শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদর্শক সেফটি; কেমিক্যাল টেকনোলজি
51. নিচের কোনটি বিস্ফোরক জাতীয় পদার্থ?
- ক. ইথানল
- খ. অ্যামোনিয়া ক্লোরাইড
- গ. অ্যামোনিয়া নাইট্রেট
- ঘ. কোনোটিই নয়
52. Cp, Cv ও R এর সম্পর্ক কোনটি?
- ক. Cp + Cv = R
- খ. Cp - Cv = R
- গ. Cp / Cv = R
- ঘ. Cp . Cv = R
- ক. তাপগতিবিজ্ঞানের ১ম সূত্র
- খ. তাপগতিবিজ্ঞানের ২য় সূত্র
- গ. তাপগতিবিজ্ঞানের ৩য় সূত্র
- ঘ. তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র
- ক. কনভেয়ার ড্রায়ার
- খ. স্প্রে ড্রায়ার
- গ. ড্রাম ড্রায়ার
- ঘ. ফ্লুডাইজদ বেড ড্রায়ার
55. ফায়ার টিউব বয়লারের বৈশিষ্ট্য কী?
- ক. টিউবের বাইরে পানি থাকে
- খ. উত্তপ্ত জ্বালানির গ্যাস টিউবের ভিতর দিয়ে প্রবাহিত হয়
- গ. টিউবগুলো পানিতে নিমজ্জিত থাকে
- ঘ. উপরের সবগুলো
56. যে গ্যাসে উল্লেখ্যযোগ্য পরিমাণ হাইড্রোজেন সালফাইড উপস্থিত থাকে তাকে বলে -
- ক. মিষ্টি গ্যাস
- খ. টক গ্যাস
- গ. বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস
- ঘ. উপরের সবগুলো
57. ইঞ্জিনের জ্বালানি সরবরাহে ব্যবহৃত করা হয় -
- ক. সেন্ট্রিফিউগ্যাল পাম্প
- খ. জেট পাম্প
- গ. রেসিপ্রোকেটিং পাম্প
- ঘ. এয়র লিফট পাম্প
58. যদি NH3 এর গঠন তাপ 15J হয় তবে N2 + 2H2 - 2NH3 বিক্রিয়াটির বিক্রিয়া তাপ কত?
- ক. - ৫J
- খ. ৫J
- গ. ১৫J
- ঘ. ৩০J
59. ২৭C উষ্ণতায় কোনো গ্যাসের তাপমাত্রা কত বৃদ্ধি করলে চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়?
- ক. ৯০০C
- খ. ১০০০ C
- গ. ১১০০ C
- ঘ. ১২০০ C
60. ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর যন্ত্রটি গ্যাস ক্লিনিং ব্যবহৃত হয় -
- ক. যা অত্যন্ত ব্যয়বহুল
- খ. যার দক্ষতা প্রায় ৯৯%
- গ. যা অতি সূক্ষ্ম পার্টিক্যালগুলো দূর করতে পারে
- ঘ. উপরের সবগুলো
61. সিনথেসিস গ্যাস কোথায় ব্যবহৃত হয়?
- ক. ইস্পাত চুল্লীতে
- খ. অ্যামোনিয়া উৎপাদনে
- গ. হাইড্রোজেন উৎপাদনে
- ঘ. ওয়েল্ডিংয়ের কাজে
62. Na2Co3 এর ০.১ N ১০০ মিলি স্টান্ডার্ড দ্রবণ তৈরি করতে কত গ্রাম Na2Co3 প্রয়োজন?
- ক. ০.৫৩
- খ. ১.০৬
- গ. ৫.৩
- ঘ. ০.১০৬
63. স্যাচুরেটেড স্টিমের রং কী?
- ক. আকাশী নীল
- খ. হালকা বাদামি
- গ. সাদা
- ঘ. কোনো রং নেই
64. ৭৮ গ্রাম বেনজিন বাতাসে পুড়ালে কত গ্রাম পানি উৎপন্ন হবে?
- ক. ১৮
- খ. ৩৬
- গ. ৪৮
- ঘ. ৫৪
65. বড় তাপবিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের বয়লার ব্যবহৃত হয়?
- ক. ফায়ার টিউব বয়লার
- খ. ওয়াটার টিউব বয়লার
- গ. ভার্টিক্যঅল বয়লার
- ঘ. কোনটিই নয়
66. যে প্রক্রিয়ায় গ্যাস প্রসারণ ও সংকোচনের সময় কোনো প্রকার তাপ গ্রহণ বা বর্জন করে না তাকে বলে -
- ক. রুদ্ধতাপ প্রক্রিয়া
- খ. পরাবৃত্তীয় প্রক্রিয়া
- গ. নিরুদ্ধ প্রক্রিয়া
- ঘ. পলিট্রপিক প্রক্রিয়া
- ক. হাইড্রোজেন ও ১০%
- খ. হাইড্রোজেন ও ৫০%
- গ. হাইড্রোজেন ও ১০০%
- ঘ. অক্সিজেন ও ৫০%
68. নিচের কোনটি ড্রাইংয়ের পদ্ধতি নয়?
- ক. গরম বাতাস ব্যবহার করে ড্রাইং
- খ. কেমিক্যাল ব্যবহার করে ড্রাইং
- গ. গরম সারফেসের উপর রেখে ড্রাইং
- ঘ. ফ্রিজ ড্রাইং
69. গ্রেভিটি ফিল্টেশন শিল্প কারখানায় অধিক ব্যবহৃত হয়। কারণ -
- ক. এটি ডিজাইন সহজ ও মূলধন কম লাগে
- খ. বেশি ফ্লোর এরিয়া প্রয়োজন হয় ও বেশি জনবল লাগে
- গ. তুলনামূলকভাবে ফিল্ট্রশন রেইট কম
- ঘ. কোনটিই নয়
70. নিচের কোনটি variable displacement পাম্প নয়?
- ক. সেন্ট্রিফিউগ্যাল পাম্প
- খ. জেট পাম্প
- গ. রোটারি পাম্প
- ঘ. এয়ার লিফট পাম্প
71. কোনো প্রবাহ টার্বুলেন্ট হয় যখন -
- ক. অণুগুলো এলোমেলোভাবে বক্রপথে চলে
- খ. প্রবাহ বেগ তুলনামূলক কম হয়
- গ. রিনোল্ড নাম্বার ২০০০ এর কম হয়
- ঘ. অণুগুলো সমান্তরাল পথে চলে
73. সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
- ক. প্রক্রিয়ার উষ্ণতা কোনো পরিবর্তন হয় না
- খ. প্রক্রিয়ার চাপের কোনো পরিবর্তন হয় না
- গ. PV = ধ্রুব হয়
- ঘ. প্রক্রিয়ার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না
74. কোনটি তাপ আন্তরক হিসেবে ব্যবহার করা যায়?
- ক. কপার
- খ. অ্যাসবেস্টস
- গ. এলুমিনিয়অম
- ঘ. সবগুলি
75. কোনটি বহির্দাহ তাপ ইঞ্জিনের উদাহরণ?
- ক. স্টীম ইঞ্জিন
- খ. ডিজেল ইঞ্জিন
- গ. পেট্রোল ইঞ্জিন
- ঘ. কোনোটিই নয়