বাংলাদেশে প্রথম উচ্চতম গভীরতম বৃহত্তম ও দীর্ঘতম
1. প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ?
- ক. শেখ মুজিবুর রহমান
- খ. সৈয়দ নজরুল ইসলাম
- গ. খন্দকার মোশতাক আহমদ
- ঘ. জিয়াউর রহমান
উত্তরঃ জিয়াউর রহমান
2. বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
- ক. মুহাম্মদ হাবিবুর রহমান
- খ. বিচারপতি সাহাবুদ্দিন
- গ. লতিফুর রহমান
- ঘ. ইয়াজ উদ্দিন আহমদ
উত্তরঃ বিচারপতি সাহাবুদ্দিন
3. স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
- ক. মোহাম্মদ উল্লাহ
- খ. আবদুল মালেক উকিল
- গ. সামসুল হুদা চৌধুরী
- ঘ. শাহ্ আবদুল হামিদ
উত্তরঃ শাহ্ আবদুল হামিদ
4. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
- ক. দেবেশ ভট্টাচার্য
- খ. আবু সাঈদ চৌধুরী
- গ. এএসএম সায়েম
- ঘ. মোস্তফা কামাল
উত্তরঃ এএসএম সায়েম
5. বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার -
- ক. বিচারপতি সাদেক
- খ. এম ইদ্রিস
- গ. এটিএম মাসউদ
- ঘ. বিচারপতি সাত্তার
উত্তরঃ এম ইদ্রিস
6. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম -
- ক. এ.এন. হামিদুল্লাহ
- খ. এ.কে.এন. আহমদ
- গ. নূরুল ইসলাম
- ঘ. এস. বি. চৌধুরী
উত্তরঃ এ.এন. হামিদুল্লাহ
7. দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান -
- ক. বিচারপতি সুলতান হোসেন
- খ. হাসান মশহুদ চৌধুরী
- গ. বিচারপতি হাবিবুর রহমান
- ঘ. প্রফেসর মনিরুজ্জামান মিয়া
উত্তরঃ বিচারপতি সুলতান হোসেন
8. বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে ?
- ক. সুরাইয়া রহমান
- খ. তারামন বিবি
- গ. রাবেয়া ভূঁইয়া
- ঘ. নাজমুন আরা সুলতানা
উত্তরঃ নাজমুন আরা সুলতানা
9. বাংলাদেশ হাইকোর্টের প্রথম মহিলা বিচারক কে?
- ক. তাহমিনা বেগম
- খ. আনিসা হামিদ
- গ. নাজমুন আরা সুলতানা
- ঘ. জাকিয়া সুলতানা
উত্তরঃ নাজমুন আরা সুলতানা
10. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
- ক. তাহমিনা হক ডলি
- খ. জাকিয়া আকতার
- গ. সুরাইয়া বেগম
- ঘ. মাহমুদা হক চৌধুরী
উত্তরঃ মাহমুদা হক চৌধুরী
11. বাংলাদেশের প্রথম 'অল উইমেন্স ফ্লাইট' এর ক্যাপ্টেন -
- ক. শাহানা
- খ. তানিয়া
- গ. সেতারা
- ঘ. শাহ্নেয়াজ
উত্তরঃ শাহানা
12. উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন ?
- ক. ডা. ফিরোজা বেগম
- খ. ডা. মমতাজ বেগম
- গ. ডা. জোহরা বেগম কাজী
- ঘ. ডা. মঞ্জিলা ময়মুন
উত্তরঃ ডা. জোহরা বেগম কাজী
13. বাংলাদেশের পুলিশের প্রথম নারী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন -
- ক. শমী কায়সার
- খ. আয়েশা খাতুন
- গ. কোহিনুর বেগম
- ঘ. এলিজা শারমিন
উত্তরঃ এলিজা শারমিন
14. প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম -
- ক. ড. নীলিমা ইব্রাহিম
- খ. ড. সুফিয়া আহমেদ
- গ. ড. শায়লা হাসান
- ঘ. ড. খালেদা খানম
উত্তরঃ ড. সুফিয়া আহমেদ
15. বাংলাদেশের 'সোর্ড অব অনার' পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে ?
- ক. রাজীয়া সুলতানা
- খ. তারামন বিবি
- গ. মারজিয়া ইসলাম
- ঘ. রহিমা বেগম
উত্তরঃ মারজিয়া ইসলাম
16. কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান?
- ক. জাহানারা ইমাম
- খ. তারামন বিবি
- গ. ক্যাপ্টেন সেতারা বেগম
- ঘ. পাইলট ফারিয়া লারা
উত্তরঃ ক্যাপ্টেন সেতারা বেগম
17. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী -
- ক. লীলা নাগ
- খ. ইলা মিত্র
- গ. সুলতা ঘোষ
- ঘ. ফজিলাতুন্নেসা
উত্তরঃ লীলা নাগ
19. বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
- ক. বায়তুল মোকাররম -ঢাকা
- খ. শাহ্ মখদুম ঈদ্গাহ -রাজশাহী
- গ. জাতীয় ঈদ্গাহ -ঢাকা
- ঘ. শোলাকিয়া -কিশোরগঞ্জ
উত্তরঃ শোলাকিয়া -কিশোরগঞ্জ
20. অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি হলো -
- ক. সিলেটের বনাঞ্চল
- খ. সুন্দরবন
- গ. ভাওয়াল ও মধুপুরের বনাঞ্চল
- ঘ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
উত্তরঃ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
21. বাংলাদেশের বৃহত্তম বনভূমি হলো -
- ক. পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
- খ. সুন্দরবন বনাঞ্চল
- গ. মধুপুর বনাঞ্চল
- ঘ. সিলেট বনাঞ্চল
উত্তরঃ সুন্দরবন বনাঞ্চল
22. কিওক্রাডাং -এর ঊচ্চতা প্রায় -
- ক. ১০১০ মিটার
- খ. ১৫৩০ মিটার
- গ. ১২৩২ মিটার
- ঘ. ১৩৬৪ মিটার
উত্তরঃ ১২৩২ মিটার