পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী
26. ১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দিন আহমদ
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. ক্যাপ্টেন মনসুর আলী
27. একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে?
- ক. ১৯০ ডিগ্রি.
- খ. ২৭০ ডিগ্রি.
- গ. ৩৬০ ডিগ্রি.
- ঘ. ৫৪০ ডিগ্রি.
28. মুক্তিযুদ্ধে কয়জন মহিলা বীরপ্রতীক খেতাবে ভূষিত হন?
- ক. ১ জন
- খ. ২ জন
- গ. ৩ জন
- ঘ. ৪ জন
29. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. মোহাম্মদ উল্লাহ
- গ. তাজউদ্দীন আহমদ
- ঘ. ক্যাপ্টেন মনসুর আলী
- ক. প্রমথ চৌধুরী
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. মোহিতলাল মজুমদার
- ঘ. রামমোহন রায়
31. এক কথায় প্রকাশ করুন - ‘ যা বলা হয়নি’।
- ক. অনুক্ত
- খ. অব্যক্ত
- গ. অব্য
- ঘ. অউক্ত
32. মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
- ক. ইতালি
- খ. নেদারল্যান্ড
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. সুইজারল্যান্ড
33. ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে সুদের হার বার্ষিক কত হবে?
- ক. ১০%
- খ. ৫%
- গ. ৭%
- ঘ. ১২%
34. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
- ক. তাজউদ্দীন আহমদ
- খ. সৈয়দ নজরুল ইসলাম
- গ. কমরেড মনি সিংহ
- ঘ. মাওলানা ভাসানী
35. He was - honourary Magistrate. শূন্যস্থানে কোনটি বসবে?
- ক. a
- খ. an
- গ. the
- ঘ. one
37. মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. ৫টি
38. Which one is present perfect tense?
- ক. I am reading
- খ. I have read
- গ. I have been reading
- ঘ. I read
39. ৬% হারে ৯ মাসে ১০,০০০/- টাকার সুদ কত হবে?
- ক. ৫০০ টাকা
- খ. ৬০০ টাকা
- গ. ৪৫০ টাকা
- ঘ. ৬৫০ টাকা
40. ‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক. সংসারী
- খ. সঞ্চয়ী
- গ. সংস্থিতি
- ঘ. সন্ন্যাসী
41. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪....... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
- ক. ৫৫
- খ. ৪০
- গ. ৬৮
- ঘ. ৮৯
42. জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয় -
- ক. শিশু দিবস
- খ. শিক্ষা দিবস
- গ. নারী দিবস
- ঘ. স্বাস্থ্য দিবস
43. ০ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
- ক. ৪৮৫০
- খ. ৪৯৫০
- গ. ৫৯৫০
- ঘ. ৫৭৫০
44. ১ আগস্ট ১৯৭১ ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিল -
- ক. লন্ডনে
- খ. প্যারিসে
- গ. নিউইয়র্কে
- ঘ. ওয়াশিংটনে