বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর ইনস্ট্রাক্টর
1. Census-এর বাংলা পরিভাষা কোনটি?
- ক. অজ্ঞান
- খ. রেয়াত
- গ. আদমশুমারি
- ঘ. সচেতন
2. নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত?
- ক. শোকানল
- খ. রাঙামাটি
- গ. তেপান্তর
- ঘ. ছায়াতরু
3. বিসর্গ (ঃ) সন্ধিঘটিত শুদ্ধ শব্দ কোনটি
- ক. দূরন্ত
- খ. দুর্গতি
- গ. দূর্বার
- ঘ. দুমতী
5. কোন বাক্যে ক্রিয়া-বিশেষণ রয়েছে?
- ক. তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন।
- খ. তিনি প্রতিদিন বাগানে হাঁটেন।
- গ. তিনি প্রতিদিন একা একা হাঁটেন।
- ঘ. তিনি প্রতিদিন লাঠি হাতে হাঁটেন।
- ক. ৩৫ বছর
- খ. ৩৭ বছর
- গ. ৪৩ বছর
- ঘ. ৪৭ বছর
8. দু'টি সংখ্যার যোগফল ১৫, অনুপাত ৩ : ২, সংখ্যা দু'টির গুণফল কত?
- ক. ৫৪
- খ. ৫৬
- গ. ৪০
- ঘ. ৫০
11. ১ : ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে । ১.২ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?
- ক. ২৪ সে.মি.
- খ. ৬০ সে.মি.
- গ. ৬০মিটার
- ঘ. ৬ সে.মি.
12. ক এর আয় খ এর আয় অপেক্ষা ২৫% বেশি। খ এর আয় ক এর আয় অপেক্ষা শতকরা কত কম?
- ক. ১০%
- খ. ১৫%
- গ. ২০%
- ঘ. ২৫%
15. ১, ২ এবং ৩ দ্বারা তিন অংকের যতগুলো সংখ্যা লেখা যায়, তাদের সমষ্টি কত?
- ক. ১২২৩
- খ. ১২৩৩
- গ. ১৩২৩
- ঘ. ১৩৩২
18. নিচের কোনটিতে লিপিড দ্রবীভূত হয় না?
- ক. পানি
- খ. ক্লোরোফরম
- গ. বেনজিন
- ঘ. অ্যাসিটোন
19. নিচের কোন গ্যাস গ্রীনহাউস গ্যাস নয়?
- ক. কার্বন ডাইঅক্সাইড
- খ. নাইট্রাস অক্সাইড
- গ. সালফার ডাইঅক্সাইড
- ঘ. জলীয় বাষ্প
21. নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে?
- ক. RAM
- খ. HUB
- গ. ROUTER
- ঘ. MODEM
- ক. লাল
- খ. বেগুনি
- গ. নীল
- ঘ. সবুজ
23. মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়?
- ক. রেডিও
- খ. রাডার
- গ. গোয়েন্দা কাজে
- ঘ. ক্যান্সার নির্ণয়ে
24. বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগটি?
- ক. আমাশয়
- খ. ইনফ্লুয়েনজা
- গ. ডেঙ্গু
- ঘ. কলেরা
25. যে মানুষের রক্তে A ও B অ্যান্টিজেন থাকে না তাকে কী বলে?
- ক. গ্রুপ A
- খ. গ্রুপ B
- গ. গ্রুপ AB
- ঘ. গ্রুপ O