বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর ইনস্ট্রাক্টর
51. 'ঠাকুর মার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?
- ক. গ্রাম্য গীতিকা
- খ. রূপকথা
- গ. ছোট গল্প
- ঘ. উপকথা
52. ‘পাখিসব করে রব রাতি পোহাইল'—পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. মদন মোহন তর্কালঙ্কার
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার
53. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ ইংরেজি কোন গ্রন্থের গদ্য-অনুবাদ ?
- ক. মার্চেন্ট অব ভেনিস
- খ. কমেডি অব এররস
- গ. এ মিডসামার নাইট'স ড্রিম
- ঘ. টেমিং অব দি শ্রু
54. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
- ক. সঞ্চয়িতা
- খ. বলাকা
- গ. বসন্ত
- ঘ. সেঁজুতি
55. “হিন্দু না ওরা মুসলিম?—ওই জিজ্ঞাসে কোন্ জন?”- পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন্ কবিতার অন্তর্গত?
- ক. বিদ্রোহী
- খ. সৃষ্টিসুখের উল্লাসে
- গ. কাণ্ডারী হুঁশিয়ার
- ঘ. আনন্দময়ীর আগমনে
56. ঊনসত্তরের গণ-অভ্যুত্থানকেন্দ্রিক উপন্যাস কোনটি ?
- ক. সংশপ্তক
- খ. চিলেকোঠার সেপাই
- গ. আরেক ফাল্গুন
- ঘ. জাহান্নাম হইতে বিদায়
- ক. উপরেউক্ত
- খ. উপরোক্ত
- গ. উপরুক্ত
- ঘ. উপর্যুক্ত
- ক. অত্যন্ত উষ্ণ
- খ. শীতের আমেজ
- গ. কুসুম কুসুম উষ্ণ
- ঘ. পাগড়ি
59. সংশয়’-এর বিপরীত শব্দ কোনটি?
- ক. বিস্ময়
- খ. নিৰ্ভয়
- গ. দ্বিধা
- ঘ. প্রত্যয়
60. “আলপিন' কোন ভাষা থেকে আগত শব্দ?
- ক. পর্তুগিজ
- খ. ওলন্দাজ
- গ. গুজরাটি
- ঘ. তুর্কি
61. বিশ্বের সবচেয়ে ব্যয় বহুল শহর কোনটি?
- ক. লন্ডন
- খ. দুবাই
- গ. তেল আবিব
- ঘ. নিউ ইয়র্ক
62. কোনটি একটি বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক নির্দলীয় আন্দোলনের নাম?
- ক. Extinction Rebellion
- খ. Nature Compact
- গ. Eco Friends
- ঘ. Build Better World
63. ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি দেয়
- ক. IFAD
- খ. WIPO
- গ. WTO
- ঘ. IDA
64. চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশ থেকে উদ্ভূত জাতিগোষ্ঠী?
- ক. হুন
- খ. মরো
- গ. জিনজিং
- ঘ. তুর্কি
65. মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কোন সালে?
- ক. ১৯৭৮
- খ. ১৯৮২
- গ. ১৯৯২
- ঘ. ১৯৯৭
66. বাংলাদেশের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে?
- ক. মেহেরপুর
- খ. লক্ষ্মীপুর
- গ. রাঙ্গামাটি
- ঘ. ঝালকাঠি
67. বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
- ক. BARI
- খ. BRRI
- গ. BADC
- ঘ. BINA
68. নিচের কোনটি আলুর একটি জাতের নাম?
- ক. ডায়মন্ড
- খ. রূপালি
- গ. ড্রামহেড
- ঘ. ব্রিশাইল
69. ধীরে বহে মেঘনা' বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত একটি চলচ্চিত্রের নাম। এটির নির্মাতা কে?
- ক. আলমগীর কবির
- খ. খান আতাউর রহমান
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. সুভাষ দত্ত
70. বিখ্যাত চিত্রকর্ম 'তিনকন্যা'র চিত্রকর কে?
- ক. জয়নুল আবেদিন
- খ. কামরুল হাসান
- গ. এস এম সুলতান
- ঘ. কাইয়ুম চৌধুরী
71. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর তারিখ -
- ক. ১ জুলাই ১৯২১
- খ. ১ জানুয়ারি ১৯২১
- গ. ১ জানুয়ারি ১৯২২
- ঘ. ১ জুলাই ১৯২০
72. সবচেয়ে বেশি সংখ্যক চা-বাগান বাংলাদেশের কোন জেলায়?
- ক. হবিগঞ্জ
- খ. মৌলভীবাজার
- গ. সিলেট
- ঘ. পঞ্চগড়
73. 'যাযাবর' কোন লেখকের ছদ্মনাম?
- ক. বিমল কর
- খ. বিমল মিত্র
- গ. বিনয় মুখোপাধ্যায়
- ঘ. বুদ্ধদেব বসু
74. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন তারিখে স্বাক্ষরিত হয়?
- ক. ৩ ডিসেম্বর ১৯৯৭
- খ. ৫ ডিসেম্বর ১৯৯৮
- গ. ২ ডিসেম্বর ১৯৯৭
- ঘ. ১ ডিসেম্বর ১৯৯৬
75. রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন—
- ক. প্রধানমন্ত্রী
- খ. জাতীয় সংসদের স্পিকার
- গ. জাতীয় সংসদের হুইপ
- ঘ. প্রধান বিচারপতি