পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী
1. এম এস ওয়ার্ডে কাজ করার সময় Crlt + Home বাটন চাপলে কারসরটি কোথায় যাবে?
- ক. নতুন ডকুমেন্ট ওপেন হবে
- খ. কারসর সেন্টেল এর শুরুতে যাবে
- গ. কারসর ডকুমেন্টের শুরুতে যাবে
- ঘ. কারসর ডকুমেন্টের শেষে যাবে
2. বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে?
- ক. ১৯৯৭ সালে
- খ. ১৯৯৮ সালে
- গ. ১৯৯৯ সালে
- ঘ. ২০০০ সালে
- ক. মূর্ধণ্য
- খ. মুর্ধণ্য
- গ. মূর্ধন্য
- ঘ. মুর্ধ্যন্ন
4. ঐতিহাসিক ৬ দফা দাবি প্রণয়ন হয়েছিল -
- ক. ১৯৬২ সালে
- খ. ১৯৬৫ সালে
- গ. ১৯৬৯ সালে
- ঘ. ১৯৬৬ সালে
5. মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে ‘বীরউত্তম’ খেতাবে ভূষিত করা হয়?
- ক. ২৫৭ জনকে
- খ. ১৬৩ জনকে
- গ. ৪৪ জনকে
- ঘ. ৬৮ জনকে
6. ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বনঃ + পতি
- খ. বন + পতি
- গ. বনস + পতি
- ঘ. বন + স্পতি
- ক. Where have you born?
- খ. Where were you born?
- গ. Where had you born?
- ঘ. Where are you born?
8. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
- ক. ৮ নং
- খ. ৯ নং
- গ. ১০ নং
- ঘ. ১১ নং
10. 'Birds of a feather' means -
- ক. helpfu person
- খ. birds of same nature
- গ. persons of a nature
- ঘ. birds of same color
11. ‘সেরিকালচার’ বলতে কি বুঝায়?
- ক. মুরগি পালন
- খ. মৌমাছি পালন
- গ. মৎস্য চাষ
- ঘ. রেশস চাষ
13. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
- ক. পূর্ব জার্মানি
- খ. রাশিয়া
- গ. পোল্যান্ড
- ঘ. যুক্তরাজ্য
14. কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
- ক. বিদ্রোহী
- খ. মুক্তি
- গ. লিচু চোর
- ঘ. রণসঙ্গীত
15. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
- ক. কাইয়ুম চৌধুরী
- খ. জয়নুল আবেদিন
- গ. কামরুল হাসান
- ঘ. আব্দুর রব
16. ১ বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে ১ এর পর কতটি শূণ্য লাগবে?
- ক. ৮টি
- খ. ৭টি
- গ. ৯টি
- ঘ. ১০টি
17. কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে?
- ক. আব্দুল হামিদ খান
- খ. আকতার হামিদ খান
- গ. আতাউর রহমান খান
- ঘ. আইউব খান
18. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
- ক. ১৩৫ তম
- খ. ১৩৬ তম
- গ. ১৩৭ তম
- ঘ. ১৩৮ তম
19. One of the boys - present.
- ক. were
- খ. was
- গ. are
- ঘ. have been
20. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
- ক. ৯
- খ. ১৫
- গ. ২৫
- ঘ. ১২
21. প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী?
- ক. পক প্রণালী
- খ. জিব্রাল্টার প্রণালী
- গ. পানামা প্রণালী
- ঘ. মালাক্কা প্রণালী
22. রূপসী বাংলার কবি কাবে বলা হয়?
- ক. জসীমজদদীন
- খ. জীবনানন্দ দাশ
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. সুফিয়া কামাল
23. Choose the word which never has a plural
- ক. mouse
- খ. intension
- গ. woman
- ঘ. information
24. একটি চাকার পরিধি ৫ মিটার। ৮০ কিলোমিটার পথ যেতে চাকাটি কত বার ঘুরবে?
- ক. ৪০০০০
- খ. ১৬০০
- গ. ১৬০০০
- ঘ. ৪০০০
25. ত্রিভুজের তিন কোণের সমষ্টি = কত?
- ক. এক সমকোণ
- খ. দুই সমকোণ
- গ. তিন সমকোণ
- ঘ. চার সমকোণ