স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক

3. বাংলায় বংশনুক্রমিক শাসকের সূচনা হয় -

  • ক. পাল বংশের মাধ্যমে
  • খ. সেন বংশের মাধ্যমে
  • গ. গুপ্ত বংশের মাধ্যমে
  • ঘ. মৌর্য বংশের মাধ্যমে

6. কোনটি সঠিক নয়?

  • ক. অমিত, লাবণ্য - শেষের কবিতা
  • খ. জয়গুন, হাসু - সূর্য দীঘল বাড়ী
  • গ. হেমাঙ্গিনী, কামম্বিনী - মেজদিদি
  • ঘ. খুকী, রহমত - খোকা বাবুর প্রত্যাবর্তন

7. আধুনিক বাংলা গীতি কবিতার উৎস কী?

  • ক. জারিগান
  • খ. গজল
  • গ. গম্ভীরা গান
  • ঘ. টপ্পা গান

8. ‘নির্মোক’ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?

  • ক. সাপের খোলস
  • খ. নির্মোহ ব্যক্তি
  • গ. ময়ূরের পেখম
  • ঘ. নিষক রাখার পাত্র

9. ‘শাক-সবজি’ শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?

  • ক. ফারসি + আরবি
  • খ. তদ্ভব + ফারসি
  • গ. পর্তুগিজ + আরবি
  • ঘ. তৎসম + ফারসি

10. ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?

  • ক. ভাববাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. কর্তৃবাচ্য
  • ঘ. কোনোটিই নয়

11. রোমান্টিক কাব্যের কবি নয় কে?

  • ক. কোরেশী মাগন ঠাকুর
  • খ. দোনা গাজী চৌধুরী
  • গ. শেখ ফয়জুল্লাহ
  • ঘ. শাহ বারিদ খান

12. 'Prothesis' এর বাংলা প্রতিশব্দ কোনটি?

  • ক. ধ্বনিসংযুক্তি
  • খ. আদিস্বরাগম
  • গ. স্বরভক্তি
  • ঘ. বিপ্রকর্ষ

13. ‘বর্ষীয়ান’ এর প্রত্যয় -

  • ক. বৃদ্ধ + ইয়স
  • খ. বৃদ্ধ + ঈয়স
  • গ. বৃদ্ধ + ত্রীয়স
  • ঘ. বৃদ্ধ + নীরস

14. ‘বীণাপাণি’ কোন সমাসের উদাহরণ?

  • ক. সমানাধিকরণ বহুব্রীহি
  • খ. ব্যধিকরণ বহুব্রীহি
  • গ. মধ্যপদলোপী বহুব্রীহি
  • ঘ. অলুক বহুব্রীহি

15. ‘বল বীর বল উন্নত মম শির’ বাক্যটি কী?

  • ক. ইচ্ছাসূচক
  • খ. আদেশসূচক
  • গ. প্রশ্নসূচক
  • ঘ. বিস্ময়সূচক

16. ‘ব্রীহি’ শব্দের অর্থ -

  • ক. বৃহৎ
  • খ. ধান
  • গ. সুশ্রী
  • ঘ. হাতির ডাক

17. ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. সংস্কৃত
  • খ. হিন্দি
  • গ. িআরবি
  • ঘ. তুর্কি

19. জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?

  • ক. ঝরা পালক
  • খ. ধূসর পাণ্ডুলিপি
  • গ. মহাপৃথিবী
  • ঘ. বনলতা সেন

24. What is the meaning of the word 'prima facie'?

  • ক. out look
  • খ. face reading
  • গ. face to face
  • ঘ. At the first sight


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics