বাংলাদেশের অর্থনীতি রপ্তানী ও বাণিজ্য

226. ইপিজেড এ চালু শিল্পের মধ্যে সর্বচ্চ বিনিয়োগ কোন শিল্পে ?

  • ক. তৈরী পোশাক শিল্পে
  • খ. বস্ত্র শিল্পে
  • গ. ইলেক্ট্রনিক্স শিল্পে
  • ঘ. চামড়া শিল্পে

উত্তরঃ তৈরী পোশাক শিল্পে

বিস্তারিত

227. বাংলাদেশের সর্বপ্রথম বাজেট পেশ করেন—

  • ক. এম. সাইফুর রহমান
  • খ. তাজউদ্দীন আহমেদ
  • গ. আবুল মাল আবদুল মুহিত
  • ঘ. মোঃ মনসুর আলী

উত্তরঃ তাজউদ্দীন আহমেদ

বিস্তারিত

228. বাংলাদেশ এইড গ্রুপ গঠিত হয়—

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৬ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৩ সালে

উত্তরঃ ১৯৭৪ সালে

বিস্তারিত

229. ২০১৫ – ২০১৬ সালের বাজেটে রাজস্ব আয় ধরা হয়—

  • ক. ২,১৪,২৪৩ টাকা
  • খ. ২,২০,২৫০ টাকা
  • গ. ২,৩০,৫০০ টাকা
  • ঘ. ২,২৫,২৪৩ টাকা

উত্তরঃ ২,১৪,২৪৩ টাকা

বিস্তারিত

230. গ্রামীন মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম—

  • ক. আর পি এস
  • খ. আর ডি এস
  • গ. আর এস এস
  • ঘ. এস আর এস

উত্তরঃ আর এস এস

বিস্তারিত

231. বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি কোথায় অবস্থিত—

  • ক. চট্টগ্রামের হাটহাজারিতে
  • খ. ঢাকার সাভারে
  • গ. নারায়নগঞ্জের ফতুল্লায়
  • ঘ. রাঙামাটির চন্দ্রঘোনায়

উত্তরঃ রাঙামাটির চন্দ্রঘোনায়

বিস্তারিত

232. বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ কার অধীনে—

  • ক. বাণিজ্য মন্ত্রণালয়
  • খ. অর্থ মন্ত্রণালয়
  • গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ঘ. সমাজকল্যাণ মন্ত্রণালয়

উত্তরঃ প্রধানমন্ত্রীর কার্যালয়

বিস্তারিত

233. গার্মেন্টস পণ্য প্রথম রপ্তানি করা হয় কোন দেশে—

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. ফ্রান্স
  • ঘ. জার্মানি

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

234. আনুষ্ঠানিকভাবে পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপের (PPP) কার্যক্রম শুরু হয়—

  • ক. ১৫ মার্চ ২০১৩
  • খ. ১৫ মার্চ ২০১১
  • গ. ১৫ এপ্রিল ২০১২
  • ঘ. ১৫ মার্চ ২০১২

উত্তরঃ ১৫ মার্চ ২০১২

বিস্তারিত

235. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানী পণ্য হিসেবে স্থান করে নেয়?

  • ক. পঞ্চাশ দশক
  • খ. ষাট দশক
  • গ. সত্তর দশক
  • ঘ. আশির দশক

উত্তরঃ আশির দশক

বিস্তারিত

236. বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ?

  • ক. সৌদি আরব
  • খ. জাপান
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. চীন

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

237. বাংলাদেশ Export Processing Zone (EPZ)-এর কার্যক্রম কোন সালে শুরু হয়?

  • ক. ১৯৮৫
  • খ. ১৯৮৩
  • গ. ১৯৭৯
  • ঘ. ১৯৮১

উত্তরঃ ১৯৮৩

বিস্তারিত

238. বাংলাদেশের অর্থবছর--

  • ক. জুন-মে
  • খ. জুলাই-জুন
  • গ. আগস্ট-জুলাই
  • ঘ. এপ্রিল-মার্চ

উত্তরঃ জুলাই-জুন

বিস্তারিত

239. বাংলাদেশ প্রথম যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে?

  • ক. ১৯৮০ সালে
  • খ. ১৯৭৮ সালে
  • গ. ১৯৮২ সালে
  • ঘ. ১৯৭২ সালে

উত্তরঃ ১৯৮২ সালে

বিস্তারিত

240. জাতীয় আয় পরিমাপ করা হয় কোন পদ্ধতি অনুসরণ করে--

  • ক. ব্যয় পদ্ধতি
  • খ. আয় পদ্ধতি
  • গ. উৎপাদন পদ্ধতি
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects