বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর ইনস্ট্রাক্টর

51. 'ঠাকুর মার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?

  • ক. গ্রাম্য গীতিকা
  • খ. রূপকথা
  • গ. ছোট গল্প
  • ঘ. উপকথা

52. ‘পাখিসব করে রব রাতি পোহাইল'—পঙ্ক্তিটির রচয়িতা কে?

  • ক. মদন মোহন তর্কালঙ্কার
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. বিহারীলাল চক্রবর্তী
  • ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার

53. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ ইংরেজি কোন গ্রন্থের গদ্য-অনুবাদ ? 

  • ক. মার্চেন্ট অব ভেনিস
  • খ. কমেডি অব এররস
  • গ. এ মিডসামার নাইট'স ড্রিম
  • ঘ. টেমিং অব দি শ্রু

56. ঊনসত্তরের গণ-অভ্যুত্থানকেন্দ্রিক উপন্যাস কোনটি ? 

  • ক. সংশপ্তক
  • খ. চিলেকোঠার সেপাই
  • গ. আরেক ফাল্গুন
  • ঘ. জাহান্নাম হইতে বিদায়

57. নিচের কোন বানানটি শুদ্ধ? 

  • ক. উপরেউক্ত
  • খ. উপরোক্ত
  • গ. উপরুক্ত
  • ঘ. উপর্যুক্ত

58. ‘উষ্ণীষ’ শব্দের অর্থ --

  • ক. অত্যন্ত উষ্ণ
  • খ. শীতের আমেজ
  • গ. কুসুম কুসুম উষ্ণ
  • ঘ. পাগড়ি

59. সংশয়’-এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. বিস্ময়
  • খ. নিৰ্ভয়
  • গ. দ্বিধা
  • ঘ. প্রত্যয়

60. “আলপিন' কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. পর্তুগিজ
  • খ. ওলন্দাজ
  • গ. গুজরাটি
  • ঘ. তুর্কি

70. বিখ্যাত চিত্রকর্ম 'তিনকন্যা'র চিত্রকর কে?

  • ক. জয়নুল আবেদিন
  • খ. কামরুল হাসান
  • গ. এস এম সুলতান
  • ঘ. কাইয়ুম চৌধুরী

71. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর তারিখ -

  • ক. ১ জুলাই ১৯২১
  • খ. ১ জানুয়ারি ১৯২১
  • গ. ১ জানুয়ারি ১৯২২
  • ঘ. ১ জুলাই ১৯২০

73. 'যাযাবর' কোন লেখকের ছদ্মনাম?

  • ক. বিমল কর
  • খ. বিমল মিত্র
  • গ. বিনয় মুখোপাধ্যায়
  • ঘ. বুদ্ধদেব বসু

74. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন তারিখে স্বাক্ষরিত হয়?

  • ক. ৩ ডিসেম্বর ১৯৯৭
  • খ. ৫ ডিসেম্বর ১৯৯৮
  • গ. ২ ডিসেম্বর ১৯৯৭
  • ঘ. ১ ডিসেম্বর ১৯৯৬

75. রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন—

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. জাতীয় সংসদের স্পিকার
  • গ. জাতীয় সংসদের হুইপ
  • ঘ. প্রধান বিচারপতি


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics