বাংলাদেশের অর্থনীতি রপ্তানী ও বাণিজ্য

2. দেশের রপ্তানী আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?

  • ক. ১ম
  • খ. ২য়
  • গ. ৪র্থ
  • ঘ. ৬ষ্ঠ

উত্তরঃ ৬ষ্ঠ

বিস্তারিত

4. তৈরী পোশাক থেকে বাংলাদেশের রপ্তানী আয়ের শতকরা কত ভাগ আসে (১৯৯৫-৯৬ হিসাব মতে)

  • ক. প্রায় ৫০ ভাগ
  • খ. প্রায় ৫৪ ভাগ
  • গ. প্রায় ৫৬ ভাগ
  • ঘ. প্রায় ৬০ ভাগ

উত্তরঃ প্রায় ৫৬ ভাগ

বিস্তারিত

5. অর্থনীতির জনক কে ?

  • ক. অ্যাডাম স্মিথ
  • খ. ডেভিড রিকার্ডো
  • গ. জন স্টুয়ার্ট মিল
  • ঘ. কার্ল মার্কস

উত্তরঃ অ্যাডাম স্মিথ

বিস্তারিত

6. Who is called the father of modern economics ?

  • ক. Alfred Marshall
  • খ. Adam Smith
  • গ. Keynes
  • ঘ. L.Robins

উত্তরঃ Adam Smith

বিস্তারিত

7. Who is the founder of classical economics ?

  • ক. Paul Samuelson
  • খ. Adam Smith
  • গ. David Ricardo
  • ঘ. J.M. Keynes

উত্তরঃ Paul Samuelson

বিস্তারিত

8. কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে 'কল্যাণের বিজ্ঞান' হিসেবে অভিহিত করেন ?

  • ক. মার্শাল
  • খ. এল রবিনসন
  • গ. কার্ল মার্কস
  • ঘ. অমর্ত্য সেন

উত্তরঃ মার্শাল

বিস্তারিত

9. পুঁজি অর্থনীতির নিয়ন্ত্রক কোনটি ?

  • ক. ভোগ
  • খ. সরকার
  • গ. বাজেট
  • ঘ. জনগণ

উত্তরঃ জনগণ

বিস্তারিত

10. বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ?

  • ক. পুঁজিবাদী
  • খ. সমাজতান্ত্রিক
  • গ. মিশ্র
  • ঘ. ইসলামী

উত্তরঃ মিশ্র

বিস্তারিত

11. মিশ্র অর্থনোতিক ব্যবস্থা হল -

  • ক. সম্পত্তির রাষ্ট্রেীয় মালিকানা
  • খ. সম্পত্তির ব্যক্তিগত মালিকানা
  • গ. যৌথ মালিকাআনা
  • ঘ. সম্পত্তির ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা

উত্তরঃ সম্পত্তির ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা

বিস্তারিত

12. কোনটি সমাজতান্ত্রিক অর্থনৈতির বৈশিষ্ট্য নয় ?

  • ক. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা
  • খ. কাজ অনুযায়ী বন্টন ও সামর্থ্য অনুযায়ী কাজ
  • গ. সুষম উন্নয়ন
  • ঘ. যৌথ সামাজিক মালিকানা

উত্তরঃ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা

বিস্তারিত

13. 'বেইল আউট' শব্দটি কিসের সাথে জড়িত ?

  • ক. বেসবল
  • খ. অর্থনীতি
  • গ. ক্রিকেট
  • ঘ. ধর্মঘট

উত্তরঃ অর্থনীতি

বিস্তারিত

14. বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সনে চালু হয়?

  • ক. ১৯৯১
  • খ. ১৯৯২
  • গ. ১৯৯৩
  • ঘ. ১৯৯৪

উত্তরঃ ১৯৯১

বিস্তারিত

15. জিডিপি এর পূর্ণরূপ হল - (The acronym GDP stands for -)

  • ক. Growth of Domestic Product
  • খ. Gross Domestic Product
  • গ. Growing Diversified Product
  • ঘ. General Domestic Product

উত্তরঃ Gross Domestic Product

বিস্তারিত

16. প্রতি আর্থিক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হলো -

  • ক. নিট দেশজ উৎপাদন
  • খ. মোট দেশজ উৎপাদন
  • গ. মোট জাতীয় উৎপাদন
  • ঘ. নিট জাতীয় উৎপাদন

উত্তরঃ মোট দেশজ উৎপাদন

বিস্তারিত

18. Gross national product (GDP) measures :

  • ক. Income earned by households
  • খ. The income received by households plus the income kept by businesses
  • গ. The economic welfare of a nation
  • ঘ. The final output of goods and services produced in an economy

উত্তরঃ The final output of goods and services produced in an economy

বিস্তারিত

20. NNP এর পুরো নাম -

  • ক. Net National Product
  • খ. Net National Price
  • গ. Net National Profit
  • ঘ. National Net Price

উত্তরঃ Net National Product

বিস্তারিত

22. মাথাপিছু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে ভাগ করা হয়-

  • ক. মোট সাবালক সংখ্যা দিয়ে
  • খ. মোট কর্মরত পুরুষ দ্বারা
  • গ. নারী-পুরুষ সংখ্যা দিয়ে
  • ঘ. মোট জনসংখ্যা দিয়ে

উত্তরঃ মোট জনসংখ্যা দিয়ে

বিস্তারিত

24. বাংলাদেশের উন্নয়ন অবস্থা পরিমাপের সর্বোৎকৃষ্ট পন্থা- (Development status of Bangladesh can be best measured in terms of -)

  • ক. সাক্ষরতা হার (Literacy rate )
  • খ. শক্তির ব্যবহার (Consumption of power)
  • গ. পুষ্টিগত অবস্থা (Nutrition level)
  • ঘ. মাথাপিছু আয় (Per capita income)

উত্তরঃ শক্তির ব্যবহার (Consumption of power)

বিস্তারিত

25. মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ ?

  • ক. উচ্চ আয়ের দেশ
  • খ. উচ্চ-মধ্যম আয়ের দেশ
  • গ. নিম্ন-মধ্য আয়ের দেশ
  • ঘ. নিম্ন আয়ের দেশ

উত্তরঃ নিম্ন-মধ্য আয়ের দেশ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects