১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়

7. x3+6x2y+11xy2+ 6 y3 এর উৎপাদক নিচের কোনটি?

  • ক. (x + y)(x + 2y) (x + 3y)
  • খ. (x + y)(x - 2y)(x - 3y)
  • গ. (x - y)(x - 2y) (x + 3y)
  • ঘ. (x - y)(x + 2y)(x - 3y)

10. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোন জেলা?

  • ক. ভোলা
  • খ. সাতক্ষীরা
  • গ. চাঁদপুর
  • ঘ. নোয়াখালী

11. কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করে?

  • ক. দ্য ইকোনমিস্ট
  • খ. নিউজ উইকস
  • গ. দ্য গার্ডিয়ান
  • ঘ. রয়টার্স

13. মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. কপোতাক্ষ
  • খ. যমুনা
  • গ. মেঘনা
  • ঘ. করতোয়া

14. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করা হয়?

  • ক. তারামন বিবি ও ময়মুনা বিবি
  • খ. সিতারা বেগম ও ময়মুনা বিবি
  • গ. তারামন বিবি ও সিতারা বেগম
  • ঘ. ময়মুনা বিবি ও তারামন বিবি

15. ওয়াংগালা কাদের উৎসব?

  • ক. কুকিদের
  • খ. গারোদের
  • গ. চাকমাদের
  • ঘ. মারমাদের

16. বাংলাদেশে প্রথম আদমশুমারী হয় কবে?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৮১ সালে

17. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?

  • ক. ১৯০৫ সালে
  • খ. ১৯১১ সালে
  • গ. ১৯০৬ সালে
  • ঘ. ১৯০৯ সালে

19. জাপানের পার্লামেন্টের নাম কী?

  • ক. ডায়েট
  • খ. কায়েট
  • গ. লোকসভা
  • ঘ. ন্যাশনাল এসেম্বলী

20. 'Book Post' এর পারিভাষিক রূপ কোনটি?

  • ক. ডাকঘর
  • খ. খোলা ডাক
  • গ. উপবিধি
  • ঘ. লেখস্বত্ব

21. 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. হিন্দি
  • খ. উর্দু
  • গ. পর্তুগিজ
  • ঘ. গ্রিক

23. log10x=-2 হলে x এর মান কত?

  • ক. 0.01
  • খ. ০.০০১
  • গ. 0.05
  • ঘ. 0.005

24. log10x2=log10x2 হলে x এর মান কত?

  • ক. 1, 0
  • খ. 1, 10
  • গ. 1, 100
  • ঘ. 10, 100


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics