বাংলাদেশের অর্থনীতি রপ্তানী ও বাণিজ্য
1. সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশ অধিকার পেয়েছে?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. কানাডা
- গ. জাপান
- ঘ. চীন
উত্তরঃ কানাডা
3. বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে ?
- ক. জাপান
- খ. যুক্তরাষ্ট্র
- গ. মিশর
- ঘ. মালয়শিয়া
উত্তরঃ মিশর
4. তৈরী পোশাক থেকে বাংলাদেশের রপ্তানী আয়ের শতকরা কত ভাগ আসে (১৯৯৫-৯৬ হিসাব মতে)
- ক. প্রায় ৫০ ভাগ
- খ. প্রায় ৫৪ ভাগ
- গ. প্রায় ৫৬ ভাগ
- ঘ. প্রায় ৬০ ভাগ
উত্তরঃ প্রায় ৫৬ ভাগ
- ক. অ্যাডাম স্মিথ
- খ. ডেভিড রিকার্ডো
- গ. জন স্টুয়ার্ট মিল
- ঘ. কার্ল মার্কস
উত্তরঃ অ্যাডাম স্মিথ
6. Who is called the father of modern economics ?
- ক. Alfred Marshall
- খ. Adam Smith
- গ. Keynes
- ঘ. L.Robins
উত্তরঃ Adam Smith
7. Who is the founder of classical economics ?
- ক. Paul Samuelson
- খ. Adam Smith
- গ. David Ricardo
- ঘ. J.M. Keynes
উত্তরঃ Paul Samuelson
8. কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে 'কল্যাণের বিজ্ঞান' হিসেবে অভিহিত করেন ?
- ক. মার্শাল
- খ. এল রবিনসন
- গ. কার্ল মার্কস
- ঘ. অমর্ত্য সেন
উত্তরঃ মার্শাল
10. বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ?
- ক. পুঁজিবাদী
- খ. সমাজতান্ত্রিক
- গ. মিশ্র
- ঘ. ইসলামী
উত্তরঃ মিশ্র
11. মিশ্র অর্থনোতিক ব্যবস্থা হল -
- ক. সম্পত্তির রাষ্ট্রেীয় মালিকানা
- খ. সম্পত্তির ব্যক্তিগত মালিকানা
- গ. যৌথ মালিকাআনা
- ঘ. সম্পত্তির ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা
উত্তরঃ সম্পত্তির ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা
12. কোনটি সমাজতান্ত্রিক অর্থনৈতির বৈশিষ্ট্য নয় ?
- ক. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা
- খ. কাজ অনুযায়ী বন্টন ও সামর্থ্য অনুযায়ী কাজ
- গ. সুষম উন্নয়ন
- ঘ. যৌথ সামাজিক মালিকানা
উত্তরঃ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা
15. জিডিপি এর পূর্ণরূপ হল - (The acronym GDP stands for -)
- ক. Growth of Domestic Product
- খ. Gross Domestic Product
- গ. Growing Diversified Product
- ঘ. General Domestic Product
উত্তরঃ Gross Domestic Product
16. প্রতি আর্থিক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হলো -
- ক. নিট দেশজ উৎপাদন
- খ. মোট দেশজ উৎপাদন
- গ. মোট জাতীয় উৎপাদন
- ঘ. নিট জাতীয় উৎপাদন
উত্তরঃ মোট দেশজ উৎপাদন
- ক. GNP
- খ. National Income
- গ. NDP
- ঘ. GDP
উত্তরঃ GDP
18. Gross national product (GDP) measures :
- ক. Income earned by households
- খ. The income received by households plus the income kept by businesses
- গ. The economic welfare of a nation
- ঘ. The final output of goods and services produced in an economy
উত্তরঃ The final output of goods and services produced in an economy
19. প্রবাসীদের আয়কে হিসাবে ধরা হয় -(Income of expatriates is included in calculation of -)
- ক. GDP
- খ. NNP
- গ. Both
- ঘ. None
উত্তরঃ NNP
- ক. Net National Product
- খ. Net National Price
- গ. Net National Profit
- ঘ. National Net Price
উত্তরঃ Net National Product
21. কোনটি সাধারণত বৃহত্তম - GNP, GDP, বা NNP ?(Which one is usually bigger GNP, GDP, or NNP ?)
- ক. GDP
- খ. GNP
- গ. NNP
- ঘ. All these are equal
উত্তরঃ GNP
22. মাথাপিছু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে ভাগ করা হয়-
- ক. মোট সাবালক সংখ্যা দিয়ে
- খ. মোট কর্মরত পুরুষ দ্বারা
- গ. নারী-পুরুষ সংখ্যা দিয়ে
- ঘ. মোট জনসংখ্যা দিয়ে
উত্তরঃ মোট জনসংখ্যা দিয়ে
23. মাথাপিছু গড় আয় পরিমাপের সূত্র কোনটি ? (Y=আয়; P=জনসংখ্যা)
- ক. y=Y/P
- খ. y=P/Y
- গ. y=PxY
- ঘ. y=Y/Y
উত্তরঃ y=Y/P
- ক. সাক্ষরতা হার (Literacy rate )
- খ. শক্তির ব্যবহার (Consumption of power)
- গ. পুষ্টিগত অবস্থা (Nutrition level)
- ঘ. মাথাপিছু আয় (Per capita income)
উত্তরঃ শক্তির ব্যবহার (Consumption of power)
25. মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ ?
- ক. উচ্চ আয়ের দেশ
- খ. উচ্চ-মধ্যম আয়ের দেশ
- গ. নিম্ন-মধ্য আয়ের দেশ
- ঘ. নিম্ন আয়ের দেশ
উত্তরঃ নিম্ন-মধ্য আয়ের দেশ