১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়

31. বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি-

  • ক. সুদ্ধকোণ
  • খ. স্থূলকোণ
  • গ. সমকোণ
  • ঘ. সরলকোণ

35. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?

  • ক. লিরা
  • খ. ক্রোনা
  • গ. বাথ
  • ঘ. রিংগিত

36. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক. তাওয়াক্কোল কারমান
  • খ. নার্গিস মোহাম্মদী
  • গ. মালালা ইউসুফ জাই
  • ঘ. শিরিন এবাদী

37. IMF-এর সদর দপ্তর কোথায়?

  • ক. ওয়াশিংটন ডিসি
  • খ. নিউইয়র্ক
  • গ. জেনেভা
  • ঘ. রোম

38. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?

  • ক. উ-থান্ট
  • খ. ট্রিগভেলী
  • গ. দ্যাগ হেমারশোল্ড
  • ঘ. গুতেরেস

39. জ্বালানী তেল উৎপাদনে শীর্ষে কোন দেশ?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. ইরাক
  • ঘ. সৌদি আরব

40. 'লেইস ফেয়ার' নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?

  • ক. সমাজতান্ত্রিক
  • খ. খেলাধুলা
  • গ. গণতন্ত্র
  • ঘ. মুক্তবাজার

41. সবজি চাষ বিদ্যাকে কী বলে

  • ক. Horticulture
  • খ. Aroboriculture
  • গ. Floriculture
  • ঘ. Vegiculture

42. বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?

  • ক. উত্তর-পশ্চিম
  • খ. দক্ষিণ
  • গ. দক্ষিণ-পশ্চিম
  • ঘ. মধ্য অঞ্চল

43. 'ফিফা বিশ্বকাপ ২০২৬' কোথায় অনুষ্ঠিত হবে।

  • ক. যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
  • খ. জেনেভা, রাশিয়া, ফ্রান্স
  • গ. ভিয়েনা, অস্ট্রিয়া, ভেনিজুয়েলা
  • ঘ. কাতার, দুবাই, বাহরাইন

44. রক্তে Platelet-এর কাজ কী?

  • ক. O2 পরিবহন
  • খ. সংক্রমণ প্রতিরোধ
  • গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
  • ঘ. রক্তে pH এর নির্ধারণ করে

45. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?

  • ক. হাত+ল = হাতল
  • খ. চল্‌+অন্ত= চলন্ত
  • গ. রাধ্‌+না = রান্না
  • ঘ. কোনোটিই নয়

47. 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?

  • ক. অতি আকাঙ্ক্ষিত বন্ধু
  • খ. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
  • গ. অদৃষ্টের পরিহাস
  • ঘ. বিশেষ সম্মানিত ব্যক্তি

48. 'যার কোনো মূল্য নেই' সমার্থক বাগধারা কোনটি?

  • ক. ডাকাবুকো
  • খ. তুলসী বনের বাঘ
  • গ. কাঠের পুতুল
  • ঘ. ঢাকের বাঁয়া

49. কোন বানানটি শুদ্ধ?

  • ক. শ্রদ্ধাঞ্ছলী
  • খ. দারিদ্রতা
  • গ. বৈশিষ্ট
  • ঘ. উপর্যুক্ত

50. অনুবাদ কত প্রকার?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৫ প্রকার


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics