সংসদ সচিবালয় এর ব্যাক্তিগত কর্মকর্তা নন ক্যাডার

1. মাস্টারদা সূর্যসেনের সহযোগী কে ছিলেন?

  • ক. ইলা মিত্ৰ
  • খ. তিতুমীর
  • গ. প্রীতিলতা
  • ঘ. ক্ষুদিরাম

2. এ এক অমোঘ সত্য।— এখানে 'সত্য' কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. অব্যয়

3. 'যাযাবর' কার ছদ্মনাম?

  • ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • খ. বিনয় মুখোপাধ্যায়
  • গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • ঘ. বিনয় ঘোষ

4. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী?

  • ক. বনফুল
  • খ. কড়ি ও কোমল
  • গ. বলাকা
  • ঘ. কবি-কাহিনী

6. কাজী নজরুল ইসলামের 'রিক্তের বেদন' কোন ধরনের রচনা?

  • ক. গল্পগ্রন্থ
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. উপন্যাস
  • ঘ. নাটক

7. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশের ভিত্তিতে নির্বাচিত হন?

  • ক. মার্কিন প্রেসিডেন্ট
  • খ. সাধারণ পরিষদ
  • গ. নিরাপত্তা পরিষদ
  • ঘ. WTO

8. নিম্নের কোন দু'টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে?

  • ক. নেপাল ও ভারত
  • খ. ভারত ও ভুটান
  • গ. মায়ানমার ও ভারত
  • ঘ. ভারত ও শ্রীলংকা

9. UNHCR এর সদর দপ্তর কোথায়?

  • ক. নিউইয়র্ক
  • খ. রোম
  • গ. প্যারিস
  • ঘ. জেনেভা

10. পৃথিবীর কোন দেশের নাগরিকদের ‘ডাচ’ বলা হয়?

  • ক. ফ্রান্স
  • খ. ব্রাজিল
  • গ. নিউজিল্যান্ড
  • ঘ. নেদারল্যান্ড

11. What is the adverb of beautiful'?

  • ক. beautify
  • খ. beautifully
  • গ. beauty
  • ঘ. beautification

12. Which one is correct sentence?

  • ক. You or I was there.
  • খ. You or I were there.
  • গ. You or I had there.
  • ঘ. You or I had been there.

13. The hen ---- an egg.

  • ক. lied
  • খ. laid
  • গ. layed
  • ঘ. lay

20. অলটিমিটার কি?

  • ক. তাপ পরিমাপক যন্ত্র
  • খ. উষ্ণতা পরিমাপক যন্ত্র
  • গ. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
  • ঘ. উচ্চতা পরিমাপক যন্ত্র

21. বড় পুকুরিয়া কয়লার খনি কোন জেলায় অবস্থিত?

  • ক. খুলনা
  • খ. জয়পুর হাট
  • গ. ঠাকুরগাঁও
  • ঘ. দিনাজপুর

22. 'পায়ের আওয়াজ পাওয়া যায়'- কোন জাতীয় রচনা?

  • ক. গীতিনাট্য
  • খ. কাব্যনাট্য
  • গ. কাহিনী কাব্য
  • ঘ. নাটক

23. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

  • ক. ১৪৬ তম
  • খ. ১২৬ তম
  • গ. ১৩৬ তম
  • ঘ. ১৪৮ তম

24. ‘লাদাখ' কোথায় অবস্থিত?

  • ক. পাকিস্তান
  • খ. ভারত
  • গ. চীন
  • ঘ. আফগানিস্তান

25. মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়?

  • ক. মেহেরপুর
  • খ. ঝালকাঠি
  • গ. বান্দরবান
  • ঘ. লক্ষ্মীপুর


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics