  • ক. গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা
  • খ. যান্ত্রিক শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করা
  • গ. বিদ্যুৎ উৎপন্ন করা
  • ঘ. সবগুলি

2. নিচের কোনটি প্রবাহ পরিমাপে ব্যবহার করা হয়?

  • ক. থার্মোমিটার
  • খ. ম্যানোমিটার
  • গ. হাইড্রোমিটার
  • ঘ. পিটট টিউব

5. তাপ ইঞ্জিনের পিস্টন সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় কেন?

  • ক. এটি ওজনে হালকা
  • খ. এটি উত্তম তাপ পরিবাহক
  • গ. এতে মরিচা ধরে না
  • ঘ. উপরের সবগুলি

10. N2 + 3H2 = 2NH3 বিক্রিয়ায় চাপ প্রয়োগে কোন দিকে অগ্রসর হবে?

  • ক. সম্মুখ দিকে
  • খ. পিছনে
  • গ. স্থির থাকবে
  • ঘ. ঘন মাত্রার উপর নির্ভর করে

11. ক্যান্সার রোগের কারণ কী?

  • ক. কোষের অস্বাভাবিক মৃত্যু
  • খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি
  • গ. কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
  • ঘ. উল্লিখিত সবগুলোই

12. কয়লার ফিক্সড কার্বনের পরিমাপ হলো যে কার্বন -

  • ক. অন্য মৌলিক পদার্থের সাথে যুক্ত থাকে
  • খ. অন্য মৌলিক পদার্থের সাথে যুক্ত থাকে না
  • গ. উদ্বায়ী পদার্থের সাথে যুক্ত থাকে
  • ঘ. কয়লার ছাইয়ের সাথে যুক্ত থাকে

13. কোন যন্ত্রটি লুব্রিকেটিং তেল থেকে ময়লা পৃথক করতে ব্যবহৃত হয়?

  • ক. স্যান্ড ফিল্টার
  • খ. গ্রেভিটি ফিল্টার
  • গ. ব্যাগ ফিল্টার
  • ঘ. রোটারী ড্রাম ফিল্টার

14. আদর্শ আপমাত্রা ও চাপের ক্ষেত্রে কোনটি সঠিক?

  • ক. ২৫C ও ৭৬০ মিমি পারদ
  • খ. সকল গ্যাসের আয়তন ২২.৪ লিটার
  • গ. ০C ও ৭৬ মিমি পারদ
  • ঘ. কোনোটিই নয়

16. পেইন্টের কোনটি দ্রাবকের কাজ নয়?

  • ক. পেইন্টকে তারল্য দান করা
  • খ. পেইন্টকে বস্তুপৃষ্টে সমানভাবে প্রলেপ দিতে সাহায্য করা
  • গ. Base ও Pigment কে গলাতে সাহায্য করা
  • ঘ. বাষ্পীভূত হয়ে পেইন্ট তলকে শুকাতে সাহায্য করা

17. রুদ্ধ তাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?

  • ক. গ্যাসের উষ্ণতা স্থির থাকে
  • খ. এটি একটি দ্রুত প্রক্রিয়া ও গ্যাসের আধারটি তাপ কুপরিবাহী হতে হয়
  • গ. PV = ধ্রুব হয়
  • ঘ. এটি একটি ধীর প্রক্রিয়া

19. মটর ইঞ্জিনের দক্ষতাকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়?

  • ক. দক্ষতা = পাওয়ার ইনপুট / পাওয়ার আউটপুট
  • খ. দক্ষতা = পাওয়ার ইনপুট * পাওয়ার আউটপুট
  • গ. দক্ষতা = পাওয়ার আউটপুট / পাওয়ার ইনপুট
  • ঘ. কোনোটিই নয়

21. বাহ্যিক শক্তি কী?

  • ক. স্থিতিশক্তি ও চাপশক্তির সমষ্টি
  • খ. গতিশক্তি ও চাপশক্তির সমষ্টি
  • গ. স্থিতিশক্তি ও গতিশক্তি ও চাপশক্তির সমষ্টি
  • ঘ. স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি

23. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ -

  • ক. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
  • খ. উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি হয়
  • গ. বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়
  • ঘ. উপরের সবগুলো

24. বয়লার ফিড ওয়াটারের কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য?

  • ক. মৃদু পানি
  • খ. সিলিকা মুক্ত
  • গ. দ্রবীভূত অক্সিজেন মুক্ত
  • ঘ. সবগুলি


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics