বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর ইনস্ট্রাক্টর

177. কম্পটন ক্রিয়ায় আলোর কোন ধর্ম প্রকাশ পায়?

  • ক. তরঙ্গ ধর্ম
  • খ. কণা ধর্ম
  • গ. তরঙ্গ ও কণা ধর্ম
  • ঘ. উপরের কোনটিই নয়

180. নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক?

  • ক. ফরমালিন
  • খ. সালফার ডাইঅক্সাইড
  • গ. সোডিয়াম নাইট্রেট
  • ঘ. সোডিয়াম ক্লোরাইড

181. 'চর্যাপদ' হচ্ছে-- 

  • ক. পদ্য
  • খ. গান
  • গ. শ্লোক
  • ঘ. মন্ত্ৰ

182. নিচের কোনটি নাট্যগুণসম্পন্ন আখ্যান কাব্য?

  • ক. প্রাকৃত পৈঙ্গল
  • খ. মনসামঙ্গল
  • গ. সেকসুভোদয়া
  • ঘ. শ্রীকৃষ্ণকীর্তন

183. বাংলায় মহাভারত অনুবাদ করেছেন—

  • ক. কাশীরাম দাস
  • খ. ভারতচন্দ্র রায়গুণাকর
  • গ. কৃত্তিবাস ওঝা
  • ঘ. রামানন্দ ঘোষ

185. রোসাঙ্গ-রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে—

  • ক. পদ্মাবতী
  • খ. চন্দ্রাবতী
  • গ. কাজল রেখা
  • ঘ. কঙ্ক ও লীলা

186. নিচের কোনটি খনার বচন?

  • ক. জন-জামাই ভাগনা, তিন নয় আপনা।
  • খ. অতি চোর পাতি চোর, হতে হতে সিঁদেল চোর।
  • গ. সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর।
  • ঘ. আছে গরু, না বয় হাল, তার দুঃখ চিরকাল ।

187. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ কোনটি? 

  • ক. প্রভাবতী সম্ভাষণ
  • খ. বাঙ্গালার ইতিহাস
  • গ. সীতার বনবাস
  • ঘ. বেতাল পঞ্চবিংশতি

188. মীর মশাররফ হোসেন নিচের কোন নাটকটির রচয়িতা?

  • ক. পলাশীর প্রায়শ্চিত্ত
  • খ. জমিদার দর্পণ
  • গ. নবীন তপস্বিনী
  • ঘ. সিরাজদ্দৌলা

189. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি? 

  • ক. পুরুবিক্রম
  • খ. নীলদর্পণ
  • গ. কৃষ্ণকুমারী
  • ঘ. বেণীসংহার

190. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রোমান্সধর্মী উপন্যাস— 

  • ক. যুগলাঙ্গুরীয়
  • খ. কপালকুণ্ডলা
  • গ. কৃষ্ণকান্তের উইল
  • ঘ. আনন্দ মঠ

191. দীনবন্ধু মিত্র রচিত প্রহসন কোনটি?

  • ক. কিঞ্চিৎ জলযোগ
  • খ. ম্যাও ধরবে কে
  • গ. কুলীন কুলসর্বস্ব
  • ঘ. সধবার একাদশী

192. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন— 

  • ক. রমেশচন্দ্র দত্ত
  • খ. অক্ষয় কুমার দত্ত
  • গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. রাজনারায়ণ বসু

193. নিচের কোনটি রোকেয়া সাখাওয়াৎ হোসেন রচিত গ্রন্থ?

  • ক. পদ্মগোখরো
  • খ. পদ্মাবতী
  • গ. পদ্মরাগ
  • ঘ. রক্তপদ্ম

195. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?

  • ক. সওগাত
  • খ. শিখা
  • গ. ধূমকেতু
  • ঘ. কল্লোল

196. জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. অর্কেস্ট্রা
  • খ. প্রথম পার্থ
  • গ. উর্বশী ও আর্টেমিস
  • ঘ. মহাপৃথিবী

197. নিচের কোন চরণটি হাসন রাজার গানের পঙ্ক্তি? 

  • ক. ও যার আপন খবর আপনার হয় না।
  • খ. কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার।
  • গ. ধরতে পারলে মনোবেড়ি দিতাম তাহার পায় ।
  • ঘ. চিরদিন পুষলাম এক অচিন পাখী।

198. ধ্বনি'র লিখিত রূপকে বলা হয় ---

  • ক. অক্ষর
  • খ. শব্দ
  • গ. বর্ণ
  • ঘ. পদ

199. ‘পায়রা'-র সমার্থক শব্দ কোনটি?

  • ক. কুড়া
  • খ. কপোত
  • গ. কদলী
  • ঘ. কোকিল

200. অনিষ্ট’ শব্দের বিপরীত অর্থবোধক শব্দ—

  • ক. ধৃষ্ট
  • খ. তিষ্ঠ
  • গ. ইষ্ট
  • ঘ. শিষ্ট


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics